সংক্ষিপ্ত
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অভিযানে সফল হতে পারলেন না স্পেনের তারকা রাফায়েল নাদাল। শুরুতেই বিদায় নিলেন তিনি।
অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন বিশ্বের এক নম্বর রাফায়েল নাদাল। বুধবার বিশ্বের ৬৫ নম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে হেরে গেলেন নাদাল। তাঁর বিপক্ষে ম্যাচের ফল ৪-৬, ৪-৬, ৫-৭। এদিন ম্যাচ চলাকালীন হঠাৎ চোট পান নাদাল। তিনি বসে পড়েন। সঙ্গে সঙ্গে ছুটে যান ট্রেনার। এরপর চিকিৎসার জন্য সময় চেয়ে নেন নাদাল। চিকিৎসার পর তিনি কোর্টে ফেরেন। সেই সময় দেখা যায় গ্যালারিতে বসে থাকা তাঁর স্ত্রী চোখের জল মুছছেন। চোট পাওয়ার পর খেলা চালিয়ে গেলেও ছন্দ খুঁজে পাননি নাদাল। সেই কারণেই তাঁকে বছরের প্রথম গ্র্যান্ডজ স্ল্যাম থেকে তাড়াতাড়ি বিদায় নিতে হল। ৩৫ বছরের এই তারকা ২৩ নম্বর গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে খেলতে নেমেছিলেন। কিন্তু তাঁর সেই লক্ষ্য সফল হল না। অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকেই নাদাল ছিটকে যাওয়ায় হতাশ তাঁর অনুরাগীরা।
এই হারের পর নাদাল বলেছেন, ‘২ দিন ধরে আমার কোমরে একটা সমস্যা হচ্ছে। অতীতেও আমাকে এর জন্য চিকিৎসা করাতে হয়েছে কিন্তু এরকম সমস্যা কোনওদিন হয়নি। পেশি, গাঁট না কার্টিলেজে চোট, সেটা পরীক্ষা করে দেখতে হবে। আমি গতবারের চ্যাম্পিয়ন। সেই কারণে চোট পেয়ে মাঝপথে ম্যাচ ছেড়ে চলে যেতে চাইনি।’
নাদাল আরও বলেছেন, ‘এভাবে হেরে যাওয়া আমার কাছে কঠিন মুহূর্ত। এটা আমার জন্য কঠিন দিন ছিল। আমি বলতে পারছি না যে আমি এই মুহূর্তে মানসিকভাবে বিধ্বস্ত না। কারণ, সেটা হলে মিথ্যা বলা হবে।’
এবারের অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে জ্যাক ড্র্য়াপারের বিরুদ্ধে জয় পেলেও, যথেষ্ট লড়াই করতে হয় নাদালকে। তিনি ৪ সেটের লড়াইয়ে জয় পান। সেই ম্যাচে পেশিতে টান ধরায় ভালোভাবে খেলতে পারছিলেন না ড্র্যাপার। তা সত্ত্বেও বেশ কয়েকটি আনফোর্সড এরর করেন নাদাল। অনেকেই আশা করেছিলেন, এই ভুল শুধরে নিয়ে দ্বিতীয় রাউন্ডে ভালো পারফরম্যান্স দেখাবেন নাদাল। কিন্তু তিনি একেবারেই ভালো খেলতে পারলেন না। কেরিয়ারের সবচেয়ে বড় জয় পেলেন ম্যাকডোনাল্ড।
নাদাল ছিটকে গেলেও, মহিলা সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন বিশ্বের এক নম্বর ইগা সিয়াটেক। দ্বিতীয় রাউন্ডে কলম্বিয়ার ক্য়ামিলা অসোরিওর বিরুদ্ধে সহজ জয় পেলেন সিয়াটেক। তাঁর পক্ষে ম্যাচের ফল ৬-২, ৬-৩। প্রথম রাউন্ডের মতোই দ্বিতীয় রাউন্ডেও বেশ ভালো পারফরম্যান্স দেখালেন মহিলা সিঙ্গলেস শীর্ষবাছাই।
আরও পড়ুন-
বাঞ্জি জাম্পিং, ট্রেকিং, রিভার র্যাফটিং, দেশের এই রাজ্যগুলিতে ছুটছেন পর্যটকরা
বিশ্বের সবচেয়ে বড় হকি স্টিক, রেকর্ড গড়লেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক
হকি বিশ্বকাপে পরপর ২ ম্যাচে ভালো পারফরম্যান্স, খুশি ভারতের কোচ গ্রাহাম রিড