Olympics 2024: ফের বিতর্ক অলিম্পিক্সে, ব্রাজিল কিংবদন্তী জিকোর সঙ্গে এ কী হল?

Published : Jul 27, 2024, 09:06 PM IST
paris olympics 2024

সংক্ষিপ্ত

বিতর্ক যেন পিছুই ছাড়ছে না প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024)। এবার চুরির ঘটনা ঘটল এই মেগা ইভেন্টে।

বিতর্ক যেন পিছুই ছাড়ছে না প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024)। এবার চুরির ঘটনা ঘটল এই মেগা ইভেন্টে।

জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে গোটা বিশ্বকে কার্যত তাক লাগিয়ে দিয়েছে ফ্রান্স। উপস্থিত হয়েছেন বিভিন্ন দেশের ক্রীড়াপ্রেমীরাও। কিন্তু তারপরেও বিতর্ক উঠছে বারবার। এবার কোটি টাকার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। তাও আবার কার সঙ্গে? ব্রাজিল তথা বিশ্বের ফুটবল কিংবদন্তি জিকোর (Zico) সঙ্গে।

ব্রাজিলের অলিম্পিক্স দলের অতিথি হিসেবে এইমুহূর্তে প্যারিসে রয়েছেন জিকো। এই ৭১ বছর বয়সী ব্রাজিল (Brazil) তারকা গাড়িতে করে এক জায়গা থেকে অন্যত্র যাচ্ছিলেন। কিন্তু সেই গাড়ির জানলা খোলা থাকায় ঘটে যায় এই চুরির ঘটনাটি। এই নিয়ে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন তিনি।

তাঁর ব্যাগে ছিল নগদ অর্থ, ঘড়ি এবং হিরের অলংকার। সবমিলিয়ে, যার আর্থিক মূল্য প্রায় ৫ লাখ ইউরোর কাছাকাছি। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় প্রায় ৪ কোটি ৫৬ লক্ষ টাকা। তবে আদৌ জিকোর কত টাকার সম্পত্তি চুরি হয়েছে, তা নিয়ে বিতর্কও রয়েছে।

অনেকের মতে, টাকার পরিমাণ কখনোই এতটা বেশি নয়। তবে বিতর্ক কিন্তু একেবারেই থামছে না। বিশেষ করে জিকোর মতো কিংবদন্তি ফুটবলারের সঙ্গে এই ধরনের ঘটনার জেরে বিতর্ক যেন ক্রমশই দানা বাঁধতে শুরু করেছে। উল্লেখ্য, ব্রাজিলের জার্সি গায়ে তিনটি বিশ্বকাপ খেলেছেন তিনি। শুধু তাই নয়, কোচ হিসেবেও দায়িত্ব সামলেছেন। তাঁর সঙ্গেই কিনা এহেন আচরণ।

তবে এটিই প্রথম নয়। উদ্বোধনের আগেই ফ্রান্সের রেল ব্যবস্থায় বড়সড় একটি হামলার ঘটনা ঘটে। তবে উদ্বোধনী অনুষ্ঠান নির্বিঘ্নেই মিটে গেছে। কিন্তু সেই অনুষ্ঠান ঘিরেও একাধিক বিতর্ক সামনে হয়েছে। যেখানে দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়া বলে ক্ষমাও চাইতে দেখা গেছে কর্তৃপক্ষকে। এইসবের সঙ্গেই এবার জুড়ে গেল চুরির ঘটনা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa 2nd T20: এক ওভারে ৭টি ওয়াইড? আর্শদীপের উপর রেগে আগুন গম্ভীর
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-২০ ম্যাচে ফের ব্যর্থ, কতদিন শুবমান গিলকে বয়ে বেড়াবে দল?