Brij Bhushan Sharan Singh: লোকসভা নির্বাচনে বিজেপি-র প্রার্থী তালিকায় নেই ব্রিজভূষণ

Published : May 02, 2024, 10:57 PM ISTUpdated : May 03, 2024, 12:16 AM IST
brij bhushan sharan singh

সংক্ষিপ্ত

দলীয় ভাবমূর্তি বজায় রাখার লক্ষ্যে ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংকে ছেঁটে ফেলল বিজেপি। এবারের লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করা হল না।

ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি পদ হারিয়েছেন। যৌন হেনস্থার অভিযোগে মামলাও চলছে। এবার লোকসভা নির্বাচনে প্রার্থীও হতে পারলেন না ব্রিজভূষণ শরণ সিং। তাঁকে টিকিট দিল না বিজেপি। অবশ্য কাইজারগঞ্জে ব্রিজভূষণকে প্রার্থী না করা হলেও, তাঁর ছোট ছেলে করণ ভূষণ সিংকে প্রার্থী করা হয়েছে। দলীয় ভাবমূর্তি রক্ষার স্বার্থেই ৬ বারের সাংসদ ব্রিজভূষণকে এবার প্রার্থী করল না বিজেপি। তবে একইসঙ্গে কাইজারগঞ্জ ও আশেপাশের অঞ্চলে তাঁর প্রভাবের কথা মাথায় রেখে ছেলেকে টিকিট দেওয়া হল। এতে ব্রিজভূষণ পুরোপুরি অসন্তুষ্ট হবেন না বলেই আশা বিজেপি নেতৃত্বের। ছেলেকে জেতানোর জন্য ব্রিজভূষণ চেষ্টা করবেন বলেই আশা করছে বিজেপি।

প্রথমবার নির্বাচনে প্রার্থী করণ

ব্রিজভূষণের ৩ ছেলের মধ্যে সবচেয়ে ছোট ২৮ বছর বয়সি করণ। তিনিও বাবার মতোই খেলার সঙ্গে যুক্ত। শুধু ক্রীড়া প্রশাসনেই নয়, সরাসরি খেলার সঙ্গেও যুক্ত করণ। তিনি জাতীয় স্তরের ট্র্যাপ শ্যুটার। এ বছরের ফেব্রুয়ারিতে ব্রিজভূষণের পরিবর্তে উত্তরপ্রদেশের কুস্তি সংস্থার সভাপতি হয়েছেন করণ। এবারই প্রথম তিনি লোকসভা নির্বাচনে প্রার্থী হলেন।

বিরোধীদের আক্রমণ ভোঁতা করার কৌশল বিজেপি-র

এবারের লোকসভা নির্বাচনেও ব্রিজভূষণকে প্রার্থী করলে বিরোধী দলগুলির তীব্র আক্রমণের মুখে পড়তে হত বিজেপি-কে। কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে যৌন হেনস্থায় অভিযুক্তকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠত। সেই কারণেই এবার ব্রিজভূষণকে প্রার্থী করা হল না। কর্ণাটকের হাসান লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ প্রজ্বল রেভান্নার বিরুদ্ধে ওঠা যৌন কেলেঙ্কারির অভিযোগ নিয়ে এমনিতেই বিড়ম্বনায় জেডিএস-এর জোটসঙ্গী বিজেপি। এই পরিস্থিতিতে ব্রিজভূষণকে বিজেপি প্রার্থী করলে বিড়ম্বনা বৃদ্ধি পেত। সেই কারণেই ব্রিজভূষণের পরিবর্তে তাঁর ছেলেকে প্রার্থী করে সব দিক রক্ষা করার চেষ্টা করল বিজেপি নেতৃত্ব।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Wrestling: কুস্তি ছেড়ে দিচ্ছেন, ব্রিজভূষণ-ঘনিষ্ঠের জয়ে ক্ষুব্ধ সাক্ষী মালিক

Brij Bhushan Sharan Singh: সুযোগ পেলেই যৌন হেনস্থা করতেন ব্রিজভূষণ, দাবি দিল্লি পুলিশের

মহিলা সাংবাদিকের সঙ্গে খারাপ ব্যবহার, ফের বিতর্কে ব্রিজভূষণ শরণ সিং

PREV
click me!

Recommended Stories

IND vs SA: জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত
IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে