IND vs PAK: 'পাকিস্তানের বিরুদ্ধে নড়বড়ে হয়ে পড়বে ভারত!' ক্রিকেট নিয়ে চাঞ্চল্যকর দাবি পাকিস্তানি জ্যোতিষীর

Published : Nov 09, 2023, 11:25 AM ISTUpdated : Nov 09, 2023, 11:30 AM IST
pakistani astrologer ali zanjani

সংক্ষিপ্ত

একটি পাক চ্যানেলের সাক্ষাৎকারে জ্যোতিষী আলি জানজানি দাবি করেছেন যে, সেমিফাইনাল ও ফাইনাল খুব বেশি সহজ হবে না ভারতীয় ক্রিকেট দলের জন্য।

চলতি ক্রিকেট বিশ্বকাপে (World Cup 2023) ভারতের বিরুদ্ধে খেলতে নেমে মুখ কার্যত থুবড়ে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। যদিও তারপর ফখর জামানের দুর্দান্ত ইনিংসের পরে সেমিফাইনাল নিয়ে কিছুটা আশাবাদী হয়েছে পাক টিম। সম্ভাব্য ভারত -পাকিস্তান ফাইনাল নিয়ে যখন ক্রিকেট মহলে জল্পনা তুঙ্গে, তখনই আসন্ন ম্যাচে ভারতীয় দলের অবস্থা নিয়ে চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণী করলেন পাকিস্তানের এক জ্যোতিষী। 

-

সোশ্যাল মিডিয়ায় বেশ খ্যাতনামা ওই পাকিস্তানি জ্যোতিষীর নাম আলি জানজানি। ভারতে চলা ম্যাচে যখন পাকিস্তান টিমকে ষড়যন্ত্র করে বারবার হারানো হচ্ছে বলে দাবি করেছেন সেই দেশের একাধিক ক্রিকেট খেলোয়াড়, সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই সম্প্রতি একটি পাক চ্যানেলের সাক্ষাৎকারে জ্যোতিষী আলি জানজানি দাবি করেছেন যে, সেমিফাইনাল ও ফাইনাল খুব বেশি সহজ হবে না ভারতীয় ক্রিকেট দলের জন্য। 

-

জানজানির সোজাসাপ্টা বক্তব্য হল, যে দল প্রাথমিক পর্বে ভালো খেলেছে, তাদের নক আউটে গ্রহের অবস্থানে হেরফের হবে ৷ এর দরুন, হয়তো সেমিফাইনালে, নয়তো ফাইনালে, কোথাও একটা তাদের পদস্খলন হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। 

-

যদিও এই বিষয়টিতে ভারতীয় জ্যোতিষীদের মত পুরোপুরি ভিন্ন। পাকিস্তানি জ্যোতিষীর গণনা যেমন পাকিস্তানের সমর্থকদের আশ্বস্ত করতে পারে, তেমনই ভারতীয় জ্যোতিষীদের গণনা বলছে, ম্যাচের ফলাফল ভারতীয় ক্রিকেট টিমের প্রতিই অনুকূল হবে। তাঁদের মতে ভারতের এখন ভালোই সময় যাবে। বিশেষত অধিনায়ক রোহিত শর্মার জন্মপঞ্জিকা অনুযায়ী তাঁর জীবনে এখন দুর্দান্ত সময় চলছে। 

PREV
click me!

Recommended Stories

নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?
India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ