পুরুষদের কুস্তিতে আমন সেহরাওয়াতের ব্রোঞ্জ, প্যারিস অলিম্পিক্সে ভারতের ষষ্ঠ পদক

প্যারিস অলিম্পিক্সে ভারতের একমাত্র পুরুষ কুস্তিগীর হিসেবে যোগ দেন আমন সেহরাওয়াত। দুর্দান্ত লড়াই করলেন এই কুস্তিগীর। প্যারিসে আমনের লড়াই স্মরণীয় হয়ে থাকবে।

প্যারিস অলিম্পিক্সে পুরুষদের কুস্তিতে ৫৭ কেজি ফ্রিস্টাইল ইভেন্টে পুয়ের্তো রিকোর দারিয়ান ক্রাজকে হারিয়ে ব্রোঞ্জ জিতলেন ভারতের আমন সেহরাওয়াত। অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে সহজ জয় পেলেন আমন। তাঁর পক্ষে ম্যাচের ফল ১৩-৫। ২০০৮ সালে বেজিং অলিম্পিক্স থেকে কুস্তিতে পদক জিতে আসছে ভারত। এবারের অলিম্পিক্সেও এর ব্যতিক্রম হল না। ভিনেশ ফোগটের নিশ্চিত পদক হাতছাড়া হলেও, অসাধারণ লড়াই করে পদক জিতলেন আমন। এই তরুণ কুস্তিগীর বৃহস্পতিবার সেমি-ফাইনালে একেবারেই লড়াই করতে পারেননি। কিন্তু শুক্রবার ব্রোঞ্জ জয়ের ম্যাচের শুরু থেকেই দাপট দেখান আমন। তাঁর সামনে বিশেষ লড়াই করতে পারেননি পুয়ের্তো রিকোর প্রতিপক্ষ। ফলে অনায়াস জয় পেলেন আমন।

দেশকে পদক উৎসর্গ আমনের

Latest Videos

প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম কুস্তিগীর হিসেবে পদক জয়ের পর আমন বলেন, 'আমি বাবা-মা ও দেশকে এই পদক উৎসর্গ করছি। আজ পদক জিতে খুব ভালো লেগেছে। শুরুতে সমানে-সমানে লড়াই হচ্ছিল। তবে পরে আমি দাপট দেখিয়েছি। আমি ফাইনালে খেলতে চেয়েছিলাম। কিন্তু সেটা করতে পারিনি। তাই অন্তত ব্রোঞ্জ জিততে চেয়েছিলাম। কিন্তু ব্রোঞ্জ জয়ও সহজ ছিল না। এই পর্যায়ে লড়াই অত্যন্ত কঠিন।'

জীবনের প্রথম অলিম্পিক্সেই পদক আমনের

২১ বছর বয়সি আমন ভারতের সপ্তম কুস্তিগীর হিসেবে অলিম্পিক্সে পদক জিতলেন। ১৯৫২ সালে ভারতের প্রথম কুস্তিগীর হিসেবে অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জেতেন কে ডি যাদব। এরপর ২০০৮ সালে ব্রোঞ্জ জেতেন সুশীল কুমার। এরপর ২০১২ সালে রুপো জেতেন সুশীল। ২০১২ সালের অলিম্পিক্সেই ব্রোঞ্জ জেতেন যোগেশ্বর দত্ত। ২০১৬ সালে ব্রোঞ্জ জেতেন সাক্ষী মালিক। ২০২০ সালে ব্রোঞ্জ জেতেন বজরং পুনিয়া। ২০২০ সালের অলিম্পিক্সেই ব্রোঞ্জ জেতেন রবি দাহিয়া। এবার ব্রোঞ্জ জিতলেন আমন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে কুঁচকির চোট, প্যারিস অলিম্পিক্সের পরেই অস্ত্রোপচার করাতে পারেন নীরজ চোপড়া

প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে জাতীয় পতাকা বহনের সম্মান মনু-শ্রীজেশের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র
প্রকাশ্যে হুমকি! মমতার এই নেতার মুখের ভাষা...বিরোধীদের যা বললেন! দেখুন | Malda News Today |
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
কোন ফর্মুলায় আগামী নির্বাচনে বাজিমাত করবে BJP? ফাঁস করে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari