Paris Olympics 2024: ফের ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদস্য নির্বাচিত নীতা আম্বানি

Published : Jul 24, 2024, 09:15 PM ISTUpdated : Jul 24, 2024, 09:53 PM IST
Nita Ambani

সংক্ষিপ্ত

শুক্রবার প্যারিস অলিম্পিক্সের উদ্বোধন। সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের নজর এখন প্যারিসে। আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই অলিম্পিক্সের কয়েকটি ইভেন্ট শুরু হয়েছে।

প্যারিস অলিম্পিক্স শুরু হওয়ার ঠিক আগে ফের ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদস্য নির্বাচিত হলেন নীতা আম্বানি। বুধবার প্যারিসে আইওসি-র ১৪২-তম সম্মেলনে নীতাকে ফের সদস্যপদ দেওয়া হল। তিনি সর্বসম্মতিক্রমে ফের আইওসি-র সদস্য নির্বাচিত হলেন। রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সমাজসেবী নীতা ক্রিকেট, ফুটবল-সহ বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত। এই কারণেই তিনি আইওসি-র সদস্য নির্বাচিত হয়েছেন। ফের আইওসি-র সদস্য নির্বাচিত হওয়ার পর নীতা বলেছেন, ‘ফের ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। আমার উপর আস্থা ও ভরসা রাখার জন্য প্রেসিডেন্ট বাখ এবং আইওসি-তে আমার সব সহকর্মীকে ধন্যবাদ জানাই। ফের আইওসি-র সদস্য নির্বাচিত হওয়া শুধু ব্যক্তিগত মাইলফলক নয়। সারা বিশ্বে ক্রীড়াক্ষেত্রে ভারতের প্রভাব বৃদ্ধি পাওয়ার স্বীকৃতি। আমি সব ভারতীয়র সঙ্গে এই আনন্দ ও গর্বের মুহূর্ত ভাগ করে নিচ্ছি। ভারত ও সারা বিশ্বে অলিম্পিক আন্দোলনকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে কাজ চালিয়ে যাব।’

অনন্য নজির নীতার

২০১৬ সালে রিও অলিম্পিক্সে প্রথমবার আইওসি-র সদস্য নির্বাচিত হন নীতা। তিনিই প্রথম ভারতীয় মহিলা হিসেবে এই সম্মান পান। আইওসি-র সদস্য হিসেবে ভারতে ক্রীড়াক্ষেত্রে উন্নতির লক্ষ্যে কাজ করে চলেছেন নীতা। তিনি ভারতীয় ক্রীড়াবিদদেরও সাহায্য করে চলেছেন। ২০২৩ সালের অক্টোবরে মুম্বইয়ে আইওসি সম্মেলন হয়। ৪০ বছরেরও বেশি সময় পরে মুম্বইয়ে আইওসি সম্মেলন হয়। এই সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ২০৩৬ সালে আমেদাবাদে অলিম্পিক্স আয়োজনের দাবি জানিয়েছেন।

প্যারিস অলিম্পিক্সে 'ইন্ডিয়া হাউস'

এবারের অলিম্পিক্সে প্রথমবার 'ইন্ডিয়া হাউস' তৈরি করা হয়েছে। ভারতীয় অ্যাথলিটরা সেখানে থাকতে পারবেন, জয় উদযাপন করতে পারবেন, সারা বিশ্বের সঙ্গে ভারতের অলিম্পিক যাত্রা ভাগ করে নিতে পারবেন। বিশ্ব ক্রীড়াক্ষেত্রে ভারতের উন্নতি হচ্ছে। এসব তারই প্রমাণ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Abhinav Bindra: অলিম্পিক অর্ডার অ্যাওয়ার্ড, অভিনব বিন্দ্রাকে সম্মান আইওসি-র

PR Sreejesh: হকি কিট কেনার জন্য গরু বিক্রি করেছিলেন বাবা, অবসর ঘোষণার মুহূর্তে আবেগপ্রবণ শ্রীজেশ

Paris Olympics 2024: অলিম্পিক্সের জন্য আইওএ-কে ৮.৫ কোটি টাকা সাহায্য বিসিসিআই-এর

PREV
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?