মোহনবাগানের সমর্থক হলে একবার ঘুরে আসুন এই সরস্বতী পুজোর মণ্ডপে, স্মৃতির পাতায় আজীবন রয়ে যাবে এই থিম

Published : Feb 03, 2025, 04:39 PM IST
saraswati puja mb theame

সংক্ষিপ্ত

একাধিক ফটো গ্যালারি ও ইতিহাস তুলে ধরার মধ্য দিয়ে মোহনবাগানের ফেলে আসা সোনালি দিনগুলোকে মানুষের সামনে তুলে ধরেছেন তারা।মন্ডপ চত্বরে প্রবেশ করলে দেখা যাচ্ছে কোথাও শৈলেন মান্না তো কোথাও চূনী গোস্বামীদের ছবি। আবার ব‍্যারেটো ও পেত্রাতোসদের ছবিও ঝলমল করছে

একেবারে অন্য ছবি। সরস্বতী পুজোর মণ্ডপের থিমে ঠাঁই পেল মোহনবাগান। আর এই মণ্ডপের কথা চাউর হতেই দেখতে ভিড় জমাচ্ছেন ক্রীড়াপ্রেমী মানুষেরা । উদ্যোক্তাদের থিম মোহনবাগানের সেকাল আর একাল । ফুটবল ইতিহাসের সোনালী দিনের মুহূর্ত তুলে ধরে সরস্বতী পুজায় এক দৃষ্টান্ত তুলে ধরল বসিরহাটের আমরা ক'জন। বাঙালির আবেগে জড়িয়ে রয়েছে ফুটবল। কথায় বলে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আর সেই ফুটবল পাগল বাঙালিকে সারাবছর উন্মাদনায় মাতিয়ে রাখে মোহনবাগান, ইস্টবেঙ্গল তথা মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো দলগুলি।

কলকাতা ময়দান হোক বা অন্য কোন টুর্নামেন্টে সব সময় দেখা যায় বাঙালি ফুটবলের ব্যাপারে প্রধান তিন দলের সাপোর্টে ফুটবলপ্রেমীরা তিন ভাগে বিভক্ত হয়ে পড়েন। এমনিতেই শহর উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মোহনবাগানের গড় হিসাবে পরিচিত। আর প্রিয় দলের ইতিহাসকে জনমানসে তুলে ধরতে সরস্বতী পুজায় মোহনবাগানের থিম তুলে ধরলেন উদ্যোক্তারা। বসিরহাটের ধলতিথা বারুইপাড়ার আমরা ক'জনের উদ্যোগের থিম মোহনবাগানের সেকাল আর একাল। মন্ডপ চত্বরে সর্বত্রই পালতোলা নৌকা ও সবুজ মেরুনের ছোঁয়া। পাশাপাশি একাধিক ফটো গ্যালারি ও ইতিহাস তুলে ধরার মধ্য দিয়ে মোহনবাগানের ফেলে আসা সোনালি দিনগুলোকে মানুষের সামনে তুলে ধরেছেন তারা। শুধুমাত্র ইতিহাস নয় বর্তমান সময়েও যেভাবে মোহনবাগান একের পর এক টুর্নামেন্টে জয়লাভ করেছে তারও জয় ও উল্লাসের ছবি ধরা পড়ল এই পুজো প্রাঙ্গনে। মন্ডপ চত্বরে প্রবেশ করলে দেখা যাচ্ছে কোথাও শৈলেন মান্না তো কোথাও চূনী গোস্বামীদের ছবি। আবার কোথাও ব‍্যারেটো ও পেত্রাতোসদের ছবিও ঝলমল করছে । পুজো অন‍্যতম উদ্যোক্তা কৌশিক আড়ি বলেন, "বর্তমান সময়ে যেভাবে নতুন প্রজন্ম সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে করতে মোবাইলমুখী হয়ে পড়েছে, সেই আসক্তিকে সরিয়ে মোহনবাগানের ইতিহাস তুলে ধরলে নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হয়ে যাতে আবার যাতে মাঠমুখি হতে পারে তার জন্য আমাদের এই প্রয়াস।"

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?