Olympics 2024: টেবিল টেনিসে দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল ভারত

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে আরও একবার সাফল্য এল টেবিল টেনিসে। দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল ভারত।

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে আরও একবার সাফল্য এল টেবিল টেনিসে। দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল ভারত।

সোমবার, প্রি-কোয়ার্টার ফাইনালে রোমানিয়াকে ৩-২ ফলে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া (India)। টেবিল টেনিসের দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারতের মহিলা দল। যদিও ভারতের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। কারণ, আমেরিকা বনাম জার্মানি ম্যাচে যে যারা জিতবে, তাদের বিরুদ্ধে খেলতে নামবে ইন্ডিয়া। আর সেই ম্যাচ জিততে পারলে সেমিফাইনালে ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ হতে চলেছে জাপান।

Latest Videos

উল্লেখ্য, ডাবলসের প্রথম ম্যাচে ভারতের হয়ে জুটি বেধেছিলেন অর্চনা কামাথ এবং সৃজা আকুলা। তারা ১১-৯, ১২-১০, ১১-৭ পয়েন্টে হারিয়ে দেন রোমানিয়ার এলিজাবেতা সামারা এবং আদিনা দিয়াকোনুকে। আর বাকি চারটি ম্যাচ ছিল সিঙ্গলস।

প্রথম সিঙ্গলসে মনিকা বাত্রা ১১-৫, ১১-৭, ১১-৭ ব্যবধানে হারান বার্নাডেট সসকে। প্রথমেই ২-০ তে এগিয়ে যায়। কিন্তু তবে তৃতীয় ম্যাচে পরাজিত হন সৃজা আকুলা। সামারার কাছে পাঁচ সেটের লড়াইতে ১১-৮, ৪-১১, ১১-৭, ৬-১১, ৮-১১ হারেন তিনি। আর ঠিক পরের ম্যাচে অর্চনা ৫-১১, ১১-৮, ৭-১১, ৯-১১ ব্যবধানে হারেন সসের কাছে।

ফলে, মনিকার উপরেই বাড়তি দায়িত্ব এসে পড়ে ভারতকে জেতানোর জন্য। আর এই ম্যাচ হারলেই ছিটকে যেত ভারত। কিন্তু সেই ম্যাচে মনিকা ১১-৫, ১১-৯ এবং ১১-৯ পয়েন্টে হারিয়ে দেন দিয়াকোনুকে।

বাস্তবে ভারতের খেলোয়াড়রা কেউই সিঙ্গলসে ভালো ফল করতে পারেননি। ছেলেদের সিঙ্গলসে অচন্তা শরথ কমল প্রথম রাউন্ডেই হেরে যান এবং বিদায় নেন অলিম্পিক্স থেকে। অপরদিকে মেয়েদের সিঙ্গলসে সৃজা এবং মনিকা দুজনই প্রি-কোয়ার্টার ফাইনালে পরাজিত হন।

কিন্তু দলগত ইভেন্টে সাফল্য এসেছে। প্রি-কোয়ার্টার ফাইনালে রোমানিয়াকে ৩-২ ফলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ভারত।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari