দিব্যা দেশমুখ থেকে বৈভব সূর্যবংশী, নতুন বছরেও নজর কেড়ে নিতে এই উঠতি ক্রীড়াবিদরা

Published : Jan 01, 2026, 03:23 PM IST

Indian Sports: বিদায়ী ইংরাজি বছর ২০২৫-এ দেখা গিয়েছে, শুধু ক্রিকেটই নয়, আরও কয়েকটি খেলাতেও ভারতের বেশ কয়েকজন উঠতি ক্রীড়াবিদ নজর কেড়ে নিয়েছেন। সবারই আশা, নতুন ইংরাজি বছর ২০২৬-এও তাঁরা একইরকম ভালো পারফরম্যান্স দেখাবেন।

PREV
16
প্রথম ভারতীয় মহিলা হিসেবে দাবায় বিশ্বকাপ জিতে নজির দিব্যা দেশমুখের

১৯ বছর বয়সেই বিশ্বকাপ জয়

ভারতীয় ক্রীড়ায় উঠতি তারকাদের মধ্যে অন্যতম সেরা দিব্যা দেশমুখ। এই দাবাড়ু মাত্র ১৯ বছর বয়সেই ফিডে উইমেনস ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালে ভারতেরই অপর এক দাবাড়ু কনেরু হাম্পিকে হারিয়ে এই নজির গড়েছেন দিব্যা। তিনি ২০২৬ সালেও একইরকম পারফরম্যান্স দেখাবেন বলে আশায় সারা দেশ।

DID YOU KNOW ?
অ্যাথলিটিক্সের নতুন তারকা
জ্যাভলিন থ্রোয়ে ভারতের নতুন তারকা হিসেবে উঠে আসছেন উত্তরপ্রদেশের সচিন যাদব। তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোয়ে চতুর্থ স্থানে ছিলেন।
26
ভারতের সিনিয়র দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় কিশোর ব্যাটার বৈভব সূর্যবংশী

আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি বৈভব সূর্যবংশী

২০২৫ সালের আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নেমে ১৪ বছর বয়সেই প্রথম শতরান করার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি বৈভব সূর্যবংশীকে। এই কিশোর ব্যাটার ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন। বিজয় হাজারে ট্রফিতে বিহারের হয়ে খেলতে নেমে মাত্র ৮৪ বলে ১৯০ রানের অসামান্য ইনিংস খেলেছেন এই কিশোর। তিনি সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে লিস্ট এ ক্রিকেটে শতরান করার নজির গড়েছেন। এবার সিনিয়র জাতীয় দলে সুযোগ পাওয়ার অপেক্ষায় বৈভব।

১৮
১৮ বছর বয়সেই দাবা বিশ্বকাপ চ্যাম্পিয়ন দিব্যা দেশমুখ।
১৮ বছর বয়সেই অভিজ্ঞ দাবাড়ু কনেরু হাম্পিকে হারিয়ে মহিলাদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছেন দিব্যা দেশমুখ।
36
নীরজ চোপড়ার পর জ্যাভলিন থ্রোয়ে নজর কেড়ে নিচ্ছেন তরুণ অ্যাথলিট সচিন যাদব

নজর কাড়ছেন সচিন যাদব

২০২৫ সালে জাপানের টোকিওয় অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোয়ে চতুর্থ স্থান অর্জন করে নজর কেড়ে নিয়েছেন উত্তরপ্রদেশের ২৫ বছর বয়সি অ্যাথলিট সচিন যাদব। যে প্রতিযোগিতায় নীরজ চোপড়া পদক জয়ের ধারেকাছে পৌঁছতে পারেননি, সেখানেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন সচিন। তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৮৬.২৭ মিটার থ্রো করেছেন। এই অ্যাথলিট বিশ্বসেরাদের সঙ্গে লড়াই করতে তৈরি। ২০২৬ সালে আরও ভালো পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য।

46
মহিলাদের টেনিসে উঠতি খেলোয়াড়দের মধ্যে অন্যতম সেরা মীরা অ্যান্ড্রিভা

নজর কাড়ছেন মীরা অ্যান্ড্রিভা

১৮ বছর বয়সেই দুবাই ও ইন্ডিয়ান ওয়েলশে ডব্লুটিএ ১০০০ টুর্নামেন্ট জিতে নজর কেড়ে নিয়েছেন মীরা অ্যান্ড্রিভা। এই তরুণী সর্বকনিষ্ঠ টেনিস খেলোয়াড় হিসেবে এই খেতাব জিতেছেন। ইন্ডিয়ান ওয়েলশে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অ্যারিনা সাবালেঙ্কা এবং র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা ইগা স্বিয়াটেককে হারিয়ে দেন। র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন এই তরুণী। ২০২৬ সালে আরও ভালো পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য।

56
অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলের অন্যতম তারকা বৈষ্ণবী শর্মা

সিনিয়র দলের হয়ে নজর কেড়ে নিতে তৈরি বৈষ্ণবী শর্মা

২০২৫ সালে মহিলাদের টি-২০ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় দলকে পরপর দু'বার চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছেন স্পিনার বৈষ্ণবী শর্মা। তিনি টি-২০ বিশ্বকাপে ১৭ উইকেট নেন। প্রথম ভারতীয় বোলার হিসেবে মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে হ্যাটট্রিক করেছেন বৈষ্ণবী। মালয়েশিয়ার বিরুদ্ধে মাত্র পাঁচ রান দিয়ে পাঁচ উইকেট নেন এই স্পিনার। তিনি সিনিয়র দলের হয়েও খেলার সুযোগ পেয়েছেন। ২০২৬ সালে আরও উইকেট নেওয়াই তাঁর লক্ষ্য।

66
ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটিক্সে অন্যতম প্রতিভাবান ছত্তীশগড়ের অনিমেষ কুজুর

একাধিক রেকর্ড অনিমেষ কুজুরের

ছত্তীশগড়ের ২২ বছর বয়সি অ্যাথলিট অনিমেষ কুজুর একাধিক জাতীয় রেকর্ড ভেঙে দিয়েছেন। তিনি প্রথম ভারতীয় হিসেবে ১০.১৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়নোর নজির গড়েছেন। ২০.৩২ সেকেন্ডে ২০০ মিটার দৌড়ে জাতীয় রেকর্ড গড়েছেন। এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন অনিমেষ। তিনি প্রথম ভারতীয় পুরুষ অ্যাথলিট হিসেবে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের মাধ্যমে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন করেছেন।

Read more Photos on
click me!

Recommended Stories