চিনের বিরুদ্ধে লড়াই করে জয়, টানা দ্বিতীয়বার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি দখল ভারতের মেয়েদের

Published : Nov 20, 2024, 08:48 PM ISTUpdated : Nov 20, 2024, 09:21 PM IST
Asian-hockey-championship-2023

সংক্ষিপ্ত

২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে পারেনি ভারতের মহিলা হকি দল। কিন্তু এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দাপট দেখাচ্ছে ভারতের মহিলা হকি দল।

ফাইনালে চিনকে ১-০ হারিয়ে তৃতীয়বার মহিলাদের হকি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারতীয় দল। বিহারের রাজগীর হকি স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় কোয়ার্টারে জয়সূচক গোল করেন দীপিকা। তিনি পেনাল্টি স্ট্রোক থেকে গোল করতে ব্যর্থ হন। না হলে ভারতীয় দলের জয়ের ব্যবধান বাড়ত। চিনের খেলোয়াড়রা একাধিকবার পেনাল্টি কর্নার আদায় করে নেন। তবে ভারতের রক্ষণে ফাটল ধরেনি। দুর্দান্ত লড়াই করে জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। টানা দ্বিতীয়বার মহিলাদের হকি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত। ২০২৩ ও ২০২৪ সালে দেশের মাটিতে এই টুর্নামেন্ট জিতলেন দীপিকারা। এই নিয়ে তৃতীয়বার হকিতে এশিয়া সেরা হল ভারতের মহিলা দল।

দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন ভারত

মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম থেকে শেষপর্যন্ত দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হল ভারতের মহিলা দল। বুধবার ফাইনালে চিনের বিরুদ্ধেও দাপট দেখাল ভারত। দেশের মাটিতে খেলা হওয়ায় দর্শকদের সমর্থন ভারতীয় দলের বড় শক্তি ছিল। চিনের খেলোয়াড়রা লড়াই করার চেষ্টা করছিলেন। তাঁরা দক্ষতার পাশাপাশি নাছোড় মনোভাবও দেখাচ্ছিলেন। কিন্তু ভারতীয় দল আক্রমণাত্মক কৌশলে বাজিমাত করল। পেনাল্টি কর্নার থেকে গোল করেন দীপিকা। আক্রমণের পাশাপাশি রক্ষণেও ভালো পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়ন হল ভারত।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে একই সারিতে ভারত

৩ বার মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে দক্ষিণ কোরিয়া। এবার ভারতও তৃতীয়বার এই টুর্নামেন্ট জিতে নিল। ফলে ভারত ও দক্ষিণ কোরিয়াই এই টুর্নামেন্টে সফলতম দল। ভারতের পুরুষরাও চিনকে হারিয়েই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি জিতেছে। ফলে এশিয়া স্তরে হকিতে পুরুষদের পাশাপাশি মহিলাদের বিভাগেও চিনকে টেক্কা দিয়েছে ভারত। এই সাফল্য ধরে রাখাই ভারতের পুরুষ ও মহিলা হকি দলের লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মুখ্যমন্ত্রীর ভাইয়ের পরিবর্তে রাজ্য হকি সংস্থার নতুন সভাপতি দমকল মন্ত্রী

PR Sreejesh: হকি কিট কেনার জন্য গরু বিক্রি করেছিলেন বাবা, অবসর ঘোষণার মুহূর্তে আবেগপ্রবণ শ্রীজেশ

হরমনপ্রীতের জোড়া গোল, পিছিয়ে পড়েও স্পেনকে হারিয়ে পুরুষদের হকিতে ব্রোঞ্জ ভারতের

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম শ্রীলঙ্কা: জেমাইমার অসাধারণ ব্যাটিং, বিশ্বজয়ের পর প্রথম ম্যাচে সহজ জয় ভারতের
India vs Pakistan U-19 Asia Cup Final: মহসিন নকভির সঙ্গে মঞ্চ শেয়ার করলেন না বৈভবরা, দেশ সবার আগে