পতাকা হাতে সিন্ধু, শরৎ কমল, প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে চমক

শুক্রবার রাতে প্যারিস অলিম্পিক্সের উদ্বোধন হয়ে গেল। অলিম্পিক্সের ইতিহাসে প্রথমবার স্টেডিয়ামের বাইরে কোনও নদীর উপর উদ্বোধনী অনুষ্ঠান হল।

প্যারিসের বিশ্ববিখ্যাত সিন নদী থেকে স্তাদ ডে ফ্রান্স, অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে মাতোয়ারা হয়ে উঠল ফ্রান্সের রাজধানী শহর। অলিম্পিক্সের ইতিহাসে প্রথমবার নদীর বুকে উদ্বোধনী অনুষ্ঠান দেখা গেল। স্থানীয় সময় অনুযায়ী সকাল ১১টায় শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। স্তাদ ডে ফ্রান্স থেকে অলিম্পিক মশাল নিয়ে আসেন কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। আইফেল টাওয়ারের সামনে সিন নদীর পাশ দিয়ে অস্টারলিৎজ ব্রিজ থেকে ট্রোসাডেরো পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তায় অলিম্পিক মশাল নিয়ে আসা হয়। এরপর শুরু হয় এক এক করে বিভিন্ন দেশের অ্যাথলিটদের আগমন। প্রথম দেশ হিসেবে গ্রিসের অ্যাথলিটরা নৌকায় চড়ে দর্শকদের অভিবাদন গ্রহণ করেন।

ভারতের পতাকা বাহক সিন্ধু, শরৎ কমল

Latest Videos

প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকা বহন করলেন পি ভি সিন্ধু ও অচিন্ত্য শরৎ কমল। এবারের অলিম্পিক্সে ভারতের ১১৭ জন অ্যাথলিট যোগ দিচ্ছেন। তবে উদ্বোধনী অনুষ্ঠানে সব অ্যাথলিট ছিলেন না। ৭৮ জন অ্যাথলিট ও সাপোর্ট স্টাফের সদস্যরা নৌকায় ছিলেন। তাঁরাই প্যারিসে ভারতের প্রতিনিধিত্ব করলেন। উদ্বোধনী অনুষ্ঠানের সময় বৃষ্টি হচ্ছিল। তবে তাতে অ্যাথলিট ও দর্শকদের উৎসাহে বিন্দুমাত্র ঘাটতি দেখা যায়নি।

চমকপ্রদ উদ্বোধনী অনুষ্ঠান

প্যারিস অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাডমিন্টন, টেনিস খেলোয়াড়রা ছিলেন। লক্ষ্য সেন, সুমিত নাগালদের নৌকায় দেখা গেল। কিংবদন্তি প্রকাশ পাড়ুকোন এবারের অলিম্পিক্সে ভারতের ব্যাডমিন্টন দলকে সাহায্য করছেন। তিনিও অ্যাথলিটদের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন। অতীতে সব অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা হাতে স্টেডিয়ামে হেঁটে যান অ্যাথলিটরা। এবারই প্রথম নৌকায় দেখা গেল অ্যাথলিটদের। প্যারিসে অসাধারণ সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখা গেল। বিশ্ববিখ্যাত শিল্পী লেডি গাগা প্যারিসের দর্শকদের মাতিয়ে দিলেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'জীবনের অন্যতম সেরা সম্মান,' অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা বহন করা নিয়ে রোমাঞ্চিত সিন্ধু

Paris Olympics: প্যারিস অলিম্পিক্স শুরুর আগেই ফ্রান্সের হাই-স্পিড রেলে নাশকতা, ভেঙে পড়েছে পরিষেবা

অলিম্পিক্স উদ্বোধনের আগেই বিতর্ক, ডোপিংয়ের দায়ে নির্বাসিত রোমানিয়ার অ্যাথলিট

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts