Olympics 2024: প্রেম করতে গিয়ে বিপত্তি! রাতে না ফেরায় ব্রাজিলের সাঁতারুকে বহিষ্কার

প্রেম করতে গিয়ে ঘোর বিপত্তি। প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) নিয়ম ভেঙে গেমস ভিলেজ থেকে বিতাড়িত হলেন ব্রাজিলের এক মহিলা সাঁতারু।

Subhankar Das | Published : Jul 30, 2024 5:56 PM IST

প্রেম করতে গিয়ে ঘোর বিপত্তি। প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) নিয়ম ভেঙে গেমস ভিলেজ থেকে বিতাড়িত হলেন ব্রাজিলের এক মহিলা সাঁতারু।

তাঁর নাম অ্যানা ক্যারোলিনা ভিয়েরা। জানা যাচ্ছে, ঐ সাঁতারু কাউকে কিছু না জানিয়ে শুক্রবার, হটাৎই গেমস ভিলেজের বাইরে চলে যান। এমনকি, ফেরেননি রাতেও। তাঁর এই আচরণে বেজায় ক্ষুব্ধ হন ব্রাজিল অলিম্পিক্স কমিটির কর্তারাও।

Latest Videos

নিয়মানুযায়ী কোনও খেলোয়াড় যদি চান, তাহলে তিনি গেমস ভিলেজের বাইরেও থাকতে পারেন। কিন্তু সেক্ষেত্রে তাঁকে আগে থেকে বিষয়টি জানিয়ে রাখতে হয় সংশ্লিষ্ট কর্তাদের। তারপর থাকে অনুমতি নেওয়ার একটি বিষয়। আবার কোনও খেলোয়াড় যদি গেমস ভিলেজে থাকেন, তাহলে প্রতিযোগিতা শেষ না হওয়া অবধি বাইরে যেতে পারেন না তিনি।

কিন্তু যদি কোনও প্রয়োজনে বাইরে যেতে হয়, তাহলে অনুমতি নেওয়ার নিয়ম রয়েছে। আর ঠিক এই নিয়মটিই ভেঙেছেন ব্রাজিলের ঐ মহিলা সাঁতারু। তাই তাঁকে রবিবার, দেশে ফিরে যেতে বলা হয়েছে।

সূত্রের খবর, ঐ মহিলা সাঁতারুর বয়স ২২ বছর। আর তাঁর প্রেমিক গ্যাব্রিয়েল স্যান্টোসও একজন সাঁতারু। তিনিও ব্রাজিল দলের হয়ে অলিম্পিক্সে অংশগ্রহণ করেছেন। শুক্রবার, ব্রাজিলের রিলে দল প্রতিযোগিতা থেকে বিদায় নেয়। তারপরই গেমস ভিলেজ ছেড়ে দেন গ্যাব্রিয়েল এবং তাঁর সতীর্থরা। তাদের সঙ্গে সেই ভিলেজের বাইরে যান অ্যানাও।

কারও অনুমতি না নিয়েই তিনি গেমস ভিলেজের বাইরে চলে যান। এমনকি, রাতে ফিরেও আসেননি। শনিবার সকালে তিনি গেমস ভিলেজে ফিরে আসেন। আর এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি। সেইসঙ্গে, ক্ষুব্ধ হন ব্রাজিল কর্তারাও।

ফলে, চলতি অলিম্পিক্স থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। ব্রাজিলের এক কর্তা জানিয়েছেন, “অন্যায় করেছেন অ্যানা। তাঁর আচরণ যথেষ্ট আগ্রাসী এবং অপমানজনক ছিল। তাই তাঁকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

দুঘণ্টা জিজ্ঞাসাবাদ! RG Kar কাণ্ডে কার কার নাম বললেন মীনাক্ষী CBI-কে! দেখুন | Minakshi Mukherjee |
'বন্যার জন্য দায়ী মমতা, তিনি বাঁধ সংরক্ষণ না করে টাকা ঝেড়ে দিয়েছেন' বিস্ফোরক Suvendu Adhikari
‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News
'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
স্বাস্থ্য দফতরের পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে সরব Suvendu Adhikari | R G Kar Case