কিছুটা যেন ক্ষততে প্রলেপ পড়ল। প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চের প্রথমদিন ফাইনালে উঠলেন ভারতীয় দলের মহিলা শ্যুটার মনু ভাকের (Manu Bhaker)।
কিছুটা যেন ক্ষততে প্রলেপ পড়ল। প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চের প্রথমদিন ফাইনালে উঠলেন ভারতীয় দলের মহিলা শ্যুটার মনু ভাকের (Manu Bhaker)।
যদিও শুরুর দিকে শ্যুটিং-এ যথেষ্ট হতাশ করেন ভারতের ছেলেরা। কার্যত যোগ্যতাই অর্জন করতে পারেননি তারা। সেই জায়গায় দাঁড়িয়ে, মনু ভাকের যেন অনেকটাই আশার আলো দেখাচ্ছেন।
বলা যেতে পারে, সেই হতাশা কিছুটা কাটিয়ে দিলেন তিনি। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল বিভাগের ফাইনালে উঠলেন মনু ভাকের। যোগ্যতা অর্জন পর্বের খেলায় তিন নম্বরে শেষ করলেন তিনি। রবিবার, ফাইনালে পদক জেতার জন্য লড়াইতে নামবেন এই ভারতীয় শ্যুটার।
যোগ্যতা অর্জন পর্বের খেলায় ৫৮০ স্কোর করেন মনু ভাকের। মোট ২৭ বার বুলস আই মারেন ভারতের এই মহিলা শ্যুটার। এদিন প্রথম স্থানে শেষ করেন হাঙ্গেরির ভেরোনিকা মেজর, তাঁর স্কোর ৫৮২। অন্যদিকে, কোরিয়ার ইয়ে জিন হো একই স্কোর করে রয়েছেন দ্বিতীয় স্থানে। কারণ, তিনি কম বুলস মারেন। তাই দ্বিতীয় স্থানে।
তবে মাত্র দুই পয়েন্টে পিছিয়ে থাকার দরুণ তৃতীয় স্থানে শেষ করেন ভাকের। উল্লেখযোগ্য বিষয় হল যে, যোগ্যতা অর্জন পর্বের খেলায় সবার থেকে বেশি বুলস মারেন তিনিই।
এই ইভেন্টে মোট ছটি সিরিজ় অনুষ্ঠিত হয়। প্রতিটি সিরিজ়ে মোট ১০ বার করে শট মারার সুযোগ থাকে সকল প্রতিযোগীর কাছে। প্রতিটি শটে সর্বোচ্চ ১০ স্কোর করার সুযোগ থাকে। অর্থাৎ, একটি সিরিজ়ে পাওয়া যায় মোট ১০০ স্কোর। তাহলে মোট ৬০০ স্কোর করা যেতে পারে। কিন্তু তৃতীয় সিরিজ়ে ভাকের ৯৮ স্কোর করেন। সেটিই তাঁর জন্য সর্বাধিক।
অপরদিকে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারতের হয়ে মনু ভাকেরের সঙ্গে ছিলেন রিদম সঙ্গওয়ান। তাঁর স্কোর ৫৭৩। কিন্তু প্রথম আটজনের মধ্যে শেষ করতে পারেননি তিনি। তাই ফাইনালে উঠতে পারলেন না রিদম। তবে একসময় তিনিও প্রথম দশের মধ্যে চলে আসেন। কিন্তু শেষপর্যন্ত, বেশ কিছুটা নেমে যান তিনি।
তবে এইসবকিছুর মাঝেই ভাকেরের ফাইনালে পৌঁছনো বেশ তাৎপর্যপূর্ণ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।