অলিম্পিক্সের উদ্বোধনী নৌকায় উঠতেই পারল না নাইজেরিয়ার মহিলা বাস্কেটবল দল, কেন?

Published : Jul 27, 2024, 05:51 PM IST
OLYMPICS 2024

সংক্ষিপ্ত

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে একাধিক বিতর্ক। সেখানে থাকতেই দেওয়া হল না নাইজেরিয়ার (Nigeria) মহিলা বাস্কেটবল দলকে।

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে একাধিক বিতর্ক। সেখানে থাকতেই দেওয়া হল না নাইজেরিয়ার (Nigeria) মহিলা বাস্কেটবল দলকে।

এমনিতে প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান বেশ নজরকাড়াই হয়েছে। কিন্তু জানা যাচ্ছে, সেই উদ্বোধনী অনুষ্ঠানে নাকি থাকতেই দেওয়া হয়নি নাইজেরিয়ার মহিলা বাস্কেটবল দলকে। কিন্তু কেন এমন হল? তা নিয়েই উঠছে প্রশ্ন।

খারাপ লাগলেও এটাই সত্যি। আসলে এই ধরনের মেগা প্রতিযোগিতায় ব্যবস্থাপনাই আসল। এমনিতেই এই বছর প্যারিস অলিম্পিক্সকে ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। এবার সামনে এল আরও একটি তথ্য। নাইজেরিয়ার মহিলা বাস্কেটবল দলকে উদ্বোধনী অনুষ্ঠানে থাকার অনুমতি দেওয়া হল না।

কারণ, উদ্বোধনী অনুষ্ঠান যেখানে হয়েছে, সেই জায়গায় পৌঁছতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগে গেছিল নাইজেরিয়ার মহিলা বাস্কেটবল দলের। তবে গন্তব্যে পৌঁছে গেলেও, নাইজেরিয়ান এক আধিকারিক বাস্কেটবল দলকে নৌকায় উঠতেই দেননি বলেই অভিযোগ।

সূত্র মারফৎ জানা যাচ্ছে, বাস্কেটবল দলের কোচ এবং খেলোয়াড়দের জানানো হয় যে, অনেকে রয়েছেন সেই নৌকায়। ফলে বাস্কেটবল দল যেন ফিরে যায় গেমস ভিলেজে। নাইজেরিয়ার বাকি সদস্যরা অবশ্য নৌকায় ওঠেন। আসলে নৌকায় খেলোয়াড়দের তোলার দায়িত্ব যাদের উপর ছিল, তারা জানান যে, নৌকা পুরো ভর্তি হয়ে গেছে। সেই কারণে, তাদের আর উঠতে দেওয়া হবে না।

উল্লেখ্য, নাইজেরিয়ার বাকি খেলোয়াড়রা নরওয়ে এবং নাইজার, এই দুই দেশের প্রতিযোগীদের সঙ্গে একই নৌকায় রওনা হন। কিন্তু দুর্ভাগ্যবশত মহিলা বাস্কেটবল দলের খেলোয়াড়রা নৌকায় উঠতে না পেরে সোজা গেমস ভিলেজে ফিরে যান।

ফলে, অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে আর থাকা হয়নি তাদের। যার জেরে এই মেগা প্রতিযোগিতার শুরুর দিনেও যেন বিতর্ক পিছু ছাড়ল না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Irfan Pathan: এতদিন ধরে কোনও হাফ সেঞ্চুরি নেই! জাদেজার পারফরম্যান্স নিয়ে ক্ষুব্ধ ইরফান পাঠান
টি-২০ বিশ্বকাপ ২০২৬: জটিলতা দূর করতে বাংলাদেশে যাচ্ছে আইসিসি প্রতিনিধি দল