Boxing: ভারতীয় ক্রীড়ায় ফের বিতর্ক, যৌন হেনস্থা করেছেন কোচ, অভিযোগ নাবালিকা বক্সারের

Published : Jul 01, 2025, 04:04 PM ISTUpdated : Jul 01, 2025, 04:26 PM IST
Boxing

সংক্ষিপ্ত

Sexual harassment: ভারতীয় ক্রীড়ামহলে একাধিকবার যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। গত কয়েক বছর ধরে কুস্তিগীরদের (Wrestler) যৌন হেনস্থার অভিযোগ ঘিরে উত্তাল হয়েছে সারা দেশ। এবার বক্সিংয়েও (Boxing) একই অভিযোগ উঠেছে।

Sexual harassment of minor boxer: হরিয়ানার (Haryana) রোহতকে (Rohtak) স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (Sports Authority of India) জাতীয় বক্সিং অ্যাকাডেমিতে (National Boxing Academy) এক নাবালিকা বক্সারকে (Minor boxer) শারীরিক, মানসিক ও যৌন হেনস্থা (Sexual harassment) করার অভিযোগ উঠেছে। সাই-এর কোচের বিরুদ্ধেই এই বক্সারকে হেনস্থা করার অভিযোগ উঠেছে। কোচের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন নাবালিকা বক্সারের বাবা-মা। তাঁদের দাবি, ক্রমাগত মানসিক ও শারীরিক হেনস্থার শিকার হয়ে এই নাবালিকা বক্সার অবসাদে চলে যান। বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া (Boxing Federation of India) ও সাই এই অভিযোগ ওঠার কথা স্বীকার করে নিয়েছে। হেনস্থার শিকার হওয়া নাবালিকা বক্সারের বয়স ১৭ বছর। কোচের বিরুদ্ধে এই বক্সারকে ভয় দেখানো, চড় মারার অভিযোগের সত্যতা স্বীকার করেছে সাই ও বিএফআই। তবে এই দুই ক্রীড়া সংস্থা যৌন হেনস্থার কথা অস্বীকার করেছে। সাই ও জাতীয় বক্সিং সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের অভ্যন্তরীণ তদন্তে কোচের বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি। ফলে এখনও অভিযুক্ত কোচকেই জুনিয়র ও যুব বক্সারদের জন্য আয়োজিত জাতীয় শিবিরের দায়িত্বে রেখে দেওয়া হয়েছে।

রোহতক থানায় অভিযোগ দায়ের

নাবালিকা বক্সারের পরিবারের পক্ষ থেকে রোহতক থানায় (Rohtak police station) এফআইআর করা হয়েছে। হেনস্থার শিকার হওয়া নাবালিকা অভিযোগ করেছেন, কোচ জোর করে তাঁর পোশাক খুলে দেওয়ার চেষ্টা করেন। তাঁকে বেশ কয়েকবার চড় মারেন, তাঁর কেরিয়ার শেষ করে দেওয়ার হুমকি দেন কোচ। অন্য বক্সারদের সামনে তাঁকে খারাপ চরিত্রের মেয়ে বলেন। এর ফলে কোণঠাসা হয়ে পড়েন এই নাবালিকা।

বক্সিং সংস্থার বিরুদ্ধে ক্ষোভ

বক্সিং ফেডারেশনের ভূমিকায় তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন নাবালিকা বক্সারের বাবা-মা। তাঁদের দাবি, আয়ারল্যান্ড সফরের সময় শারীরিক ও মানসিক হেনস্থা করেন কোচ। কিন্তু অভিযোগ পাওয়ার পরেও এ বিষয়ে কোনও ব্যবস্থা নেয়নি বক্সিং সংস্থা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড