বিশেষ ডায়েট মেনে ক্যান্সার জয়, ক্যান্সারের চতুর্থ স্টেজ থেকে ফিরে এলেন নভজ্যোত সিং সিধুর স্ত্রী

Published : Nov 23, 2024, 10:28 AM ISTUpdated : Nov 23, 2024, 10:33 AM IST
 Road Rage Incident and Navjot Singh Sidhu

সংক্ষিপ্ত

দুই বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে জয়ী হয়েছেন নভজ্যোত সিং সিধুর স্ত্রী নভজ্যোত কৌর সিধু। অবিশ্বাস্যভাবে, আয়ুর্বেদিক চিকিৎসা এবং সঠিক খাদ্য গ্রহণের মাধ্যমেই তিনি ক্যান্সারের চতুর্থ স্তর থেকে মুক্তি পেয়েছেন।

দুই বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর শেষে রোগকে পরাজিত করলেছ ক্রিকেটার নভজ্যোত সিং সিধুর স্ত্রী। অবশেষে ক্যান্সার মুক্ত হলেন নভজ্যোত কৌর সিধু। সিধু বৃহস্পতিবার ঘোষণা করেছেন তাঁর স্ত্রী এখন ক্যান্সার মুক্ত। পজিট্রন এমিশন টমোগ্রাফি বা পিইটি স্ক্যানের রিপোর্ট প্রকাশ করেছেন তিনি।

নিশ্চয়ই ভাবছেন এ আর এমনকী। বর্তমানে এই উন্নতি মেডিক্যাল সায়েন্সের দৌলতে এই কঠিন রোগ থেকে অনেকেই তো মুক্তি পাচ্ছেন। তবে, এক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টি ভিন্ন। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করে এবং সঠিক ডায়েট মেনে এই কঠিন রোগ থেকে পেয়েছেন মুক্তি। সিধু বলেন, তাঁর চিকিৎসার তৃতীয় পর্যায়ে চিকিৎসকরা প্রাথমিকভাবে বলেছিলেন যে বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ৩ থেকে ৪ শতাংশ। ডাক্তার সম্পূর্ণ ইত্ত দিয়েছিলেন। কিন্তু, নভজ্যোত কৌর ক্যান্সারের চতুর্থ স্টেজ জয় করেছেন। আয়ুর্বেদিক পদ্ধতি মেনে এই ব্যাধি থেকে মুক্তি পেয়েছেন।

নভজ্যোত কৌর জানান, কাঁচা হলুদ, রসুন, নিম, তুলসী, দারুচিনি, কালো গোলমরিচ, লবঙ্গ, ছোট এলাচ, আমলা, বীটরুট, গাজর, আদা ইত্যাদি খেলে ক্যান্সার পরাজয় করা সম্ভব।

নভজ্যোত সিং সিধু বলেন, যে ২০২২ সালের এপ্রিলে যখন তিনি জেলে ছিলেন তখন তাঁর স্ত্রীর ক্যান্সার ধরা পড়ে। নভজ্যোত তাঁর স্বামীকে কিছু জানাননি। পরে, অপারেশন হলে প্রাক্তন সাংসদ এই কথা জানতে পারে। শুনে হতবাক হয়েছিলেন। সে যাই হোক, তাঁর স্ত্রীর কথা মুহূর্তে হল ভাইরাল। এই রোগ বহু মানুষের প্রাণ কেড়েছে। কঠিন ট্রিটমেন্ট করলে অনেক সময় মিলেছে রোগ থেকে মুক্তি কিন্তু আয়ুর্বেদিক ট্রিটমেন্টে ক্যান্সারের চতুর্থ স্টেজ থেকে ফিরে আসার ঘটনা ঘটল প্রথম।

 

PREV
click me!

Recommended Stories

East Bengal: মাত্র চার মাসের মধ্যেই হিরোশির সঙ্গে সম্পর্ক ছিন্ন করল লাল হলুদ, আইএসএল-এর আগেই বড় ঘোষণা
Vijay Hazare Trophy 2026: শক্তিশালী কর্ণাটককে হারিয়ে বিজয় হাজারে ট্রফির ফাইনালে পৌঁছে গেল বিদর্ভ