চোটের জন্য ফরাসি ওপেন থেকে নাম তুলে নিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা জোকোভিচ

টেনিসপ্রেমীদের জন্য খারাপ খবর। ফরাসি ওপেন থেকে নাম তুলে নিলেন জোকোভিচ।

টেনিসপ্রেমীদের জন্য খারাপ খবর। ফরাসি ওপেন থেকে নাম তুলে নিলেন জোকোভিচ।

প্রসঙ্গত, ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর পরেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন। সেই জল্পনাই সত্যি হল। এবার ফরাসি ওপেন প্রতিযোগিতা থেকে নাম তুলে নিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। মঙ্গলবার, প্রতিযোগিতার আয়োজকদের তরফ থেকে সরকারিভাবে এই কথা জানানো হয়েছে। মূলত, চোটের কারণেই সরে গেলেন তিনি।

Latest Videos

গত সোমবার, চতুর্থ রাউন্ডে ফ্রান্সিসকো সেরুন্দোলোর বিরুদ্ধে ম্যাচ চলাকালীনই ডান পায়ের হাঁটুতে চোট পান তিনি। সঙ্গে সঙ্গেই কোর্টে আসেন ট্রেনার এবং শুশ্রুষা করেন। কিন্তু তারপরেও স্বাভাবিক লাগছিল না জোকোভিচকে। বারবার খোঁড়াচ্ছিলেন তিনি। একাধিক ব্যথার ওষুধ খেয়ে প্রায় সাড়ে ৪ ঘণ্টার লড়াই চালান এই টেনিস তারকা।

শেষপর্যন্ত, সেরুন্দোলোকে হারিয়ে জয় পান তিনি। ইতিমধ্যেই রেকর্ডের নিরিখে রজার ফেডেরারকে টপকে গিয়েছেন জোকোভিচ। তবে কোয়ার্টার ফাইনালে ওঠার পরই জানান, “জানি না পরদিন কি হবে। বুঝতে পারছি না যে, আদৌ কোর্টে নেমে খেলতে পারব কি না।”

তবু তিনি বলেছিলেন যে আশাবাদী। এমনিতেই আগের চোট গত দুই সপ্তাহ ধরে তাঁকে ভোগাচ্ছে। তার মধ্যে সেরুন্দোলোর বিরুদ্ধে ম্যাচে চোটের ফলে পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে।

উল্লেখ্য, দ্বিতীয় সেট চলাকালীন চোট পান তিনি। সেইসময় ২-১ গেমে এগিয়ে ছিলেন জোকোভিচ। তারপরই ট্রেনার এসে তাঁর চিকিৎসা করেন। এমনকি, জোকোভিচকে এও বলতে শোনা যায় যে, “জানি না, খেলা চালিয়ে যাব কি না বুঝতে পারছি না। অবশ্য পরে ব্যাথা কমার পর তিনি ম্যাচে নামেন। সেইসঙ্গে জয়ও পান। ম্যাচের পর জোকোভিচ জানান, “বেশিক্ষণ ওষুধের প্রভাব থাকবে না। তাই দেখা যাক কি হয়। মনে হচ্ছে স্ক্যান করাতে হতে পারে।”

শেষপর্যন্ত, একপ্রকার বাধ্য হয়েই চোটের কারণে ফরাসি ওপেন থেকে নাম তুলে নিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'এত বড় বিস্ফোরণ! রহস্যটা কি? NIA হোক' যোগ্য দাবী দিলীপের | Dilip Ghosh Latest News | Patharpratima
Uluberia News: সব শেষ হয়ে গেল! স্রোতের ধাক্কায় গঙ্গার বুকে উল্টে গেল আস্ত স্পিড বোট
'চোখের সামনে সব শেষ হয়ে গেল, পারলাম না বাঁচাতে!' শোকের ছায়া এলাকায় | Pathar Pratima Blast Update
Baruipur News: মুদির দোকানের আড়ালে বেআইনি মদের রমরমা ব্যবসা! ফাঁস করতেই পুলিশের উপর হামলা!
'রামনবমীর আগেই দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে' ফের বিস্ফোরক দিলীপ ঘোষ | Dilip Ghosh Latest Remark