Paris Olympics 2024: ফের ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদস্য নির্বাচিত নীতা আম্বানি

শুক্রবার প্যারিস অলিম্পিক্সের উদ্বোধন। সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের নজর এখন প্যারিসে। আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই অলিম্পিক্সের কয়েকটি ইভেন্ট শুরু হয়েছে।

প্যারিস অলিম্পিক্স শুরু হওয়ার ঠিক আগে ফের ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদস্য নির্বাচিত হলেন নীতা আম্বানি। বুধবার প্যারিসে আইওসি-র ১৪২-তম সম্মেলনে নীতাকে ফের সদস্যপদ দেওয়া হল। তিনি সর্বসম্মতিক্রমে ফের আইওসি-র সদস্য নির্বাচিত হলেন। রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সমাজসেবী নীতা ক্রিকেট, ফুটবল-সহ বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত। এই কারণেই তিনি আইওসি-র সদস্য নির্বাচিত হয়েছেন। ফের আইওসি-র সদস্য নির্বাচিত হওয়ার পর নীতা বলেছেন, ‘ফের ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। আমার উপর আস্থা ও ভরসা রাখার জন্য প্রেসিডেন্ট বাখ এবং আইওসি-তে আমার সব সহকর্মীকে ধন্যবাদ জানাই। ফের আইওসি-র সদস্য নির্বাচিত হওয়া শুধু ব্যক্তিগত মাইলফলক নয়। সারা বিশ্বে ক্রীড়াক্ষেত্রে ভারতের প্রভাব বৃদ্ধি পাওয়ার স্বীকৃতি। আমি সব ভারতীয়র সঙ্গে এই আনন্দ ও গর্বের মুহূর্ত ভাগ করে নিচ্ছি। ভারত ও সারা বিশ্বে অলিম্পিক আন্দোলনকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে কাজ চালিয়ে যাব।’

অনন্য নজির নীতার

Latest Videos

২০১৬ সালে রিও অলিম্পিক্সে প্রথমবার আইওসি-র সদস্য নির্বাচিত হন নীতা। তিনিই প্রথম ভারতীয় মহিলা হিসেবে এই সম্মান পান। আইওসি-র সদস্য হিসেবে ভারতে ক্রীড়াক্ষেত্রে উন্নতির লক্ষ্যে কাজ করে চলেছেন নীতা। তিনি ভারতীয় ক্রীড়াবিদদেরও সাহায্য করে চলেছেন। ২০২৩ সালের অক্টোবরে মুম্বইয়ে আইওসি সম্মেলন হয়। ৪০ বছরেরও বেশি সময় পরে মুম্বইয়ে আইওসি সম্মেলন হয়। এই সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ২০৩৬ সালে আমেদাবাদে অলিম্পিক্স আয়োজনের দাবি জানিয়েছেন।

প্যারিস অলিম্পিক্সে 'ইন্ডিয়া হাউস'

এবারের অলিম্পিক্সে প্রথমবার 'ইন্ডিয়া হাউস' তৈরি করা হয়েছে। ভারতীয় অ্যাথলিটরা সেখানে থাকতে পারবেন, জয় উদযাপন করতে পারবেন, সারা বিশ্বের সঙ্গে ভারতের অলিম্পিক যাত্রা ভাগ করে নিতে পারবেন। বিশ্ব ক্রীড়াক্ষেত্রে ভারতের উন্নতি হচ্ছে। এসব তারই প্রমাণ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Abhinav Bindra: অলিম্পিক অর্ডার অ্যাওয়ার্ড, অভিনব বিন্দ্রাকে সম্মান আইওসি-র

PR Sreejesh: হকি কিট কেনার জন্য গরু বিক্রি করেছিলেন বাবা, অবসর ঘোষণার মুহূর্তে আবেগপ্রবণ শ্রীজেশ

Paris Olympics 2024: অলিম্পিক্সের জন্য আইওএ-কে ৮.৫ কোটি টাকা সাহায্য বিসিসিআই-এর

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia