সতীর্থদের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন, দীর্ঘদিন রাস্তায় থেকে আন্দোলনও করেছেন। পাশাপাশি প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বেও দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন ভিনেশ ফোগট।
মহিলাদের ৫০ কেজি ক্যাটিগরিতে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করলেন ভিনেশ ফোগট। শনিবার এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ার্সের সেমি-ফাইনালে কাজাকস্তানের লরা গানিকিজিকে ১০-০ উড়িয়ে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করলেন ভিনেশ। তিনি এই প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন। সেমি-ফাইনালে ৪:১৮ মিনিটের লড়াইয়ে জয় পান ভিনেশ। এবার ফাইনালে তাঁর প্রতিপক্ষ উজবেকিস্তানের আকতেঙ্গে কিউনিমিয়েভা। সেমি-ফাইনালে চিনা তাইপেইয়ের মেং সুয়ান সি-কে ৪-২ হারিয়ে দিয়েছেন আকতেঙ্গে। অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের পর এবার এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ার্সে সোনা জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই ভিনেশের লক্ষ্য। এই তারকা অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করায় ভারতীয় ক্রীড়ামহলে খুশির জোয়ার।
দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পরেও দুর্দান্ত পারফরম্যান্স ভিনেশের
প্রায় ২ বছর মাঠের বাইরে ছিলেন ভিনেশ। ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগে সাক্ষী মালিক ও বজরং পুনিয়াকে সঙ্গে নিয়ে আন্দোলন শুরু করেন ভিনেশ। দফায় দফায় আন্দোলনের পর শেষপর্যন্ত তিনি প্রতিযোগিতায় ফিরেছেন। এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ার্সের যোগ্যতা অর্জন করার ট্রায়ালে ২টি আলাদা বিভাগে লড়াই করেন ভিনেশ। ৫০ কেজি বিভাগের ট্রায়ালে সফল হওয়ার পর এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ার্সে যোগ দেন এই ভারতীয় কুস্তিগীর। এই প্রতিযোগিতায় সাফল্য পাওয়ার পর এবার অলিম্পিক্সের জন্য প্রস্তুতি শুরু করে দিচ্ছেন ভিনেশ।
এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ার্সে দারুণ লড়াই ভিনেশের
এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ার্সে প্রথম ম্যাচ থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখান ভিনেশ। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার চেওন মিরানকে ১০-০ উড়িয়ে দেন এই ভারতীয় কুস্তিগীর। এরপর কোয়ার্টার ফাইনালে কম্বোডিয়ার ডিট স্যামনাংকে হারিয়ে দেন ভিনেশ। এবার সেমি-ফাইনালেও জয় পেলেন তিনি। অলিম্পিক্সেও ভালো পারফরম্যান্স দেখানোর জন্য তৈরি হচ্ছেন ভিনেশ। অলিম্পিক্সের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে চান তিনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Vinesh Phogat: প্রধানমন্ত্রীর দফতরে যেতে বাধা, ফুটপাথে অর্জুন-খেলরত্ন পুরস্কার রেখে এলেন ভিনেশ
যৌন নির্যাতন কোচ, ফেডারেশন সভাপতির, অভিযোগ সাক্ষী মালিক, ভিনেশ ফোগটদের
কুস্তিতে ফের বাজিমাত ভারতের, এবার দেশকে সোনা দিলেন ভিনেশ ফোগাট