Neeraj Chopra: প্যারিস ডায়মন্ড লিগের পর ফের সোনা জয়, তাতেও কেন অখুশি নীরজ চোপড়া?

Published : Jun 25, 2025, 04:29 PM ISTUpdated : Jun 25, 2025, 04:57 PM IST
Neeraj Chopra

সংক্ষিপ্ত

Ostrava Golden Spike: কয়েকদিন আগেই প্যারিস ডায়মন্ড লিগে (Paris Diamond League) সোনা জিতেছেন। এবার অস্ত্রাভা গোল্ডেন স্পাইকেও সোনা জিতলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। তবে এই সাফল্যের পরেও নিজের পারফরম্যান্সে খুশি হতে পারছেন না নীরজ।

Ostrava Golden Spike 2025: চেক প্রজাতন্ত্রের (Czech Republic) অস্ত্রাভা (Ostrava) শহরে আয়োজিত গোল্ডেন স্পাইক (Golden Spike 2025) অ্যাথলেটিক্স মিটে সোনা জিতেও খুশি নন ভারতের সফলতম অ্যাথলিট নীরজ চোপড়া (Neeraj Chopra)। তিনি ৮৫.২৯ মিটার থ্রো করে সোনা জিতেছেন। কয়েকদিন আগেই প্যারিস ডায়মন্ড লিগে (Paris Diamond League) এর চেয়ে অনেক ভালো পারফরম্যান্স দেখিয়ে সোনা জেতেন নীরজ। অস্ত্রাভায় তিনি ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। এই কারণেই খুশি নন নীরজ। তিনি গত মাসে দোহা ডায়মন্ড লিগে (Doha Diamond League) ৯০.২৩ মিটার থ্রো করেছিলেন। তারপর জোড়া সোনা জিতলেও, পারফরম্যান্সের অবনতি হচ্ছে। এই কারণে নিজের উপর অসন্তুষ্ট নীরজ। তিনি আরও ভালো পারফরম্যান্স দেখাতে চান। অনুশীলনে কঠোর পরিশ্রম করার লক্ষ্যে নীরজ।

অস্ত্রাভায় নীরজের স্বপ্নপূরণ

অস্ত্রাভায় নিজের পারফরম্যান্সে খুশি না হলেও, সোনা জিতে তৃপ্ত নীরজ। তিনি দীর্ঘদিন ধরে গোল্ডেন স্পাইক অ্যাথলেটিক্স মিটে সোনা জেতার স্বপ্ন দেখছিলেন। এবার সেই স্বপ্নপূরণ হল। এ প্রসঙ্গে নীরজ বলেছেন, ‘আমি ছোটবেলা থেকে এই মিট দেখে আসছি। আমি ইয়ান জেলেজনি (Jan Zelezny), উসেইন বোল্টের (Usain Bolt) মতো অ্যাথলিটদের গোল্ডেন স্পাইক জিততে দেখেছি। আমিও এখানে সোনা জেতার স্বপ্ন দেখতাম। এখন আমার সেই স্বপ্নপূরণ হয়েছে।’

ধারাবাহিকতা দেখালেন নীরজ

গত সপ্তাহে প্যারিস ডায়মন্ড লিগে সোনা জিতলেও, একাধিক ফাউল থ্রো করেছিলেন নীরজ। তবে গোল্ডেন স্পাইক মিটে তিনি ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখালেন। তিনি চারটি বৈধ থ্রো করেন। প্রতিটি থ্রো-ই ৮০ মিটারের বেশি ছিল। শেষ থ্রোয়ে ভালো পারফরম্যান্স দেখাতে চেয়েছিলেন। কিন্তু সেই থ্রো ৮৫ মিটারের কম হচ্ছে দেখে ইচ্ছাকৃতভাবে পা বাড়িয়ে ফাউল করেন নীরজ। এরপর আরও অনেক টুূর্নামেন্ট আছে। সেই টুর্নামেন্টগুলিতে ভালো পারফরম্যান্স দেখানোই লক্ষ্য নীরজের। তিনি ধারাবাহিকভাবে ৯০ মিটারের থ্রো করতে চাইছেন। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছেন ভারতের সফলতম অ্যাথলিট। উন্নতি করে যাওয়াই তাঁর লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড