বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে শোচনীয় হার মুখ্যমন্ত্রীর ভাই বাবুন ব্যানার্জীর

বলা যেতে পারে, একেবারে শোচনীয় হার।

বলা যেতে পারে, একেবারে শোচনীয় হার। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে পরাজিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন ব্যানার্জি।

সভাপতি পদের লড়াইতে তিনি হারলেন ভারোত্তোলন সংস্থার কর্তা চন্দন রায়চৌধুরীর কাছে। বাংলার অলিম্পিক সংস্থার নির্বাচনে স্বপন বন্দ্যোপাধ্যায় হারলেন ৪৫-২০ ভোটের ব্যবধানে। এক্ষেত্রে অবশ্য অ্যাসোসিয়েশনের দুই সদস্য ভোট দেননি।

Latest Videos

শুক্রবার, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বঙ্গ অলিম্পিক সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চার বছর আগে সেই নির্বাচনকে ঘিরে যথেষ্টই উন্মাদনা তৈরি হয়েছিল। বিশেষ করে সভাপতি পদের লড়াইকে কেন্দ্র করে লড়াই যে বেশ জমবে, তা আগে থেকেই বোঝা গেছিল। আর সেই পদে দাদা এবং ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য দেখেছিল গোটা ময়দান।

দাদা অজিত বন্দ্যোপাধ্যায়কে সেই নির্বাচনে হারিয়ে বিওএ সভাপতি হয়েছিলেন ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়। তবে এবারের নির্বাচনে অজিত বন্দ্যোপাধ্যায় না থাকলেও সভাপতির পদ নিয়ে লড়াইটা একইভাবে পরিলক্ষিত হল। তবে এবার যেহেতু অজিত বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন না, সেক্ষেত্রে স্বপন বন্দ্যোপাধ্যায়ের জয় সহজ হবে বলেই মনে করেছিলেন অনেকে। কিন্তু বাস্তবে তেমনটা হল না।

কারণ, তাঁর বিপরীতে লড়াইতে ছিলেন ভারোত্তোলন সংস্থার কর্তা চন্দন রায়চৌধুরী। তিনিই শেষপর্যন্ত, হারিয়ে দিলেন স্বপন বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার, ভোটগণনার পর দেখা গেল বাবুনবাবু মাত্র ২০টি ভোট পেয়েছেন।

সেখানে চন্দনবাবু পেয়েছেন মোট ৪৫টি ভোট। অর্থাৎ, একপেশেভাবেই পরাজিত হয়েছেন বাবুন। আর এই হারের ফলে ক্রীড়া প্রশাসন থেকে আরও দূরত্ব বাড়ল বাবুনের। নিঃসন্দেহে একটি বড় ধাক্কা। এর আগে হকি অ্যাসোসিয়েশনের সভাপতির পদও খুইয়েছেন তিনি। এবার অলিম্পিক সংস্থার শীর্ষপদও হারাতে হল বাবুনকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘Yunus সাহেবের আদৌ মেরুদণ্ড সোজা আছে কিনা সন্দেহ!’ Sukanta-র ঝাঁঝালো তোপ ইউনূসকে | Sukanta M
Rajesh Karla-র সঙ্গে বিশেষ আলোচনায় Sebastian Coe, মুখ খুললেন ভারত, মোদী এবং তাঁর জীবনযাত্রা সম্পর্কে
Bangladesh ইস্যুতে অবশেষে মুখ খুললেন Mamata Banejee, দেখুন কী বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
শোকজের উত্তর দিয়ে ফের বিস্ফোরক মন্তব্য Humayun Kabir-এর, দেখুন কী বলছেন
'Bangladesh-কে Pakistan করে দিন!' বিস্ফোরক Suvendu!! #shorts #shortsfeed #shortsvideo #shortsviral