ছেলের জন্মদিনের ছবি পোস্ট করে শোয়েব লিখেছিলেন,'শুভ জন্মদিন বেটা। বাবা তোমায় ভালোবাসে।'
ফের একবার চর্চায় সানিয়া-শোয়েবের সম্পর্ক। টেনিস তারকার সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নতুন করে গাঢ় হয়েছে বিচ্ছেদের জল্পনা। সম্প্রতি ছেলে ইজহানের জন্মদিন উপলক্ষ্যে একসঙ্গে দেখা গিয়েছিল সানিয়া ও শোয়েকে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও পোস্ট করেছিলেন তাঁরা। একে অপরকে নিয়ে কোনও মন্তব্য না করলেও শোয়েবের পোস্টে দেখা গিয়েছিল সানিয়াকেও। সানিয়ার কোনও পোস্টেই শোয়েবের উল্লেখ ছিল না। ছেলের জন্মদিনের ছবি পোস্ট করে শোয়েব লিখেছিলেন,'শুভ জন্মদিন বেটা। বাবা তোমায় ভালোবাসে।'
একদিকে যেমন শোয়েবের পোস্টে সানিয়ার ছবি দেখে চর্চা শুরু হয়েছে নেটমাধ্যমে, তেমনই আবার সানিয়া মির্জার পুরনো একটি পোস্ট ঘিরেও তৈরি হচ্ছে বিতর্ক।
কী লিখেছেন সানিয়া মির্জা?
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টেনিস তারকা এটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন,'প্রত্যেক শক্তিশালী এবং স্বাধীন মহিলার পেছনে একটি ছোট্ট মেয়ে থাকে, যে অন্যের উপর নির্ভরশীল না থেকে নিজের পায়ে দাঁড়াতে শিখে যায়।' সানিয়ার এই পোস্ট নতুন করে প্রশ্ন ঊস্কে দিয়েছে নেটিজেনদের মধ্যে। পোস্ট দেখে অনেকেই মনে করছেন, বাস্তবেই শোয়েবকে ছেড়ে 'নিজের পায়ে দাঁড়াতে' শিখে গিয়েছেন সানিয়া।
২০১০ সালে বিয়ে হয় সানিয়া ও শোয়েবের। ২০১৮ সালে জন্ম হয় ছেলে ইজহানের। দীর্ঘদিন ধরে বিচ্ছেদের জল্পনা চলছে দুই পক্ষের মধ্যে। তবে এখনও পর্যন্ত দু'পক্ষের থেকেই কোনও বার্তা পাওয়া যায়নি। তবে দীর্ঘদিন ধরেই দু'জনের আলাদা থাকার কথা জানা গিয়েছে। উল্লেখ্য এর আগেও সানিয়ার একাধিক পোস্টে উঠে এসেছিল বিচ্ছেদের জল্পনা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তিনি লিখেছেন, 'আমি যদি তোমার সঙ্গে যোগাযোগ করি, তার মানে আমি তোমার কেয়ার করি। আর আমি যদি চুপ থাকি, তার মানে আমি আর নেই।' এই ইঙ্গিত শোয়েবের দিকে বলেই মনে করছেন নেটিজেনরা। তবে কি এবার সত্যিই আলাদা হতে পারে 'বীর-জারা' জুঁটি?
আরও খবরের জন্য আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।