
১৯ বছর বয়সেই বিশ্বকাপ জয়
ভারতীয় ক্রীড়ায় উঠতি তারকাদের মধ্যে অন্যতম সেরা দিব্যা দেশমুখ। এই দাবাড়ু মাত্র ১৯ বছর বয়সেই ফিডে উইমেনস ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালে ভারতেরই অপর এক দাবাড়ু কনেরু হাম্পিকে হারিয়ে এই নজির গড়েছেন দিব্যা। তিনি ২০২৬ সালেও একইরকম পারফরম্যান্স দেখাবেন বলে আশায় সারা দেশ।
আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি বৈভব সূর্যবংশী
২০২৫ সালের আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নেমে ১৪ বছর বয়সেই প্রথম শতরান করার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি বৈভব সূর্যবংশীকে। এই কিশোর ব্যাটার ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন। বিজয় হাজারে ট্রফিতে বিহারের হয়ে খেলতে নেমে মাত্র ৮৪ বলে ১৯০ রানের অসামান্য ইনিংস খেলেছেন এই কিশোর। তিনি সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে লিস্ট এ ক্রিকেটে শতরান করার নজির গড়েছেন। এবার সিনিয়র জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় বৈভব।
নজর কাড়ছেন সচিন যাদব
২০২৫ সালে জাপানের টোকিওয় অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোয়ে চতুর্থ স্থান অর্জন করে নজর কেড়ে নিয়েছেন উত্তরপ্রদেশের ২৫ বছর বয়সি অ্যাথলিট সচিন যাদব। যে প্রতিযোগিতায় নীরজ চোপড়া পদক জয়ের ধারেকাছে পৌঁছতে পারেননি, সেখানেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন সচিন। তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৮৬.২৭ মিটার থ্রো করেছেন। এই অ্যাথলিট বিশ্বসেরাদের সঙ্গে লড়াই করতে তৈরি। ২০২৬ সালে আরও ভালো পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য।
নজর কাড়ছেন মীরা অ্যান্ড্রিভা
১৮ বছর বয়সেই দুবাই ও ইন্ডিয়ান ওয়েলশে ডব্লুটিএ ১০০০ টুর্নামেন্ট জিতে নজর কেড়ে নিয়েছেন মীরা অ্যান্ড্রিভা। এই তরুণী সর্বকনিষ্ঠ টেনিস খেলোয়াড় হিসেবে এই খেতাব জিতেছেন। ইন্ডিয়ান ওয়েলশে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অ্যারিনা সাবালেঙ্কা এবং র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা ইগা স্বিয়াটেককে হারিয়ে দেন। র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন এই তরুণী। ২০২৬ সালে আরও ভালো পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য।
সিনিয়র দলের হয়ে নজর কেড়ে নিতে তৈরি বৈষ্ণবী শর্মা
২০২৫ সালে মহিলাদের টি-২০ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে পরপর দু'বার চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছেন স্পিনার বৈষ্ণবী শর্মা। তিনি টি-২০ বিশ্বকাপে ১৭ উইকেট নেন। প্রথম ভারতীয় বোলার হিসেবে মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে হ্যাটট্রিক করেছেন বৈষ্ণবী। মালয়েশিয়ার বিরুদ্ধে মাত্র পাঁচ রান দিয়ে পাঁচ উইকেট নেন এই স্পিনার। তিনি সিনিয়র দলের হয়েও খেলার সুযোগ পেয়েছেন। ২০২৬ সালে আরও উইকেট নেওয়াই তাঁর লক্ষ্য।
একাধিক রেকর্ড অনিমেষ কুজুরের
ছত্তীশগড়ের ২২ বছর বয়সি অ্যাথলিট অনিমেষ কুজুর একাধিক জাতীয় রেকর্ড ভেঙে দিয়েছেন। তিনি প্রথম ভারতীয় হিসেবে ১০.১৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়নোর নজির গড়েছেন। ২০.৩২ সেকেন্ডে ২০০ মিটার দৌড়ে জাতীয় রেকর্ড গড়েছেন। এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন অনিমেষ। তিনি প্রথম ভারতীয় পুরুষ অ্যাথলিট হিসেবে বিশ্ব র্যাঙ্কিংয়ের মাধ্যমে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করেছেন।