
Neeraj Chopra-Arshad Nadeem face off: নিজের আয়োজিত টুর্নামেন্ট নীরজ চোপড়া ক্লাসিকে (Neeraj Chopra Classic) আমন্ত্রণ জানিয়েও প্রত্যাহার করে নিয়েছিলেন। ফলে প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) পর থেকে এখনও পর্যন্ত পাকিস্তানের অ্যাথলিট আর্শাদ নাদিমের (Arshad Nadeem) মুখোমুখি হননি নীরজ চোপড়া (Neeraj Chopra)। তবে আগামী মাসে ডায়মন্ড লিগে (Diamond League) ভারত-পাকিস্তানের (India vs Pakistan) এই দুই অ্যাথলিটের লড়াই হতে চলেছে। পোল্যান্ডের (Poland) সিলেসিয়াতে (Silesia) ডায়মন্ড লিগের আসর বসতে চলেছে। সেই প্রতিযোগিতাতেই ১৬ অগাস্ট নীরজ ও নাদিমের লড়াই দেখা যাবে। প্যারিস অলিম্পিক্স ফাইনালে ৯২.৯৭ মিটার থ্রো করে সোনা জেতেন নাদিম। রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হয় নীরজকে। তবে এই অ্যাথলিট সম্প্রতি ৯০ মিটার থ্রো করেছেন। ফলে নাদিমের বিরুদ্ধে নীরজের লড়াই অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।
প্যারিস ডায়মন্ড লিগে (Paris Diamond League) সোনা জিতেছেন নীরজ। এবার পোল্যান্ডেও সোনা জয়ই তাঁর লক্ষ্য। তবে শুধু সোনা জয়ই নয়, পারফরম্যান্সের উন্নতি করাই তাঁর লক্ষ্য। ধারাবাহিকভাবে ৯০ মিটারের বেশি থ্রো করে যেতে চান নীরজ। সিলেসিয়া ডয়মন্ড লিগে নীরজ ও নাদিমের লড়াই ঘিরেই সবার আগ্রহ। আয়োজকরা এই লড়াই নিয়ে এখন থেকেই প্রচার শুরু করে দিয়েছেন। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আর্শাদ নাদিমের মুখোমুখি হবেন নীরজ চোপড়া। পোলিশ অনুরাগীরা ভারতীয় ও পাকিস্তানির লড়াই দেখার অপেক্ষায়। প্যারিস অলিম্পিক্সের পর প্রথমবার বদলা নেওয়ার সুযোগ পাচ্ছেন নীরজ।’
প্যারিস অলিম্পিক্সের পর নাদিমকে সেভাবে কোনও টুর্নামেন্টে দেখা যায়নি। বরং তাঁকে সন্ত্রাসবাদীদের সঙ্গে দেখা গিয়েছিল। ইউরোপের প্রতিযোগিতাগুলিতে খুব কমই যোগ দেন পাকিস্তানের এই অ্যাথলিট। ফলে তিনি কেমন ফর্মে আছেন, সে বিষয়ে অনেকেই সংশয়ে। ফলে পোল্যান্ডে নীরজের জয়ের সম্ভাবনাই বেশি। তবে ডায়মন্ড লিগের লড়াই অত্যন্ত কঠিন। ফলে নীরজকে সেরা পারফরম্যান্স দেখাতে হবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।