World Athletics Ultimate Championship: ২০২৬ সালে শুরু হচ্ছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স আল্টিমেট চ্যাম্পিয়নশিপ, উদ্বোধন বুদাপেস্টে

অ্যাথলেটিক্সের সেরা প্রতিযোগিতাগুলির মধ্যে আছে অলিম্পিক্স, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, ডায়মন্ড লিগ। এবার নতুন প্রতিযোগিতা শুরু হতে চলেছে।

Soumya Gangully | Published : Jun 3, 2024 11:02 AM IST / Updated: Jun 03 2024, 05:44 PM IST

২০২৬ সালে শুরু হচ্ছে বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা আয়োজিত নতুন প্রতিযোগিতা ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স আল্টিমেট চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী প্রতিযোগিতা হবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে। প্রতি দু'বছরে একবার করে হবে এই প্রতিযোগিতা। বিশ্ব চ্যাম্পিয়ন, অলিম্পিক চ্যাম্পিয়ন, ওয়ান্ডা ডায়মন্ড লিগে সোনা জয়ী এবং সে বছর সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখানো অ্যাথলিটরা এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার সুযোগ পাবেন। প্রতিটি ডিসিপ্লিনে বিশ্বের সেরা ৮ থেকে ১৬ জন করে অ্যাথলিট পরস্পরের বিরুদ্ধে লড়াই করবেন। মূলত বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতেই অ্যাথলিটদের বেছে নেওয়া হবে। সবমিলিয়ে ৭০টি দেশ থেকে প্রায় ৪০০ জন অ্যাথলিট থাকবেন। ২০২৬ সালের ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স আল্টিমেট চ্যাম্পিয়নশিপ। ভারত থেকে নীরজ চোপড়া-সহ একাধিক অ্যাথলিট থাকবেন বলে আশা করা হচ্ছে।

নতুন প্রতিযোগিতায় মোটা অঙ্কের প্রাইজমানি

Latest Videos

ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স আল্টিমেট চ্যাম্পিয়নশিপে ১ কোটি মার্কিন ডলারের পুরস্কার থাকছে। যাঁরা এই প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে সোনা জিতবেন, তাঁরা ১,৫০,০০০ মার্কিন ডলার করে পাবেন। ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটিক্সের ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনও প্রতিযোগিতায় এত অর্থের পুরস্কার দেওয়া হয়নি। এই প্রতিযোগিতায় খুব বেশি অ্যাথলিট না থাকায় যে ৩ দিন ধরে প্রতিযোগিতা চলবে, প্রতিদিন সন্ধেবেলা ৩ ঘণ্টা ধরে লড়াই চলবে। স্প্রিন্ট, মিডল ও ডিসট্যান্স রানিং, রিলে, জাম্প ও থ্রো ইভেন্ট থাকছে। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স প্রেসিডেন্ট সেবাস্টিয়ান কো জানিয়েছেন, ‘শুধু বিশ্বের সেরা অ্যাথলিটরা এই প্রতিযোগিতায় যোগ দেবে। ওরা সরাসরি সেমি-ফাইনাল ও ফাইনালে লড়াই করবে। ফলে সব অ্যাথলিটের উপরেই ভালো পারফরম্যান্স দেখানোর চাপ থাকবে। কারণ, সবাই বিশ্বের সেরা অ্যাথলিট হতে চাইবে।’

ফিল্ড অ্যাথলেটিক্সে সরাসরি ফাইনাল

ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স প্রেসিডেন্ট জানিয়েছেন, ফিল্ড ডিসিপ্লিনে সরাসরি ফাইানল হবে। কারণ, এই বিভাগে কম অ্যাথলিট থাকবেন। ট্র্যাক ডিসিপ্লিনে সেমি-ফাইনাল ও ফাইনাল হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Asian Games 2023: আফ্রিকাজাতরা না থাকলে ভারতের পদক বাড়ত, দাবি অ্যাথলেটিক্স ফেডারেশনের প্রধানের

নীরাজ চোপড়ার ঐতিহাসিক জয়কে স্বরণীয় করে রাখতে বড় পদক্ষেপ, ৭ অগাস্ট ন্যাশানাল জ্যাভলিন ডে ঘোষণা দ্যা অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার

৬ সোনা-সহ ২৭ পদক, এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থানে ভারত

Share this article
click me!

Latest Videos

Live: মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে প্রচার সুকান্তর, দেখুন সরাসরি
জাদু দেখলেন Tamannaah! #bollywood #shorts #shortsyoutube #shortsviral #viralshorts #shortsfeed
'বারবার কেন হিন্দুদের উপর আক্রমণ?' জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে গর্জে উঠে যা বললেন শুভেন্দু
Suvendu Adhikari Live: মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচার শুভেন্দুর, দেখুন সরাসরি
‘ফিরহাদ হাকিমকে ছাড়বো না’ তীব্র হুঙ্কার শুভেন্দুর! দেখুন কী বললেন | Suvendu Adhikari BJP