Radhika Yadav: মেয়ের সাফল্যে ঈর্ষা? টেনিস খেলোয়াড় রাধিকা যাদব খুনে গ্রেফতার বাবা

Published : Jul 11, 2025, 02:57 PM ISTUpdated : Jul 11, 2025, 03:00 PM IST
Radhika Yadav

সংক্ষিপ্ত

Radhika Yadav murder: বাবা হয়ে নিজের মেয়েকে খুন! তাও আবার যে মেয়ে দেশের একজন নামী টেনিস খেলোয়াড়! গুরুগ্রামে (Gurugram) রাধিকা যাদবকে খুনের অভিযোগে তাঁর বাবা গ্রেফতার হতেই নানা প্রশ্ন উঠে আসছে।

Radhika Yadav murder case: পরিবারের সম্মান রক্ষার অজুহাত না মেয়ের খ্যাতি, সাফল্য, অর্থ রোজগারে ঈর্ষান্বিত হয়ে টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে (Radhika Yadav) খুন করেছেন তাঁর বাবা? হরিয়ানার (Haryana) গুরুগ্রামে (Gurugram) এই হত্যাকাণ্ডে দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। একইসঙ্গে নানা প্রশ্নও উঠে আসছে। বৃহস্পতিবার গুরুগ্রামের সুশান্ত লোক (Sushant Lok) অঞ্চলে নিজেদের বাড়িতে রাধিকাকে গুলি করে খুন করেন তাঁর বাবা দীপক যাদব (Deepak Yadav)। তিনি মেয়েকে খুনের কথা স্বীকার করেছেন। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে খুন, সে বিষয়ে সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। গুরুগ্রাম পুলিশের (Gurugram Police) জনসংযোগ আধিকারিক সন্দীপ কুমার (PRO Sandeep Kumar) জানিয়েছেন, ‘ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত লাইসেন্সপ্রাপ্ত রিভলভার উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে খুন-সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।’

মিউজিক ভিডিও নিয়ে আপত্তির কারণেই খুন?

গত বছর এক মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন রাধিকা। এই ঘটনায় তাঁর বাবা ক্ষুব্ধ ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। রাধিকার বাবা বলেছিলেন, সব সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে এই মিউজিক ভিডিও, রিল মুছে ফেলতে হবে। কিন্তু তাতে রাজি হননি রাধিকা। ইনস্টাগ্রাম রিল নিয়ে বাবা-মেয়ের মধ্যে বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছিল। এই কারণেই রাধিকাককে খুন করে থাকতে পারেন তাঁর বাবা।

আত্মীয়-পরিজনদের গঞ্জনায় ক্ষুব্ধ ছিলেন রাধিকার বাবা?

পুলিশের জেরায় দীপক দাবি করেছেন, ‘আত্মীয়-পরিজন, প্রতিবেশীরা আমাকে বলত, মেয়ের টাকায় বসে খাচ্ছিস। রাধিকা যে টেনিস অ্যাকাডেমি চালাত, সেখান থেকে ভালো টাকাই উপার্জন করত। এতে অনেকেই ঈর্ষা করত। তারা আমাকে ব্যঙ্গ করত। আমি রাধিকাকে বলেছিলাম, টেনিস অ্যাকাডেমি বন্ধ করে দে। কিন্তু ও আমার কথা শোনেনি। এই কারণেই ওকে মেরে ফেলেছি।’ তবে দীপকের এই দাবি সত্যি কি না, সে বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি! সঙ্গে রোহিত-কোহলির যুগলবন্দী, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল ভারত
IND vs SA: একদিকে কুইন্টন ডি ককের সেঞ্চুরি এবং অন্যদিকে প্রসিধ কৃষ্ণ-কুলদীপের দাপুটে বোলিং, প্রোটিয়াদের ইনিংস শেষ ২৭০ রানে