উদ্বোধনী অনুষ্ঠানে উল্টো করে টাঙানো হল অলিম্পিক্সের পতাকা, বিড়ম্বনায় আয়োজকরা

শুক্রবার ভারতীয় সময় অনুযায়ী মধ্যরাতে প্যারিস অলিম্পিক্সের উদ্বোধন হয়েছে। এই অনুষ্ঠান ঠিকমতো আয়োজন করা সম্ভব হয়নি। একাধিক ত্রুটি ধরা পড়েছে।

প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে উল্টো করে উত্তোলন হল অলিম্পিক্সের পতাকা। শুক্রবার রাতে বৃষ্টির মধ্যেই প্যারিসের বিখ্যাত সিন নদীর উপর হয় উদ্বোধনী অনুষ্ঠান। সেখানেই উল্টো পতাকা দেখা যায়। অলিম্পিক্সের প্রতীক হিসেবে যে পাঁচটি রিং আছে, সেগুলি ভুল জায়গায় ছিল। পতাকা ঠিকমতো উত্তোলন কর হয়নি। অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে এই ভুল এর আগে কখনও দেখা যায়নি। এই ঘটনায় বিড়ম্বনায় পড়েছেন আয়োজকরা। অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে নানা আয়োজন করা হয়েছিল। কিন্তু অলিম্পিক্সের পতাকার প্রতি অসম্মান এই অনুষ্ঠানের মর্যাদাহানি করেছে। কীভাবে এরকম ভুল হল, তার ব্যাখ্যা পাওয়া যায়নি।

বোটে অসাম্য

Latest Videos

প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের অ্যাথলিটদের বোটে করে নিয়ে যাওয়া হয়। এক্ষেত্রে অসাম্য দেখা যায়। বড় বোট বা ক্রুজে একাধিক দেশের অ্যাথলিটদের তুলে দেওয়া হয়। আবার ছোট বোটে কোনও একটি দেশের অ্যাথলিটদের নিয়ে যাওয়া হয়। ক্রুজে কোনও দেশের অ্যাথলিটরা উপরে ছিলেন, অন্য দেশের অ্যাথলিটরা নীচে ছিলেন। এই অসাম্য দৃষ্টিকটূ। ফ্রান্সের মতো উন্নত দেশে একসঙ্গে ২০০ বোট পাওয়া যাবে না, এ কথা মেনে নেওয়া কঠিন। প্রতিটি দেশের অ্যাথলিটদের আলাদা বোটে করে নিয়ে যাওয়া যেত। তাহলে অসাম্য থাকত না। কিন্তু আয়োজকরা সেরকম ব্যবস্থা করতে পারেননি।

 

 

সাড়ে তিন ঘণ্টার অনুষ্ঠান

শুক্রবার রাতে প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান সাড়ে তিন ঘণ্টা ধরে চলে। ৮৫টি বোটে ২০৫টি দেশের প্রায় ৭,০০০ অ্যাথলিটকে নিয়ে যাওয়া হয়। এই অনুষ্ঠান দেখার জন্য সিন নদীর পাড়ে প্রায় ৩০,০০০ দর্শক ছিলেন। লেডি গাগা দর্শকদের মাতিয়ে দেন। উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন দর্শকরা। কিন্তু এরই মধ্যে কিছু ভুল থেকে গেল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'জীবনের অন্যতম সেরা সম্মান,' অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা বহন করা নিয়ে রোমাঞ্চিত সিন্ধু

পতাকা হাতে সিন্ধু, শরৎ কমল, প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে চমক

পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত খাবার, অলিম্পিক্স গেমস ভিলেজে ডাল-রুটিই ভরসা অমিত পাংহালের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
প্রেমের নামে এসব কী! নিখোঁজ নাবালিকার মর্মান্তিক পরিণতি, শোকের ছায়া পরিবারে | Nadia News Today
প্রেমিক আসল শয়তান! মাঝরাতে ঘটল 'জঘন্য' ঘটনা, হতবাক সকলে! | Ashoknagar News Today
চলন্ত বাসে দুঃসাহসিক ছিন্তাই! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় | South 24 Parganas News Today
'ভোট ব্যাঙ্কের জন্যই WAQF Board তৈরি করেছে Congress' বিস্ফোরক PM Modi | PM Modi Speech