লড়াই শুরু সিন্ধুর, প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিন ভারতীয়দের সূচি দেখে নিন

Published : Jul 28, 2024, 02:11 AM ISTUpdated : Jul 28, 2024, 02:20 AM IST
PV Sindhu qualify for the Semi final of Badminton Women s singles in Commonwealth Games 2022 spb

সংক্ষিপ্ত

প্যারিস অলিম্পিক্সের প্রথম দিন ভারতীয়দের মিশ্র ফল হল। দ্বিতীয় দিন আরও ভালো ফলের লক্ষ্যে ভারতীয় অ্যাথলিটরা। এখনও পর্যন্ত পদক জিততে পারেনি ভারত। দ্বিতীয় দিন পদক নিশ্চিত করাই ভারতীয়দের লক্ষ্য।

শনিবার প্যারিস অলিম্পিক্সের প্রথম দিন ভারতের কোনও অ্যাথলিট পদক জিততে না পারলেও, একাধিক ইভেন্টে পদকের আশা তৈরি হয়েছে। রবিবার দ্বিতীয় দিন পদক নিশ্চিত করাই ভারতীয় অ্যাথলিটদের লক্ষ্য। রবিবার লডা়ই শুরু করছেন পি ভি সিন্ধু, অচিন্ত্য শরৎ কমল, নিখাত জারিন, মানিকা বাত্রা, এইচ এস প্রণয়। শনিবার ভারতের শ্যুটাররা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। তবে রবিবার ফের সুযোগ পাচ্ছেন শ্যুটাররা। তাঁরা দেশকে পদক জেতানোর চেষ্টা করবেন। রবিবার তিরন্দাজিতেও পদক আসতে পারে। ফলে প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিন ভারতীয়দের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। পদকের আশায় সারা দেশ।

ভালো শুরুর লক্ষ্যে সিন্ধু

রবিবার ভারতীয় সময় অনুযায়ী বেলা ১২টায় ১০ মিটার এয়ার রাইফেলে মহিলাদের কোয়ালিফিকেশনে লড়াই করবেন ইলাভেনিল ভ্যালারিভ্যান ও রমিতা জিন্দল। দুপুর ১টা বেজে ৬ মিনিটে রোয়িংয়ে পুরুষদের সিঙ্গল স্কালস রিপেচেজে লড়াই করবেন বলরাজ পানওয়ার। দুপুর ১২টা বেজে ৫০ মিনিটের পর ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে মালদ্বীপের ফতিমাথ নাবাহা আবদুল রজ্জাকের বিরুদ্ধে সিন্ধুর লড়াই শুরু হবে। দুপুর ২টো বেজে ১৫ মিনিটে টেবল টেনিসে মহিলাদের সিঙ্গলসে সুইডেনের ক্রিস্টিনা কালবার্গের বিরুদ্ধে শ্রীজা আকুলার লড়াই শুরু হবে। একই সময়ে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের কোয়ালিফিকেশনে লড়াই করবেন সন্দীপ সিং ও অর্জুন বাবুতা।

সোনার লক্ষ্যে মনু ভাকের

রবিবার বিকেল তিনটেয় টেবল টেনিসে পুরুষদের সিঙ্গলসে স্লোভেনিয়ার ডেনি কোজুলের বিরুদ্ধে শরৎ কমলের লড়াই শুরু হবে। বিকেল তিনটে বেজে ১৩ মিনিটে পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক হিটে শ্রীহরি নটরাজের লড়াই শুরু হবে। সাড়ে তিনটেয় মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল হিটে লড়াই করবেন ধীনিধি দেশিংঘু। বিকেল সাড়ে তিনটেয় মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনাল শুরু হবে। সোনা জয়ের লক্ষ্যে মনু ভাকের। বিকেল তিনটে বেজে ৫০ মিনিটে মহিলাদের ৫০ কেজি বক্সিংয়ে জার্মানির ম্যাক্সি ক্যারিনা ক্লোয়েৎজারের বিরুদ্ধে নিখাত জারিনের লড়াই শুরু হবে। বিকেল সাড়ে চারটেয় মহিলাদের টেবল টেনিসের সিঙ্গলসে গ্রেট ব্রিটেনের অ্যানা হার্সির বিরুদ্ধে মানিকার লড়াই শুরু হবে। পাঁচটা বেজে ৪৫ মিনিট তিরন্দাজিতে মহিলাদের দলগত বিভাগের কোয়ার্টার ফাইনাল শুরু হবে। ভারতীয় দলে আছেন দীপিকা কুমারী, ভজন কউর ও অঙ্কিতা ভকত। রাত আটটার পর ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে গ্রুপের ম্যাচে জার্মানির ফ্যাবিয়ান রথের মুখোমুখি হবেন প্রণয়। রাত ১১টা বেজে ৩০ মিনিটে টেবল টেনিসে ফ্রান্সের ফেলিক্স লেবরানের মুখোমুখি হবেন হরমিত দেশাই।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ভিয়েতনামের প্রতিপক্ষকে উড়িয়ে বক্সিংয়ের প্রি-কোয়ার্টার ফাইনালে প্রীতি পাওয়ার, পদকের আশা উজ্জ্বল

অল্পের জন্য প্রথম ৮ জনের মধ্যে থাকতে ব্যর্থ, হতাশ শ্যুটার সরবজ্যোত সিং

শ্যুটিংয়ে হতাশ করলেন রমিতা, ইলাভেনিলরা, ১০ মিটার এয়ার মিক্সড রাইফেলের ফাইনালে উঠতে ব্যর্থ ভারত

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: দ্বিতীয় টি-২০ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং ভারতের
আইপিএল ২০২৬: দলে রদবদল হচ্ছে, নিলামে কাদের নেওয়ার জন্য ঝাঁপাতে পারে কেকেআর?