Year Ender 2025 Sports: বিদায়ী বছরে ক্রীড়াক্ষেত্রে ভারতীয়রা অনেক সাফল্য পেয়েছেন। তবে অনেকে আবার হতাশও করেছেন। দাবা, হকি, ক্রিকেট, অ্যাথলেটিক্সে সাফল্যও এসেছে। বছরের শেষে ফিরে দেখা যাক ক্রীড়াক্ষেত্রে ভারতীয়দের সাফল্য।
১৯ বছর বয়সেই দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন মহারাষ্ট্রের দিব্যা দেশমুখ
দাবায় বিশ্বসেরা দিব্যা দেশমুখ
১৯ বছর বয়সেই ফিডে উইমেনস ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছেন মহারাষ্ট্রের দাবাড়ু দিব্যা দেশমুখ। এই তরুণী ফাইনালে ভারতেরই অভিজ্ঞ দাবাড়ু কনেরু হাম্পিকে হারিয়ে দেন। দিব্যার এই সাফল্য ২০২৫ সালে ভারতীয় ক্রীড়াক্ষেত্রে অন্যতম স্মরণীয় মুহূর্ত। নতুন ইংরাজি বছরে দাবায় আরও সাফল্য পাওয়াই দিব্যার লক্ষ্য। তিনি ফের বিশ্বসেরা হবেন বলে আশায় সারা দেশ।
DID YOU KNOW ?
নীরজ চোপড়ার সাফল্য
প্রথমবার ৯০ মিটারের বেশি দূরত্বে জ্যাভলিন থ্রো করে নতুন নজির গড়েছেন নীরজ চোপড়া। তবে তিনি এ বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাফল্য পাননি।
25
৯০ মিটারের গণ্ডি পেরিয়ে গিয়েছেন, নতুন বছরে আরও সাফল্যের লক্ষ্যে নীরজ চোপড়া
দোহায় নজির নীরজের
দোহা ডায়মন্ড লিগে প্রথমবার ৯০ মিটারের বেশি দূরত্বে জ্যাভলিন থ্রো করে নতুন নজির গড়েছেন নীরজ চোপড়া। তবে তিনি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সেরা ফর্মের ধারেকাছে ছিলেন না। পদক জয়ের অনেক দূরেই থেমে যেতে হয় তাঁকে। নতুন ইংরাজি বছরে ডায়মন্ড লিগ-সহ বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য পাওয়াই নীরজের লক্ষ্য। বিয়ে করেছেন এই অ্যাথলিট। ব্যক্তিগত জীবনের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে সাফল্যের লক্ষ্যে এই তারকা।
১৯
১৯ বছর বয়সে দাবায় বিশ্বসেরা দিব্যা দেশমুখ।
ফাইনালে ভারতেরই কনেরু হাম্পিকে হারিয়ে ১৯ বছর বয়সে প্রথমবার দাবা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেন দিব্যা দেশমুখ।
35
কোরিয়াকে হারিয়ে ৮ বছর পর পুরুষদের হকি এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলের
হকিতে এশিয়ার সেরা ভারত
২০২৫ সালে পুরুষদের হকিতে দুর্দান্ত সাফল্য পেয়েছে ভারত। টানটান উত্তেজনার ম্যাচে কোরিয়াকে হারিয়ে আট বছর পর পুরুষদের হকি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সে পুরুষদের হকিতে ব্রোঞ্জ জয়ের পর এশিয়া কাপ জয় ভারতীয় দলের পক্ষে বড় সাফল্য। নতুন ইংরাজি বছরে হকিতে আরও সাফল্য পাওয়াই ভারতীয় দলের লক্ষ্য।