সংক্ষিপ্ত

প্যারিস অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক এনে দিলেন হরিয়ানার শ্যুটার মনু ভাকের। সারা দেশ এখন এই তরুণীকে নিয়ে মেতে উঠেছে। বিভিন্ন মহল থেকে মনুকে অভিনন্দন জানানো হচ্ছে।

প্রথম ভারতীয় হিসেবে প্যারিস অলিম্পিক্সে পদক জেতায় মনু ভাকেরকে ফোন করে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১২ বছর পর অলিম্পিক্সে শ্যুটিংয়ে পদক পেল ভারত। প্রথম ভারতীয় মহিলা শ্যুটার হিসেবে অলিম্পিক্সে পদক জিতলেন মনু। তাঁর এই সাফল্যে সারা দেশ উদ্বেলিত। অলিম্পিক্স থেকে পদক আসায় প্রধানমন্ত্রীও খুশি। তিনি মনুকে ফোন করার পাশাপাশি 'এক্স' হ্যান্ডলে পোস্ট করেও অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ঐতিহাসিক পদক। দারুণ পারফরম্যান্স দেখালেন মনু ভাকের। প্যারিস অলিম্পিক্সে ভারতের হয়ে প্রথম পদক জিতলেন। ব্রোঞ্জ জেতার জন্য অভিনন্দন। এই সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য। কারণ, তিনি ভারতের প্রথম মহিলা হিসেবে অলিম্পিক্সে শ্যুটিংয়ে পদক জিতলেন। অবিশ্বাস্য কৃতিত্ব অর্জন করলেন তিনি। ভারতের জন্য সবাই গলা ফাটান।’

প্যারিসে ইতিহাস রচনা মনুর

রবিবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনাল রাউন্ডে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ২২১.৭ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতলেন মনু। ২৪১.৩ পয়েন্ট নিয়ে রুপো জিতলেন দক্ষিণ কোরিয়ার কিম ইয়েজি। ২৪৩.২ পয়েন্ট নিয়ে নতুন রেকর্ড গড়ে সোনা জিতলেন দক্ষিণ কোরিয়ারই জিন ইয়ে ওহ। ২০১২ সালে লন্ডন অলিম্পিক্সে র‍্যাপিড-ফায়ার পিস্তলে ব্রোঞ্জ জেতেন বিজয় কুমার। এই অলিম্পিক্সেই ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জেতেন গগন নারাং। এরপর রিও, টোকিও অলিম্পিক্সে শ্যুটিংয়ে পদক জিততে পারেনি ভারত। এবার প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক এল শ্যুটিংয়ে।

 

 

মনুকে অভিনন্দন সচিনের

অলিম্পিক্সে পদক জেতায় মনুকে অভিনন্দন জানিয়েছেন ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর। তিনি 'এক্স' হ্যান্ডলে লিখেছেন, ‘পদক তালিকায় জায়গা হল। শ্যুটিংয়ের মাধ্যমে পদক এল। প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক পাওয়ায় মনু ভাকেরকে অভিনন্দন। টোকিওতে হৃদয়ভঙ্গের পর তুমি প্রচণ্ড শক্তি ও দৃঢ়তার পরিচয় দিয়ে প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতলে এবং ভারতকে গর্বিত করলে।’

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ, প্যারিস অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক জেতালেন মনু ভাকের

টেবল টেনিসের প্রথম রাউন্ডে চমকপ্রদ পারফরম্যান্স, দাপুটে জয় শ্রীজা আকুলার

মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে পদকের আশা, নতুন নজির রমিতা জিন্দলের