Olympics 2024: চোখ থেকে গড়িয়ে পড়ল জল, আবেগতাড়িত ধনরাজ বললেন 'ভারত সোনা জিততে পারে'

Published : Aug 05, 2024, 09:37 PM IST
DHANRAJ PILLAY

সংক্ষিপ্ত

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে, বড় সাফল্য ভারতীয় হকি দলের (Indian Hockey Team)। রবিবার, গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে শ্রীজেশদের জয়ের পর মুখ খুলেছেন প্রাক্তন হকি তারকা ধনরাজ পিল্লাই (Dhanraj Pillay)।

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে, বড় সাফল্য ভারতীয় হকি দলের (Indian Hockey Team)। রবিবার, গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে শ্রীজেশদের জয়ের পর মুখ খুলেছেন প্রাক্তন হকি তারকা ধনরাজ পিল্লাই (Dhanraj Pillay)।

তাঁকে বলা হয় ভারতের (India) সর্বকালের অন‌্যতম সেরা প্রাক্তন হকি তারকা। আর তিনি যেন এই ম্যাচের পর আরও আবেগতাড়িত এবং আপ্লুত। অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে হকিতে গ্রেট ব্রিটেনকে পরাজিত করার পর ধনরাজ পিল্লাইয়ের মুখে শুধুই ভারতের নাম।

ভারত সেমিফাইনালে ওঠার পর আর চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। দেশের এই দুরন্ত জয়ের জন‌্য যাবতীয় কৃতিত্ব পিআর শ্রীজেশকেই দিচ্ছেন দিচ্ছেন পিল্লাই। আবেগভরা কণ্ঠে তিনি জানান, “আমি আজ চোখের জল ধরে রাখতে পারিনি। সত্যিই ভারতীয় হকি দলের এমন অসাধারণ পারফরম‌্যান্স অনেকদিন দেখিনি। আর এখন আমি রীতিমতো আত্মবিশ্বাসী যে, এই দল নিশ্চয়ই ৪৪ বছরের খরা কাটিয়ে অলিম্পিক্সে সোনা জিততে পারবে।”

নিজের ঘরে টিভিতে বসে খেলা দেখছিলেন ধনরাজ। রাজকুমার পালের জয়সূচক গোলের পরেই একেবারে আনন্দিত হয়ে লাফিয়ে ওঠেন তিনি। তাঁর কথায়, “চোখ দিয়ে যেন আনন্দের জল গড়িয়ে পড়ছিল। সেই ২০০০ সালের সিডনি অলিম্পিক্সের পর এইরকম রুদ্ধশ্বাস ম‌্যাচ আমি আর কোনওদিন দেখিনি। গ্রেট ব্রিটেনের সামনে শ্রীজেশ যেন প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল। ওর পারফরম‌্যান্সকে এককথায় অনবদ্য।”

তিনি আরও যোগ করেন, “এই ম‌্যাচটা দেখার পর আমি সত্যিই খুব আপ্লুত। আজ ভীষণ খুশি। পেনাল্টি শ্যুট আউটে চতুর্থ গোলটি করার পর আমি তো চিৎকার করে উঠেছিলাম। আমি বহুদিন পর ভারতের পুরো খেলা দেখলাম। তাই এক মিনিটের জন‌্যও নিজের জায়গা থেকে নড়তে পারিনি।”

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Messi in Kolkata: যুবভারতীতে তাণ্ডব চালালেন কারা? লণ্ডভণ্ড স্টেডিয়ামের সিসি ফুটেজ দেখে গ্রেফতার দুই
সাফ উইমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপ: ফাজিলার ৫ গোল, বাংলাদেশের ক্লাবকে উড়িয়ে ফাইনালে ইস্টবেঙ্গল