
প্যারিস অলিম্পিক্সের মঞ্চে, হকিতে দ্বিতীয় জয় পেল ভারত। নিজেদের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারাল তারা।
দুটি গোলই করেন অধিনায়ক হরমনপ্রীত সিং (Harmanpreet Singh)। মঙ্গলবার, আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয়ের সুবাদে কোয়ার্টার ফাইনালের দিকে আরও একধাপ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
প্রসঙ্গত, আয়ারল্যান্ডের বিরুদ্ধে অনেকটা এগিয়ে থেকেই খেলতে নামে ভারত। ফলে, এই ম্যাচে জয় প্রত্যাশিতই ছিল। যদিও কিছুক্ষেত্রে প্রতিপক্ষের ডি-বক্সের মধ্যে দুর্বলতা দেখা গেছে। কিন্তু আইরিশদের বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজেই খেলা শুরু করে ভারত।
আর ফলে মেলে একেবারে হাতেনাতে। ম্যাচের ১১ মিনিটে, পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন সেই হরমনপ্রীত। তবে সেখানেই শেষ নয়। ম্যাচের ১৯ মিনিটে, ফের একবার পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান বাড়ান দলের অধিনায়ক।
তবে ২-০ ব্যবধানে এগিয়ে গেলেও আক্রমণ জারি রাখে ভারত (Team India)। কিন্তু আর কোনও গোল হয়নি। উল্লেখযোগ্য বিষয় হল যে, একাধিক সুযোগ তৈরি করেই ফরোয়ার্ডদের ব্যর্থতা চিন্তায় রাখবে দলকে। কারণ, এরপর ভারতকে খেলতে হবে বেলজিয়াম এবং অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে।
সেক্ষেত্রে একের পর এক গোল মিস সমস্যায় ফেলতে পারে ভারতীয় দলকে। এই বিষয়টি নিয়ে এখন থেকেই ভাবনাচিন্তা শুরু না করলে পরে বিপদে পড়তে পারে দল। অন্যদিকে, প্রথম দুই দলের মধ্যে শেষ করতে পারলে কোয়ার্টার ফাইনালের লড়াইতে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেতে পারে ইন্ডিয়া।
এদিকে আয়ারল্যান্ডকে হারানোর পর ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত জানিয়েছেন, “দলে বেশকিছু জায়গায় উন্নতির সুযোগ রয়েছে। আমাদের ভুলগুলো আরও কমাতে হবে। কারণ, এরপর আরও কঠিন ম্যাচ রয়েছে আমাদের সামনে। তাই আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী।”
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।