সংক্ষিপ্ত
গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক স্তরে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে আসছেন ভারতের অন্যতম সেরা মহিলা শ্যুটার মনু ভাকের। অলিম্পিক্সে পদক জেতা বাকি ছিল। রবিবার সেই আফশোস দূর করলেন মনু।
অল্পের জন্য সোনা হাতছাড়া হলেও প্যারিস অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক জেতালেন মনু ভাকের। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতলেন এই শ্যুটার। প্রথম মহিলা ভারতীয় শুটার হিসেবে অলিম্পিক্সে পদক জিতলেন মনু। ২২১.৭ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জিতলেন মনু। এই ইভেন্টে সোনা ও রুপো জিতল দক্ষিণ কোরিয়া। ২৪৩.২ পয়েন্ট নিয়ে সোনা জিতলেন ওহ ইয়ে জিন। ২৪১.৩ পয়েন্ট নিয়ে রুপো জিতলেন কিম ইয়ে-জি। কোরিয়ার এই দুই শ্যুটারের সঙ্গে শেষপর্যন্ত লড়াইয়ে ছিলেন মনু। কিন্তু শেষদিকে তিনি কিছুটা পিছিয়ে পড়ায় ব্রোঞ্জ পেলেন। এই ইভেন্টে অন্য কোনও শ্যুটার ২০০ পয়েন্ট অর্জন করতে পারেননি। প্রথম ৩ জন শ্যুটার বাকিদের চেয়ে অনেক এগিয়ে থেকে পদক জিতলেন।
ইতিহাস গড়লেন মনু
হরিয়ানার ২২ বছর বয়সি শ্যুটার মনু রবিবার অলিম্পিক্সে পদক জিতে ইতিহাস গড়লেন। টোকিও অলিম্পিক্সে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল এই তরুণীর। প্যারিসে তিনি আর কোনও ভুল করলেন না। মনুর হাত ধরে অলিম্পিক্সে ১২ বছর পর শ্যুটিংয়ে পদক জিতল ভারত। রাজ্যবর্ধন সিং রাঠোর, অভিনব বিন্দ্রা, বিজয় কুমার, গগন নারাংয়ের পর পঞ্চম ভারতীয় হিসেবে অলিম্পিক্সে শ্যুটিংয়ে পদক জিতলেন মনু। প্যারিস অলিম্পিক্সের প্রথম দিন হতাশ করেছিলেন ভারতের বেশিরভাগ শ্যুটার। তবে নিজের লক্ষ্যে স্থির ছিলেন মনু। তিনি ইতিহাস গড়ার লক্ষ্যে ঐতিহাসিক শহর প্যারিসে পা রেখেছিলেন। ভারতীয় ক্রীড়ায় বিপ্লব ঘটালেন মনু।
আরও সাফল্যের লক্ষ্যে মনু
১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছেন। তবে এখানেই থেমে থাকতে নারাজ মনু। আরও অনেক সাফল্য পাওয়াই এই তরুণীর লক্ষ্য। মনুর ভবিষ্যৎ উজ্জ্বল। তিনি দেশকে আরও সম্মান এনে দেবেন বলে আশা করা হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
টেবল টেনিসের প্রথম রাউন্ডে চমকপ্রদ পারফরম্যান্স, দাপুটে জয় শ্রীজা আকুলার
মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে পদকের আশা, নতুন নজির রমিতা জিন্দলের
মালদ্বীপের প্রতিপক্ষের বিরুদ্ধে স্ট্রেট গেমে জয়, অলিম্পিক্সের শুরুতেই ছন্দে পি ভি সিন্ধু