Olympics 2024: অলিম্পিক্সের মঞ্চে ফের সোনা জিতলেন বাইলস, গলায় তাঁর বিশেষ হীরের লকেট

সিমোন বাইলসের (Simone Biles) দখলে আরও একটি সোনার পদক। অলিম্পিক্সের মঞ্চে সোনা জিতেছেন সিমোন বাইলস। আর সেই পদকের সঙ্গেই এবার তাঁর গলায় ৫৪৬টি হীরের তৈরি লকেট।

সিমোন বাইলসের (Simone Biles) দখলে আরও একটি সোনার পদক। অলিম্পিক্সের মঞ্চে সোনা জিতেছেন সিমোন বাইলস। আর সেই পদকের সঙ্গেই এবার তাঁর গলায় ৫৪৬টি হীরের তৈরি লকেট।

চলতি প্যারিস অলিম্পিক্সে বাইলস যেন বারবার বুঝিয়ে দিচ্ছেন যে, জিমন্যাস্টিক্সের দুনিয়ায় তিনিই অন্যতম একজন সেরা। আর বৃহস্পতিবার, সেইদিকে আরও অনেকটাই এগিয়ে গেলেন বাইলস।

Latest Videos

তাই সোনা জিতে নিজেই গলায় পরে নিলেন একটি নেকলেস। কিন্তু তাতে রয়েছে একটি ছাগলের রূপাকৃতী লকেটও। অর্থাৎ, বুঝিয়ে দিলেন তিনিই জিওএটি। ‘গোট’, মানে সর্বকালের সেরা।

আর সোনা জয়ের পর বাইলস জানালেন, “আমি ঠিকই করে রেখেছিলাম যে, সবকিছু ভালো হলে আমি এই গোট নেকলেসটা পরব। আমি জানি যে, এটা নিয়ে চর্চা হবে। কিন্তু এটাতো চর্চা হওয়ার মতোই একটা বিষয়। এখন বিশ্বের সেরা অ্যাথলিট বলা হচ্ছে আমাকে। কিন্তু আমি নিজেকে টেক্সাসের সেই বাইলস হিসেবেই মনে করি। যে ফ্লিপ করতে ভীষণ ভালোবাসে।”

প্রসঙ্গত, সেই ৮ বছর আগে রিও অলিম্পিক্সে চারটি সোনা জেতেন বাইলস। সেইসময় তাঁর বয়স ছিল মাত্র ১৯ বছর। দলের সবচেয়ে কনিষ্ঠ প্রতিযোগী হিসেবে পদক জেতেন তিনি। টোকিওতে যদিও মানসিক সমস্যায় ভুগছিলেন বাইলস। কিন্তু তারপরেও একটি রুপো এবং দু'টি ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি। আর এবারের অলিম্পিক্সে দলগত বিভাগে সোনা জয়ের পর বৃহস্পতিবার, ব্যক্তিগত ইভেন্টেও সোনা জিতলেন তিনি।

বাইলস আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে মেয়েদের অলরাউন্ড মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে ছিল চারটি রাউন্ড। সেগুলি হল ভল্ট, আনইভেন বারস, ব্যালান্স বিম এবং ফ্লোর এক্সারসাইজ। ভল্ট বিভাগে মোট ১৫.৭৬৬ পয়েন্ট স্কোর করেন। আনইভেনে বারসে বাইলসের সংগ্রহে ১৩.৭৩৩। অন্যদিকে, ব্যালান্স বিমে ১৪.৪৬৬ স্কোর করেন বাইলস। মোট তিনটি রাউন্ড শেষে, শীর্ষে থেকে শেষ করেন তিনি। তারপর শেষপর্যন্ত ফ্লোর এক্সারসাইজের পর সোনা নিশ্চিত করেন বাইলস।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

রেলের উন্নয়নের নামে রাতের আঁধারে ধ্বংস হকারদের রুটিরুজি! Sheoraphuli-তে হাহাকার! | Hooghly News
ফের ভয়াবহ অগ্নিকান্ড (Kolkata Fire) কলকাতায়, পুড়ে ছাই গড়িয়া ষ্টেশন সংলগ্ন ৬টি দোকান
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র
প্রেমিক আসল শয়তান! মাঝরাতে ঘটল 'জঘন্য' ঘটনা, হতবাক সকলে! | Ashoknagar News Today