অলিম্পিক্সের উদ্বোধনী নৌকায় উঠতেই পারল না নাইজেরিয়ার মহিলা বাস্কেটবল দল, কেন?

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে একাধিক বিতর্ক। সেখানে থাকতেই দেওয়া হল না নাইজেরিয়ার (Nigeria) মহিলা বাস্কেটবল দলকে।

Subhankar Das | Published : Jul 27, 2024 12:21 PM IST

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে একাধিক বিতর্ক। সেখানে থাকতেই দেওয়া হল না নাইজেরিয়ার (Nigeria) মহিলা বাস্কেটবল দলকে।

এমনিতে প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান বেশ নজরকাড়াই হয়েছে। কিন্তু জানা যাচ্ছে, সেই উদ্বোধনী অনুষ্ঠানে নাকি থাকতেই দেওয়া হয়নি নাইজেরিয়ার মহিলা বাস্কেটবল দলকে। কিন্তু কেন এমন হল? তা নিয়েই উঠছে প্রশ্ন।

Latest Videos

খারাপ লাগলেও এটাই সত্যি। আসলে এই ধরনের মেগা প্রতিযোগিতায় ব্যবস্থাপনাই আসল। এমনিতেই এই বছর প্যারিস অলিম্পিক্সকে ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছে। এবার সামনে এল আরও একটি তথ্য। নাইজেরিয়ার মহিলা বাস্কেটবল দলকে উদ্বোধনী অনুষ্ঠানে থাকার অনুমতি দেওয়া হল না।

কারণ, উদ্বোধনী অনুষ্ঠান যেখানে হয়েছে, সেই জায়গায় পৌঁছতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগে গেছিল নাইজেরিয়ার মহিলা বাস্কেটবল দলের। তবে গন্তব্যে পৌঁছে গেলেও, নাইজেরিয়ান এক আধিকারিক বাস্কেটবল দলকে নৌকায় উঠতেই দেননি বলেই অভিযোগ।

সূত্র মারফৎ জানা যাচ্ছে, বাস্কেটবল দলের কোচ এবং খেলোয়াড়দের জানানো হয় যে, অনেকে রয়েছেন সেই নৌকায়। ফলে বাস্কেটবল দল যেন ফিরে যায় গেমস ভিলেজে। নাইজেরিয়ার বাকি সদস্যরা অবশ্য নৌকায় ওঠেন। আসলে নৌকায় খেলোয়াড়দের তোলার দায়িত্ব যাদের উপর ছিল, তারা জানান যে, নৌকা পুরো ভর্তি হয়ে গেছে। সেই কারণে, তাদের আর উঠতে দেওয়া হবে না।

উল্লেখ্য, নাইজেরিয়ার বাকি খেলোয়াড়রা নরওয়ে এবং নাইজার, এই দুই দেশের প্রতিযোগীদের সঙ্গে একই নৌকায় রওনা হন। কিন্তু দুর্ভাগ্যবশত মহিলা বাস্কেটবল দলের খেলোয়াড়রা নৌকায় উঠতে না পেরে সোজা গেমস ভিলেজে ফিরে যান।

ফলে, অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে আর থাকা হয়নি তাদের। যার জেরে এই মেগা প্রতিযোগিতার শুরুর দিনেও যেন বিতর্ক পিছু ছাড়ল না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

শর্ত নিয়েই মমতার বাড়িতে যাচ্ছেন ডাক্তাররা, যা জানিয়ে গেলেন | RG Kar Protest Latest
'জাস্টিস ফর আরজি কর' ৫ দফা দাবিতে জুনিয়র ডাক্তারদের জনগর্জন | Doctors Protest | RG Kar Protest |
ঠিক কী হল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে? দেখুন কী বললেন জুনিয়র ডাক্তাররা | Junior Doctors | RG Kar
'সবচেয়ে বড় অপরাধী আপনি মাননীয়া মুখ্যমন্ত্রী' গর্জে উঠলেন রূপা গঙ্গোপাধ্যায় | Roopa Ganguly | RG Kar
শেষবার! লাইভ স্ট্রিমিং ও ভিডিওগ্রাফি হবে না জানিয়েই ডাক্তারদের ডেকে পাঠালেন মমতা | RG Kar Protest |