সংক্ষিপ্ত
টোকিও অলিম্পিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেও, প্যারিস অলিম্পিক্সে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল নীরজ চোপড়াকে। চোট, অসুস্থতাকে দূরে সরিয়ে রেখে এবারের অলিম্পিক্সে যোগ দিলেও, চূড়ান্ত সাফল্য পেলেন না নীরজ।
প্যারিস অলিম্পিক্সের পরেই হয়তো অস্ত্রোপচার করাতে চলেছেন নীরজ চোপড়া। দীর্ঘদিন ধরেই কুঁচকির চোটে ভুগছেন এই তারকা অ্যাথলিট। সেই চোট নিয়েই তিনি প্যারিস অলিম্পিক্সে যোগ দেন। বৃহস্পতিবার রাতে পুরুষদের জ্যাভলিন থ্রো ফাইনালে পাকিস্তানের আর্শাদ নাদিমের সঙ্গে দুর্দান্ত লড়াই করে রুপো জেতেন নীরজ। এবার তিনি চোট সারানোর জন্য অস্ত্রোপচার করাতে পারেন। গত কয়েক মাস ধরে এই অ্যাথলিটকে ভুগিয়েছে কুঁচকির চোট। এই কারণেই হয়তো প্যারিস অলিম্পিক্সে জ্যাভলিন থ্রো ফাইনালে পাকিস্তানি প্রতিপক্ষের সঙ্গে টক্কর দিতে পারলেন না নীরজ। তাঁর ৬টি থ্রোয়ের মধ্যে ৫টিই ফাউল হয়। এই কারণে নিজের উপরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন নীরজ। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে পরবর্তী প্রতিযোগিতাগুলিতে লড়াই করতে চাইছেন।
কোচিং স্টাফে বদল আনতে চলেছেন নীরজ
প্যারিস অলিম্পিক্সের পরেই নীরজের কোচিং স্টাফে একাধিক বদল আসতে চলেছে। বায়োমেকানিকস বিশেষজ্ঞ ড. ক্লাউস বার্তোনিয়েৎজ আর সারা বছর নীরজের সঙ্গে কাজ করবেন না। তিনি এখন থেকে বছরে মাত্র ২ মাস নীরজের সঙ্গে কাজ করবেন। এই সিদ্ধান্ত কেন নেওয়া হল তা স্পষ্ট নয়। কারণ, অলিম্পিক্সে নীরজের সাফল্যের পিছনে বায়োমেকানিকস বিশেষজ্ঞর বিশেষ অবদান আছে। ২০১৯ থেকে টোকিও অলিম্পিক্স পর্যন্ত নীরজের সাপোর্ট স্টাফ হিসেবে বার্তোনিয়েৎজের সঙ্গে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার চুক্তি ছিল। পরে প্যারিস অলিম্পিক্স পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হয়। এবার নতুন চুক্তি হতে চলেছে। নীরজের কোচিং স্টাফে আরও বদল হতে চলেছে বলে জানা গিয়েছে।
কবে আবার ট্র্যাকে দেখা যাবে নীরজকে?
প্যারিস অলিম্পিক্সের পর নীরজ আবার কোন প্রতিযোগিতায় যোগ দেবেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। অস্ত্রোপচার করালে এই অ্যাথলিটের ট্র্যাকে ফিরতে দেরি হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
অলিম্পিক্সে রেকর্ড গড়ে সোনা জয় পাকিস্তানের আর্শাদ নাদিমের, রুপো নীরজ চোপড়ার
প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে জাতীয় পতাকা বহনের সম্মান মনু-শ্রীজেশের