'কর্ম করে যাও, ফলের আশা কোরো না,' অলিম্পিক্সে পদক জিতে গীতার উদ্ধৃতি মনু ভাকেরের

রবিবার প্যারিস অলিম্পিক্সে ইতিহাস গড়লেন মনু ভাকের। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতলেন এই শ্যুটার। তিনিই এবারের অলিম্পিক্সে ভারতের হয়ে প্রথম পদক জিতলেন।

Soumya Gangully | Published : Jul 28, 2024 3:14 PM IST / Updated: Jul 28 2024, 09:42 PM IST

অলিম্পিক্সে পদক জেতার পর গীতার কথা উল্লেখ করলেন শ্যুটার মনু ভাকের। তিনি জানিয়েছেন, ‘আমি নিয়মিত গীতা পাঠ করি। ফলে আমার মনে হচ্ছিল, যা হওয়ার সেটাই হবে। যা করার সেটাই করতে হবে। অন্য কিছু ভাবতে হবে না। যা নিয়তি ঠিক সেটাই হবে। কারও পক্ষে কর্মফল নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। গীতায় অর্জুনকে কৃষ্ণ বলেছেন, তুমি শুধু কর্ম করে যাও, কর্মের ফল নিয়ে ভেবো না। সেটাই আমার মাথায় ছিল। আমি ভাবছিলাম, শুধু নিজের কাজ করে যাই। তারপর যা হওয়ার হবে। ফল নিয়ে আমি চিন্তা করিনি।’

গীতাই মনুর অনুপ্রেরণা

Latest Videos

প্যারিস অলিম্পিক্সে পদক জেতার পর গীতার কথা উল্লেখ করে মনু বলেছেন, ‘আমার অসাধারণ অনুভূতি হচ্ছে। দীর্ঘদিন এই পদক পায়নি ভারত। আমার মাধ্যমে এই পদক এল। ভারতের আরও পদক প্রাপ্য। যত বেশি সম্ভব পদক জেতা উচিত ভারতের। এবার যত বেশি সম্ভব ইভেন্টের দিকে নজর দিচ্ছি আমরা। আমাদের দলের সবাই প্রচণ্ড পরিশ্রম করেছে। আমি যে পদক জিতেছি, সেটা ঠিক বিশ্বাস হচ্ছে না। আমার মনে হচ্ছে, ভালো পারফরম্যান্স দেখিয়েছি। আমি সাফল্য পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি। শেষপর্যন্ত প্রাণশক্তি নিয়ে লড়াই করেছি। আমি ব্রোঞ্জ জিতলাম। ভারতের জন্য ব্রোঞ্জ জিততে পারায় আমি কৃতজ্ঞ। পরেরবার হয়তো আরও ভালো ফল করতে পারব।’

টোকিওর আফশোস মেটালেন মনু

টোকিও অলিম্পিক্সে পিস্তলে সমস্যা হওয়ায় পদক জিততে পারেননি মনু। তবে এবার আর সেরকম কোনও সমস্যা হয়নি। রবিবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনাল রাউন্ডে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ব্রোঞ্জ জিতলেন মনু। তিনিই প্রথম ভারতীয় মহিলা শ্যুটার হিসেবে অলিম্পিক্সে পদক জিতলেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

অলিম্পিক্সে শ্যুটিংয়ে প্রথম ভারতীয় মহিলার পদক, মনু ভাকেরকে ফোন করে অভিনন্দন প্রধানমন্ত্রীর

মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ, প্যারিস অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক জেতালেন মনু ভাকের

টেবল টেনিসের প্রথম রাউন্ডে চমকপ্রদ পারফরম্যান্স, দাপুটে জয় শ্রীজা আকুলার

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

দুঘণ্টা জিজ্ঞাসাবাদ! RG Kar কাণ্ডে কার কার নাম বললেন মীনাক্ষী CBI-কে! দেখুন | Minakshi Mukherjee |
'বন্যার জন্য দায়ী মমতা, তিনি বাঁধ সংরক্ষণ না করে টাকা ঝেড়ে দিয়েছেন' বিস্ফোরক Suvendu Adhikari
‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News
'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
স্বাস্থ্য দফতরের পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে সরব Suvendu Adhikari | R G Kar Case