Olympics 2024: স্বপ্ন দেখাচ্ছেন সাত্ত্বিক-চিরাগ জুটি, ব্যাডমিন্টনে বড় সাফল্য ভারতের

Published : Jul 27, 2024, 10:05 PM IST
paris olympics 2024

সংক্ষিপ্ত

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে ব্যাডমিন্টনের শুরুটা ভালোই হল ভারতের। জয় পেলেন ভারতীয় ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) এবং চিরাগ শেট্টি (Chirag Shetty)।

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে ব্যাডমিন্টনের শুরুটা ভালোই হল ভারতের। জয় পেলেন ভারতীয় ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি (Satwiksairaj Rankireddy) এবং চিরাগ শেট্টি (Chirag Shetty)।

বলা যেতেই পারে, তাদের র‌্যাকেটে পদক জয়ের স্বপ্ন দেখছে ভারত (India)। মেগা ইভেন্টের প্রথম রাউন্ডে নিরাশ করলেন না ভারতের এই ব্যাডমিন্টন জুটি। প্রথম রাউন্ডে স্ট্রেট গেমে, ২১-১৭ এবং ২১-১৪ সেটে জিতলেন তারা দুজন। ফরাসি প্রতিপক্ষকে হারিয়ে একধাপ এগিয়ে গেল ভারতীয় এই জুটি।

ফ্রান্সের করভি লুকাস এবং লাবার রোনান জুটির বিরুদ্ধে দুরন্ত লড়াই দিলেন সাত্ত্বিকরা। শুরু থেকেই একেবারে টানটান ম্যাচ চলছিল। তবে হ্যাঁ, নিজেদের প্রথম অলিম্পিক্স হওয়ায় বেশকিছুটা চাপেই ছিলেন তারা। কিন্তু নিজেদের প্রমাণ করলেন বড় মঞ্চেই।

চিরাগ মূলত নেটে এবং সাত্ত্বিক বেসলাইনে খেলছিলেন। কার্যত, লম্বা র‌্যালি খেলতে শুরু করে দেন তারা। ফলে, রীতিমতো চাপে পড়ে যায় ফরাসি ব্রিগেড। একের পর এক ভুল করতে শুরু করেন তারা। মাত্র ২৩ মিনিটের লড়াইতে, ২১-১৭ পয়েন্টে প্রথম গেম জিতে নেন সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি।

অপরদিকে দ্বিতীয় গেমেও আধিপত্য দেখান তারা। যতই সময় এগোয়, ততই যেন দাপট দেখাতে শুরু করে ভারতীয় এই জুটি। নিজেদের ঝুলিতে দ্রুত পয়েন্ট তুলতে শুরু করে দেন তারা। একটা সময় তো ১৬-১০ পয়েন্টে এগিয়েও যান তারা। তবে হাল ছাড়েননি ফরাসিরা। তারাও ফিরে আসার চেষ্টা করেন। কিন্তু সেই লড়াই কাজে আসেনি। কারণ, ভারতীয় জুটির বিরুদ্ধে তাদের কার্যত অসহায় দেখাচ্ছিল।

ফলে, দ্বিতীয় গেমেও জয় পায় টিম ইন্ডিয়া। শেষপর্যন্ত, ২১-১৪ পয়েন্টে জিতে পরের রাউন্ডে পৌঁছে গেলেন সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Messi in Delhi: ভারতীয় দলের জার্সি এবং টি-২০ ক্রিকেট বিশ্বকাপের টিকিট উপহার মেসিকে, দিল্লীতে মেসি ম্যাজিক
India vs South Africa 3rd T20: রান তাড়া করায় 'কিং' কোহলিকে চ্যালেঞ্জ তিলক ভার্মার! গড়লেন মেগা রেকর্ড?