Olympics 2024: ইতিহাস রচনা করে মনু বললেন, 'শুধু শেষপর্যন্ত লড়তে চেয়েছিলাম'

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে কার্যত ইতিহাস রচনা করে ফেলেছেন ভারতীয় তারকা শ্যুটার মনু ভাকের (Manu Bhaker)। মাত্র দুদিনের ব্যবাধানে পরপর পদক জয়।

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে কার্যত ইতিহাস রচনা করে ফেলেছেন ভারতীয় তারকা শ্যুটার মনু ভাকের (Manu Bhaker)। মাত্র দুদিনের ব্যবাধানে পরপর পদক জয়।

প্রসঙ্গত, ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে এর আগেই ব্রোঞ্জ পদক জেতেন তিনি। এটিই চলতি অলিম্পিক্সে ভারতের প্রথম মেডেল ছিল। আর এবার মিক্সড ইভেন্টে সরবজ্যোৎ সিংকে (Sarabjot Singh) সঙ্গী করে ফের জিতে নিলেন আরও একটি ব্রোঞ্জ পদক।

Latest Videos

বলা যেতে পারে, এই জুটির হাত ধরেই আবারও পদক এল ভারতের (India) ঝুলিতে। অলিম্পিক্সের আসরে ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন মনু ভাকের (Manu Bhaker) এবং সরবজ্যোৎ সিং (Sarabjot Singh) জুটি।

সবথেকে বড় বিষয়, টানা ১২৪ বছরের খরা কাটালেন তিনি। লিখলেন এক অনন্য ইতিহাস। কারণ, দেশ স্বাধীন হওয়ার পর একমাত্র ভারতীয় হিসেবে একই অলিম্পিক্স থেকে দুটি পদক জেতার রেকর্ড গড়লেন মনু ভাকের। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ একটি বিষয়।

মঙ্গলবার, দক্ষিণ কোরিয়াকে মনু-সরবজ্যোৎ জুটি হারিয়ে দেন ১৬-১০ ব্যবধানে। পিছিয়ে পড়েও লড়াই জয় হাসিল করেন তারা। ম্যাচ শেষে মনু জানালেন, “আমি সবাইকে কৃতজ্ঞতা জানাতে চাই। ভারতীয় হিসেবে একই অলিম্পিক্স থেকে দ্বিতীয় পদক জিততে পেরে সত্যিই আমি গর্বিত। আপনাদের সকলের আশীর্বাদ ছাড়া এই প্রাপ্তি সম্ভব ছিল না।”

তিনি আরও যোগ করেন, “প্যারিসে আসার আগেই আমি এবং সরবজ্যোৎ ঠিক করেছিলাম, ইভেন্টের দিন নিজেদের সেরাটা উজাড় করে দেব। যাই হয়ে যাক না কেন, শেষপর্যন্ত আমরা লড়ে যাব।”

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

পুরোহিতের বিস্ফোরক অভিযোগ! ফের বিতর্কে শ্যামসুন্দরী কালী মন্দির! দেখুন | Maa Shyama Sundari Mandir
ষড়যন্ত্রের জন্ম বাংলাদেশেই! বিরাট সাজা দিল রানাঘাট আদালত, দেখুন | Ranaghat News | Bangladesh News
'খুন হওয়া তৃণমূল কাউন্সিলার দুলাল সরকারের নামে অগাধ সম্পত্তি' বিস্ফোরক তথ্য দিলেন Sukanta Majumdar
PM Modi Live : দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, দেখুন সরাসরি
৩০ দিন ঘরে নিখোঁজ ছেলে! জীবিত অবস্থায় ফিরিয়ে দাও...না হলে' কাতর আর্তি বাবার |North 24 Parganas News