
Odisha Gangrape News: চারজন কোচ মিলে জোর করে ১৫ বছর বয়সি এক হকি খেলোয়াড়কে জোর করে এক লজে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ওড়িশার (Odisha) জাজপুর (Jajpur) জেলায়। চার অভিযুক্তকেই আটক করেছে পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। নির্যাতিতার শারীরিক পরীক্ষার ব্যবস্থা করেছে পুলিশ। আদালতে তাঁর বয়ান নথিভুক্তও করা হয়েছে। নির্যাতিতার অভিযোগ, ৩ জুলাই সন্ধেবেলা স্থানীয় স্টেডিয়ামে অনুশীলন সেরে তিনি যখন ফিরছিলেন, তখন তাঁকে জোর করে তুলে নিয়ে যান চার কোচ। তাঁরা এই কিশোরীকে এক লজে নিয়ে গিয়ে পালা করে ধর্ষণ করেন। এই কিশোরী বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে শারীরিকভাবে ক্ষতি করার ভয় দেখান অভিযুক্তরা। এই ঘটনার কথা কাউকে জানালে তাঁকে খুন করা হবে বলেও হুমকি দেন অভিযুক্তরা।
বেশ কিছুদিন নীরব থাকলেও, শেষপর্যন্ত রবিবার রাতে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে কোচদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita) ও পকসো আইনের (Pocso Act) বিভিন্ন ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। জাজপুরের পুলিশ সুপার যশপ্রতাপ শারিমল (Yashpratap Sharimal) জানিয়েছেন, ‘নির্যাতিতা অভিযোগ দায়ের করার পরেই আমরা বিশেষ দল গঠন করি। চারজনকে আটক করা হয়েছে। তাদের জেরা করা হচ্ছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ ওড়িশা পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ধৃতদের সরকারিভাবে গ্রেফতার করা হবে।
জাতীয় কুস্তি সংস্থার (Wrestling Federation of India) প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের (Brij Bhushan Sharan Singh) বিরুদ্ধে একাধিক কুস্তি খেলোয়াড়কে ধর্ষণ করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এবার ওড়িশায় এক কিশোরী খেলোয়াড়কে গণধর্ষণের অভিযোগে কোচদের পাকড়াও করা হল। এই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে মহিলা খেলোয়াড়দের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এ বিষয়ে ক্রীড়ামহলে উদ্বেগ তৈরি হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।