দেশে ফিরল ব্রোঞ্জ জয়ী ভারতীয় হকি দল, বিমানবন্দরে সংবর্ধনার মাঝেই ঢোলের তালে নাচ

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে, ব্রোঞ্জ জিতে দেশে ফিরল ভারতীয় হকি দল (Indian Hockey Team)। সেই কথা বিমান ছাড়ার আগেই ঘোষণা করে দিলেন পাইলট। ঐ বিমানের মধ্যে তখন বসে রয়েছে ভারতের হকি (Hockey India) দলের অনেক খেলোয়াড়।

Subhankar Das | Published : Aug 10, 2024 9:03 AM IST

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে, ব্রোঞ্জ জিতে দেশে ফিরল ভারতীয় হকি দল (Indian Hockey Team)। সেই কথা বিমান ছাড়ার আগেই ঘোষণা করে দিলেন পাইলট। ঐ বিমানের মধ্যে তখন বসে রয়েছে ভারতের হকি (Hockey India) দলের অনেক খেলোয়াড়।

আর তাদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল হাততালি। ভারতের জনতা স্বাগত জানাল হরমনপ্রীত সিংদের। সেইসঙ্গে, বিমানবন্দরের বাইরে ঢোলের তালে নাচতে দেখা গেল ভারতীয় হকি দলের খেলোয়াড়দের।

Latest Videos

যদিও পুরো ভারতীয় দল এখনও ফেরেনি। পিআর শ্রীজেশ, অমিত রুইদাস, রাজকুমার পাল, অভিষেক এবং সুখজিৎ সিংরা প্যারিসে থেকে গেছেন সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। অন্যদিকে, শ্রীজেশ এবং মনু ভাকের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক হচ্ছেন। বাকিরা শনিবার সকালে দেশে ফিরবেন।

দিল্লী বিমানবন্দরের বাইরে আগে থেকেই অপেক্ষা করছিলেন সমর্থকরা। হকি খেলোয়াড়েরা বাইরে বেরোনোর পরেই ভক্তরা হাততালি দিতে শুরু করে দেন। শুরু হয়ে যায় দেশের নামে জয়ধ্বনিও। সেইসঙ্গে, ঢোল বাজানো শুরু করেন তারা। সেই তালে নাচতে দেখা যায় মনপ্রীত সিং সহ দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে।

এরপর সাংবাদিকদের হরমনপ্রীত জানান, “আমরা ফেডারেশনের কাছে যা যা চেয়েছিলাম সব পূর্ণ হয়েছে। গোটা অলিম্পিক্স জুড়ে আমরা বিপুল পরিমাণ সমর্থন পেয়েছি। আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই। এটি আমাদের দেশের হকির জন্য একটা বড় সাফল্য। পরপর দুটো অলিম্পিক্স থেকে পদক জিততে পারলাম আমরা। যখনই মাঠে নামব, জিতে ফেরারই চেষ্টা করব।”

সবমিলিয়ে, রাজকীয়ভাবেই স্বাগত জানানো হল ভারতীয় হকি দলকে। দেশে ফিরল অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী ভারতীয় হকি দল। সেইসঙ্গে, বিমানবন্দরের বাইরে ঢোলের তালে নাচলেন দেশের তারকারা।

 

 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

তৃণমূল সরকারের সবচেয়ে বড় দুর্নীতি ধরে ফেলল বিজেপি, দেখুন কী বললেন জগন্নাথ চট্টোপাধ্যায়
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
'কুকুরের লেজ যেমন সোজা হয়না তেমনই মমতার পুলিশকে পরিবর্তন করা যায় না' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর
৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
সঞ্জয় রায়ের মন্তব্যের পরই এই কেস রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বললেন তিনি