PV Sindhu: এখনই কোর্টে ফিরছেন না সিন্ধু! এশিয়ান চ্যাম্পিয়নশিপে তিনি নেই, জানালেন নিজেই

Published : Feb 09, 2025, 07:23 PM IST
PV SINDHU NET WORTH

সংক্ষিপ্ত

তিনি বলেছেন, হ্যামস্ট্রিংয়ে চোটের জেরেই প্রতিযোগিতা থেকে বাধ্য হয়ে নাম তুলে নিলেন। 

তিনি এখন বিবাহিত। গত বছরের ডিসেম্বরে বিয়ে হয়েছে ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধুর। কিন্তু চলতি ফেব্রুয়ারি মাসে তাঁর খেলায় ফেরার কথা ছিল। কিন্তু যা জানা যাচ্ছে, এখনই তিনি খেলাতে ফিরছেন না। তাই ফেব্রুয়ারিতে আয়োজিত ‘ব্যাডমিন্টন এশীয় মিক্সড টিম চ্যাম্পিয়নশিপ’ থেকে নাম তুলে নিয়েছেন সিন্ধু। 

তিনি বলেছেন, হ্যামস্ট্রিংয়ে চোটের জেরেই প্রতিযোগিতা থেকে বাধ্য হয়ে নাম তুলে নিলেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সিন্ধু লিখেছেন, “খুব দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি যে, এশীয় মিক্সড টিম চ্যাম্পিয়নশিপ খেলতে দলের সঙ্গে আমি যেতে পারছি না। গত ৪ ফেব্রুয়ারি গুয়াহাটিতে অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছি। 

তবুও সুস্থ হওয়ার অনেক চেষ্টা করেছি। কিন্তু এমআরআই রিপোর্ট দেখে বোঝা যাচ্ছে, ফিট হতে আরও কয়েকদিন সময় লাগবে। তাই আমি কোর্টে নামতে পারব না। অবশ্যই বাকিদের জন্য অফুরন্ত শুভেচ্ছা। ওদের জন্য আমি গলা ফাটাব।" প্রসঙ্গত, চিনে এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়ার আগে গুয়াহাটিতে অনুশীলন করছে ভারতীয় দল। 

আর সেখানেই চোট পেয়েছেন পিভি সিন্ধু। এদিকে ভারতীয় দলে রয়েছেন লক্ষ্য সেন, এইচএস প্রণয়, সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি, এবং চিরাগ শেট্টি। তবে এই কথা ঠিক যে, সিন্ধু থাকলে ভারতীয় দল আরও অনেকটা শক্তিশালী হত। অন্যদিকে, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। আর ভারত রয়েছে গ্রুপ ডি-তে। সেখানকার অন্যান্য দলগুলি হল দক্ষিণ কোরিয়া এবং ম্যাকাউ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Ashes 2nd Test: বড় রান অস্ট্রেলিয়ার! দ্বিতীয় ইনিংসে চাপে জো রুটরা, ব্রিসবেনে লড়ছে ইংল্যান্ড
IND vs SA: জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত