চোট ভোগাচ্ছে, প্যারিস অলিম্পিক্সে সিঙ্গলসে না খেলার ভাবনা রাফায়েল নাদালের

Published : Jul 28, 2024, 12:59 PM ISTUpdated : Jul 28, 2024, 01:28 PM IST
Rafael Nadal

সংক্ষিপ্ত

কেরিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছেন স্পেনের কিংবদন্তি টেনিস তারকা রাফায়েল নাদাল। এবারই শেষ অলিম্পিক্সে খেলছেন এই তারকা। চলতি মরসুমের পরেই পেশাদার টেনিস থেকে অবসর নিতে পারেন নাদাল।

প্যারিস অলিম্পিক্সে সিঙ্গলসে না-ও খেলতে পারেন স্পেনের কিংবদন্তি টেনিস তারকা রাফায়েল নাদাল। চোটের কারণে তিনি এই সিদ্ধান্ত নিতে পারেন। বর্তমানে পুরুষদের টেনিসের নতুন তারকা কার্লোস আলকারাজের সঙ্গে অলিম্পিক্সে ডাবলসে খেলছেন নাদাল। তাঁরা প্রথম ম্যাচে জয় পেয়েছেন। এরপরেই নাদাল জানিয়েছেন, ‘কাল কী হবে আমি জানি না। আমি খেলব কি না জানি না। দলের পক্ষে যা সবচেয়ে ভালো হবে, সেই সিদ্ধান্তই নেব। স্প্যানিশ দলের পদক জেতার সম্ভাবনা বজায় রাখার জন্য যেটা সবচেয়ে ভালো মনে হবে, সেটাই করব। পদক জেতার জন্য আমরা সবরকমভাবে চেষ্টা করছি। কখনও বেশি চেষ্টা করলে সবচেয়ে ভালো ফল হয়, আবার কখনও বেশি চেষ্টা করলে ফল ভালো হয় না। তবে আমি এটা বলছি না যে আমি একেবারেই খেলব না।’

শেষ অলিম্পিক্স নাদালের

প্যারিস অলিম্পিক্সের পর আর কখনও 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'-এ নাদালকে দেখা যাবে না। এবারই শেষ অলিম্পিক্সে খেলছেন এই তারকা। ফলে এবারের অলিম্পিক্স নাদালের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাবলসের প্রথম ম্যাচে আলকারাজকে সঙ্গে নিয়ে ষষ্ঠ বাছাই জুটি আর্জেন্টিনার ম্যাক্সিমো গঞ্জালেজ ও আন্দ্রেস মলটেনির বিরুদ্ধে জয় পেয়েছেন নাদাল। তাঁদের পক্ষে ম্যাচের ফল ৭-৬ (৪), ৬-৪। সিঙ্গলসে রবিবার প্রথম ম্যাচ খেলার কথা নাদালের। এই ম্যাচে তাঁর প্রতিপক্ষ হাঙ্গেরির মার্টন ফাসসোভিচস। তবে নাদাল এই ম্যাচে খেলবেন কি না স্পষ্ট নয়।

অলিম্পিক্সের পরেই অবসর নাদালের?

সম্প্রতি বাস্টাড ওপেন ফাইনালে হারের পর নাদাল ইঙ্গিত দেন, কিছুদিনের মধ্যেই পেশাদার টেনিস থেকে অবসর নিচ্ছেন। তবে এখন এই তারকা বলছেন, 'আমি বলিনি অলিম্পিক্সের পরেই অবসর নেব। আমি জানি না কবে অবসর নেব। এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নিইনি।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Rafael Nadal: শেষ হচ্ছে বর্ণময় কেরিয়ার, পেশাদার টেনিস থেকে অবসরের ইঙ্গিত রাফায়েল নাদালের

খেলছেন না ফ্রেঞ্চ ওপেনে, ২০২৪ সালেই অবসর নিতে পারেন রাফায়েল নাদাল

অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন রাফায়েল নাদাল

PREV
click me!

Recommended Stories

সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ ২০২৫: করাচি সিটির বিরুদ্ধে জয়, দেশের মান রাখল ইস্টবেঙ্গল
টি-২০ বিশ্বকাপে খেলতে চান, ভবিষ্যতে ভারতের অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখছেন যশস্বী