Neeraj Chopra: প্রথম থ্রোয়েই কামাল, প্যারিস ডায়মন্ড লিগ জয় নীরজ চোপড়ার

Published : Jun 21, 2025, 02:56 AM ISTUpdated : Jun 21, 2025, 03:00 AM IST
Neeraj Chopra

সংক্ষিপ্ত

Paris Diamond League 2025: অ্যাথলেটিক্সের দুনিয়ায় অন্যতম সেরা প্রতিযোগিতা ডায়মন্ড লিগ। এই প্রতিযোগিতার প্যারিস সংস্করণে অসাধারণ পারফরম্যান্স দেখালেন ভারতের সফলতম অ্যাথলিট নীরজ চোপড়া (Neeraj Chopra)। তিনি নতুন সাফল্য পেলেন।

Neeraj Chopra wins Paris Diamond League 2025: দোহা ডায়মন্ড লিগে (Doha Diamond League) প্রথমবার ৯০ মিটারের গণ্ডি পেরিয়ে গেলেও, সোনা জিততে পারেননি। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার গভীর রাতে প্যারিস ডায়মন্ড লিগে (Paris Diamond League 2025) ৯০ মিটার থ্রো করতে না পারলেও, সোনা জিতলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। দোহা ডায়মন্ড লিগে সোনাজয়ী জার্মানির অ্যাথলিট জুলিয়ান ওয়েবার (Julian Weber) প্যারিসে রুপো পেলেন। ব্রোঞ্জ পেলেন ব্রাজিলের অ্যাথলিট মরিসিও লুইজ ডা সিলভা (Mauricio Luiz Da Silva)। এদিন প্রথম থ্রোয়ে ৮৮.১৬ মিটার দূরে জ্যাভলিন পাঠিয়ে দেন নীরজ। এই থ্রো-ই তাঁকে সোনা জেতাল। তাঁর দ্বিতীয় থ্রো ছিল ৮৫.১০ মিটারের। এরপর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম থ্রোয়ে ফাউল করেন নীরজ। তাঁর ষষ্ঠ তথা শেষ থ্রো ছিল ৮২.৬৯ মিটারের। ওয়েবারের সেরা থ্রো ছিল ৮৭.৮৮ মিটারের। ডা সিলভার সেরা থ্রো ছিল ৮৬.৬২ মিটারের। ওয়েবার ও ডা সিলভার কোনও থ্রো-ই ফাউল হয়নি। তা সত্ত্বেও তাঁরা নীরজের সঙ্গে পাল্লা দিতে পারলেন না।

মরসুমের প্রথম বড় সাফল্য নীরজের

দোহা ডায়মন্ড লিগে রুপো পাওয়ার পর প্যারিসে সোনা জিততে মরিয়া ছিলেন নীরজ। তিনি চলতি মরসুমে প্রথম বড় প্রতিযোগিতায় জয় পেলেন। প্যারিসে সোনা জিতে খুশি নীরজ। তবে এখানেও ৯০ মিটার থ্রো করতে পারলে এই ভারতীয় অ্যাথলিট আরও খুশি হতেন। আট বছর পর প্যারিস ডায়মন্ড লিগে যোগ দিয়েই সাফল্য পেলেন নীরজ। এর আগে তিনি ২০১৭ সালে শেষবার প্যারিস ডায়মন্ড লিগে যোগ দিয়েছিলেন। সেবার তিনি জুনিয়র বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে এই প্রতিযোগিতায় যোগ দিয়ে পঞ্চম স্থানে শেষ করেন। তাঁর সেরা থ্রো ছিল ৮৪.৬৭ মিটারের। এবার সিনিয়র অ্যাথলিট হিসেবে এই প্রতিযোগিতায় যোগ দিয়ে সোনা জিতলেন নীরজ

আগামী সপ্তাহে চেক প্রজাতন্ত্রে নীরজ

আগামী মঙ্গলবার চেক প্রজাতন্ত্রে শুরু হচ্ছে অস্ট্রাভা গোল্ডেন স্পাইক ২০২৫ অ্যাথলেটিক্স মিট (Ostrava Golden Spike 2025 athletics meet)। এই প্রতিযোগিতায় যোগ দেবেন নীরজ। এরপর ৫ জুলাই বেঙ্গালুরুতে শুরু হবে নীরজ চোপড়া ক্লাসিক (Neeraj Chopra Classic)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড