শ্যুটিংয়ে হতাশ করলেন রমিতা, ইলাভেনিলরা, ১০ মিটার এয়ার মিক্সড রাইফেলের ফাইনালে উঠতে ব্যর্থ ভারত

Published : Jul 27, 2024, 02:16 PM ISTUpdated : Jul 27, 2024, 02:53 PM IST
Elavenil Valarivan

সংক্ষিপ্ত

রিও, টোকিও অলিম্পিক্সে শ্যুটিংয়ে পদকের আশা পূরণ হয়নি। এবার প্যারিস অলিম্পিক্সের শুরুতেই ফের হতাশ করলেন শ্যুটাররা। ফলে এবারও শ্যুটিংয়ে পদকের আশা শুরুতেই ধাক্কা খেল।

প্যারিস অলিম্পিক্সের প্রথম দিন ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে ভারতের পদক জয়ের স্বপ্ন বড় ধাক্কা খেল। ভারতের দুই জুটি ফাইনালের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হল। ইলাভেনিল ভ্যালারিভ্যান ও সন্দীপ সিং এবং রমিতা জিন্দল ও অর্জুন বাবুতা প্রথম চারজনের মধ্যে থাকতে পারেননি। ফলে তাঁরা পদক জয়ের দৌড় থেকে ছিটকে গেলেন। রমিতা-অর্জুন জুটি শুরুতে লড়াই করছিল। এই জুটি ফাইনালের যোগ্যতা অর্জনের আশা জাগিয়ে তুলেছিল। কিন্তু শেষপর্যন্ত ৬২৮.৭ স্কোর করে ষষ্ঠ হলেন রমিতা-অর্জুন। নরওয়ে ও জার্মানির শ্যুটারদের চেয়ে মাত্র এক পয়েন্ট পিছিয়ে থাকায় পদকের লড়াইয়ে থাকতে পারলেন না রমিতা-অর্জুন। নরওয়ে ও জার্মানির শ্যুটাররা ৬২৯.৭ স্কোর করে ব্রোঞ্জ জয়ের দৌড়ে থাকল।

হতাশ করলেন ইলাভেনিল-সন্দীপ

রমিতা-অর্জুন জুটি ফাইনালের যোগ্যতা অর্জন করতে না পারলেও, যথেষ্ট লড়াই করে। কিন্তু ইলাভেনিল-সন্দীপ জুটি লড়াইও করতে পারল না। এই জুটি ৬২৬.৩ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে শেষ করল। অন্য দেশগুলির শ্যুটারদের সঙ্গে পাল্লা দিতে পারলেন না ইলাভেনিল-সন্দীপ। ফলে হতাশ হয়েই তাঁদের এই ইভেন্ট থেকে বিদায় নিতে হল।

শ্যুটিংয়ে এখনও পদক জয়ের আশা আছে

১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে ভারত ব্যর্থ হলেও, শ্যুটিংয়ে এখনও অনেক ইভেন্ট আছে। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে পদক জয়ের লক্ষ্যে লড়াই করবেন অর্জুন সিং চিমা, সরাজবত সিং, মনু ভাকের, রিদম সাংওয়ান। এছাড়া অন্যান্য ইভেন্টেও লড়াই করছেন ভারতীয়রা। শনিবার পুরুষদের হকির প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। প্রথম ম্যাচ জিতে ভালোভাবেই অলিম্পিক্স অভিযান শুরু করার লক্ষ্যে গতবার ব্রোঞ্জ জেতা ভারতীয় দল। শনিবার ব্যাডমিন্টনে গ্রুপের লড়াইয়ে নামবেন লক্ষ্য সেন, সাত্বিকসাইরাজ রণকিরেড্ডি-চিরাগ শেট্টি, অশ্বিনী পোনাপ্পা-তানিশা ক্রাস্টো।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

দারুণ লড়াই করেও রোয়িংয়ের হিটে চতুর্থ, রিপেচেজ রাউন্ডে বলরাজ পানওয়ার

উদ্বোধনী অনুষ্ঠানে উল্টো করে টাঙানো হল অলিম্পিক্সের পতাকা, বিড়ম্বনায় আয়োজকরা

পতাকা হাতে সিন্ধু, শরৎ কমল, প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে চমক

PREV
click me!

Recommended Stories

সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ ২০২৫ ফাইনাল: নেপালের ক্লাবকে উড়িয়ে ইতিহাসে ইস্টবেঙ্গল
Australia vs England: জয়ের জন্য দরকার আর মাত্র ৪টি উইকেট, তৃতীয় টেস্টেও সুবিধাজনক জায়গায় অস্ট্রেলিয়া