Olympics 2024: স্বপ্ন দেখাচ্ছেন সাত্ত্বিক-চিরাগ জুটি, ব্যাডমিন্টনে বড় সাফল্য ভারতের

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে ব্যাডমিন্টনের শুরুটা ভালোই হল ভারতের। জয় পেলেন ভারতীয় ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) এবং চিরাগ শেট্টি (Chirag Shetty)।

Subhankar Das | Published : Jul 27, 2024 4:35 PM IST

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে ব্যাডমিন্টনের শুরুটা ভালোই হল ভারতের। জয় পেলেন ভারতীয় ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) এবং চিরাগ শেট্টি (Chirag Shetty)।

বলা যেতেই পারে, তাদের র‌্যাকেটে পদক জয়ের স্বপ্ন দেখছে ভারত (India)। মেগা ইভেন্টের প্রথম রাউন্ডে নিরাশ করলেন না ভারতের এই ব্যাডমিন্টন জুটি। প্রথম রাউন্ডে স্ট্রেট গেমে, ২১-১৭ এবং ২১-১৪ সেটে জিতলেন তারা দুজন। ফরাসি প্রতিপক্ষকে হারিয়ে একধাপ এগিয়ে গেল ভারতীয় এই জুটি।

Latest Videos

ফ্রান্সের করভি লুকাস এবং লাবার রোনান জুটির বিরুদ্ধে দুরন্ত লড়াই দিলেন সাত্ত্বিকরা। শুরু থেকেই একেবারে টানটান ম্যাচ চলছিল। তবে হ্যাঁ, নিজেদের প্রথম অলিম্পিক্স হওয়ায় বেশকিছুটা চাপেই ছিলেন তারা। কিন্তু নিজেদের প্রমাণ করলেন বড় মঞ্চেই।

চিরাগ মূলত নেটে এবং সাত্ত্বিক বেসলাইনে খেলছিলেন। কার্যত, লম্বা র‌্যালি খেলতে শুরু করে দেন তারা। ফলে, রীতিমতো চাপে পড়ে যায় ফরাসি ব্রিগেড। একের পর এক ভুল করতে শুরু করেন তারা। মাত্র ২৩ মিনিটের লড়াইতে, ২১-১৭ পয়েন্টে প্রথম গেম জিতে নেন সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি।

অপরদিকে দ্বিতীয় গেমেও আধিপত্য দেখান তারা। যতই সময় এগোয়, ততই যেন দাপট দেখাতে শুরু করে ভারতীয় এই জুটি। নিজেদের ঝুলিতে দ্রুত পয়েন্ট তুলতে শুরু করে দেন তারা। একটা সময় তো ১৬-১০ পয়েন্টে এগিয়েও যান তারা। তবে হাল ছাড়েননি ফরাসিরা। তারাও ফিরে আসার চেষ্টা করেন। কিন্তু সেই লড়াই কাজে আসেনি। কারণ, ভারতীয় জুটির বিরুদ্ধে তাদের কার্যত অসহায় দেখাচ্ছিল।

ফলে, দ্বিতীয় গেমেও জয় পায় টিম ইন্ডিয়া। শেষপর্যন্ত, ২১-১৪ পয়েন্টে জিতে পরের রাউন্ডে পৌঁছে গেলেন সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'বারবার কেন হিন্দুদের উপর আক্রমণ?' জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে গর্জে উঠে যা বললেন শুভেন্দু
Suvendu Adhikari Live: মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচার শুভেন্দুর, দেখুন সরাসরি
মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে নির্বাচনী প্রচার সুকান্তর, পায়ে হেঁটে করলেন জন-সংযোগ | Sukanta M
জাদু দেখলেন Tamannaah! #bollywood #shorts #shortsyoutube #shortsviral #viralshorts #shortsfeed
Suvendu Adhikari : মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচারে শুভেন্দু অধিকারী, সারলেন জনসংযোগ