ফাইনালে নেই ভিনেশ! প্রধানমন্ত্রীর ফোন গেল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের কাছে

ভিনেশ ফোগাট (Vinesh Phogat) আর নেই অলিম্পিক্সে। আর এরপরেই তাঁর পাশে দাঁড়ালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ফোন করলেন ভারতীয় অলিম্পিক্স সংস্থার প্রেসিডেন্ট পিটি ঊষাকে (P.T Usha)।

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) আসরে স্বপ্নভঙ্গ। গোটা দেশবাসী তাকিয়ে ছিল তাঁর দিকে। কিন্তু পারলেন না তিনি। বলা ভালো ছিটকে গেলেন। ভিনেশ ফোগাট (Vinesh Phogat) আর নেই অলিম্পিক্সে। আর এরপরেই তাঁর পাশে দাঁড়ালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ফোন করলেন ভারতীয় অলিম্পিক্স সংস্থার প্রেসিডেন্ট পিটি ঊষাকে (P.T Usha)।

প্রি-কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে কার্যত দাপট দেখিয়েই জয় পান এই ভারতীয় (Indian) কুস্তিগীর। এমনকি, বিশ্বের এক নম্বর তথা গতবারের সোনাজয়ী ইউ সুসাকিকে পরাজিত করেন তিনি। ফলে, তাঁকেই ফাইনালে স্বর্ণপদক জয়ের অন্যতম দাবিদার হিসেবে মনে করা হচ্ছিল। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল না ভিনেশের। সেইসঙ্গে, বেদনাদায়ক মুহূর্ত ভারতের (India) জন্যও।

Latest Videos

কারণ, প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে, ওজন পরিমাপের সময় দেখা যায় যে, ভিনেশ ফোগাটের ওজন অনেকটা বেড়ে গেছে। যা নির্ধারিত ওজনের থেকে অনেকটাই বেশি। আর এই নিয়ম লঙ্ঘন করার জন্যই কুস্তির ফাইনাল থেকে ছিটকে গেলেন ভারতীয় তারকা। সেইসঙ্গে, হাতছাড়া হল পদক।

এই প্রসঙ্গেই পিটি ঊষার কাছে প্রধানমন্ত্রী জানতে চান যে, ঠিক কী ঘটেছে। এই পরিস্থিতিতে ভারতের কী করণীয় হতে পারে, তাও জানতে চান নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এও বলেন যে, এই শাস্তির বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানালে যদি ফোগাটের কোনও লাভ হয়, তাহলে সেটাও অবশ্যই করতে হবে। জানা গেছে, ভিনেশ ফোগাটকে ফাইনাল থেকে বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই ভারতীয় দলের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।

অন্যদিকে, ভিনেশের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়াতে লেখেন, “ভিনেশ আপনি চ্যাম্পিয়নদের মধ্যে আসল চ্যাম্পিয়ন। ভারতের গর্ব এবং প্রতিটি ভারতীয়র জন্য আপনি অনুপ্রেরণা। আজকের এই ঘটনা রীতিমতো বেদনাদায়ক। আমি আপনার হতাশাকে অনুভব করতে পারছি। আমি বিশ্বাস করি যে, আপনি আবার পারবেন। কারণ, চ্যালেঞ্জ মোকাবিলা করা সবসময়ই আপনার স্বভাব। আরও শক্তিশালী হয়ে ফিরে আসুন। আমরা সবাই আপনার সাফল্যের জন্য অপেক্ষা করছি।”

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee
বিচ্ছেদের পরও ভয়ঙ্কর আক্রমণ প্রাক্তন জামাইয়ের! আতঙ্কে গোটা পরিবার | Hooghly News Today
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
এটিএম থেকে ফিরতেই চক্ষু চড়কগাছ! লক্ষাধিক টাকা নিমিষের মধ্যে হাওয়া, তোলপাড় শান্তিপুর | Nadia News