'জীবনের অন্যতম সেরা সম্মান,' অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা বহন করা নিয়ে রোমাঞ্চিত সিন্ধু

এবারের অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক হওয়ার সম্মান পেয়েছেন রিও, টোকিও অলিম্পিক্সে পদকজয়ী শাটলার পি ভি সিন্ধু। তিনি এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত।

Soumya Gangully | Published : Jul 26, 2024 3:33 PM IST / Updated: Jul 26 2024, 10:43 PM IST

এবারের অলিম্পিক্সে ভারতের পতাকা বাহক হওয়ার সম্মান পেয়েছেন পি ভি সিন্ধু। এই সম্মান পেয়ে রোমাঞ্চিত ও উচ্ছ্বসিত সিন্ধু। তিনি শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন। এই শাটলার লিখেছেন, ‘প্যারিস ২০২৪, পতাকা বাহক। আমার জীবনের অন্যতম সেরা সম্মান। লক্ষ লক্ষ মানুষের সামনে আমাদের দেশের পতাকা তুলে ধতে পারছি।’ সিন্ধুর পাশাপাশি প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা বহন করার সম্মান পাচ্ছেন অভিজ্ঞ টেবল টেনিস খেলোয়াড় অচিন্ত্য শরৎ কমল। তিনিও সিন্ধুর মতোই এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত। সিন্ধু অলিম্পিক্সে টানা তৃতীয়বার পদক জয়ের লক্ষ্যে। শরৎ কমল এখনও পর্যন্ত অলিম্পিক্সে পদক জিততে পারেননি। এটাই হয়তো তাঁর কেরিয়ারের শেষ অলিম্পিক্স। প্যারিসে পদক জিতেই দেশে ফিরতে চান শরৎ কমল। তিনি জানিয়েছেন, অলিম্পিক্স পতাকা বাহক হিসেবে তাঁর নাম ঘোষণার পর থেকে গত ২-৪ মাসে এই মুহূর্তের কথা মনে মনে ভেবেছেন। এই সুযোগ পেয়ে তিনি উচ্ছ্বসিত।

প্যারিস অলিম্পিক্সে জোড়া পতাকা বাহক

Latest Videos

টোকিও অলিম্পিক্স পর্যন্ত নিয়ম ছিল, উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানে সব দেশের একজন করে অ্যাথলিট জাতীয় পতাকা বহন করবেন। তবে এবার এই নিয়মে বদল আনা হয়েছে। এবার অলিম্পিক্সে যোগ দেওয়া সব দেশের একজন করে পুরুষ ও মহিলা অ্যাথলিট জাতীয় পতাকা বহন করবেন। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার রাত ১১টায় শুরু হবে প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান। প্যারিসের বিশ্ববিখ্যাত সিন নদীর বুকে অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান হবে। অলিম্পিক্সের ইতিহাসে প্রথমবার স্টেডিয়ামের বাইরে খোলা জায়গায় উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে। সব দেশের অ্যাথলিটরা নৌকায় চড়ে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

 

 

তৃতীয়বার অলিম্পিক্সে সিন্ধু

রিও অলিম্পিক্সে ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে রুপো জয়ের পর টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতেন সিন্ধু। প্যারিসে তৃতীয়বার অলিম্পিক্সে যোগ দিয়েছেন এই শাটলার। টানা তৃতীয়বার পদক জেতাই সিন্ধুর লক্ষ্য।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Paris Olympics: প্যারিস অলিম্পিক্স শুরুর আগেই ফ্রান্সের হাই-স্পিড রেলে নাশকতা, ভেঙে পড়েছে পরিষেবা

পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত খাবার, অলিম্পিক্স গেমস ভিলেজে ডাল-রুটিই ভরসা অমিত পাংহালের

অলিম্পিক্স উদ্বোধনের আগেই বিতর্ক, ডোপিংয়ের দায়ে নির্বাসিত রোমানিয়ার অ্যাথলিট

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

চাঞ্চল্যকর তথ্য! ৪০ হাজার টাকা ধার নিয়েছিল...ধৃত রাহুলের বিস্ফোরক মন্তব্য! Today Krishnanagar News
চোখের সামনে গঙ্গায় চলিয়ে যাচ্ছে একাধিক বাড়ি, ঘুম উড়েছে মালদার মানিকচকের বাসিন্দাদের | Ganga Erosion
৮ কোটি টাকার কাজেও এত ক্ষোভ! বাঁধ পরিদর্শনে এসে মহিলাদের বিক্ষোভের তোপে জেরবার উন্নয়ন মন্ত্রী! দেখুন
অভয়া কাণ্ডের প্রতিবাদে অনশনের পাশাপাশি এবার শুরু হলো গণস্বাক্ষর কর্মসূচি! | RG Kar Protest
সুবর্ণ গোস্বামীর বিরুদ্ধে নোংরা অভিযোগ দেবাংশুর, পাল্টা যা বললেন চিকিৎসক । Subarna Goswami