১ পয়েন্টের জন্য পদক হাতছাড়া, মিক্সড স্কিট টিম ইভেন্টে ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে হার মাহেশ্বরী-অনন্তজিতের

Published : Aug 05, 2024, 08:23 PM ISTUpdated : Aug 05, 2024, 08:56 PM IST
Anantjeet Singh

সংক্ষিপ্ত

প্যারিস অলিম্পিক্সে অসাধারণ পারফরম্যান্স দেখালেন ভারতীয় শ্যুটাররা। এর আগে কোনও অলিম্পিক্সে শ্যুটিংয়ে এত ভালো ফল করতে পারেনি ভারত। প্যারিস অলিম্পিক্সে ইতিহাস তৈরি হল।

প্যারিস অলিম্পিক্সে শ্যুটিংয়ে ভারতকে চতুর্থ পদক জেতানোর খুব কাছাকাছি গিয়েও খালি হাতে ফিরতে হল মাহেশ্বরী চৌহান ও অনন্তজিৎ সিং নারুকাকে। সোমবার মিক্সড স্কিট টিম ইভেন্টের ফাইনালে এক পয়েন্টের জন্য তাঁদের পদক হাতছাড়া হল। ভারতীয় জুটিকে পিছনে ফেলে দিয়ে পদক জিতলেন চিনের জিয়াং ইতিং ও লিউ জিয়ানলিন। চিনা জুটি ৪৪ পয়েন্ট পায়। সেখানে ভারতীয় জুটি ৪৩ পয়েন্ট পায়। এর ফলেই পদক হারাল ভারত। কোয়ালিফিকেশনে ভারত ও চিনের পয়েন্ট সমান ছিল। কিন্তু ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে ভারতকে টেক্কা দিল চিন। এর ফলে চলতি অলিম্পিক্সে ভারতের পদক সংখ্যা বাড়ল না। একই সময়ে ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ পদক জয়ের লড়াইয়ে লক্ষ্য সেন লড়াই করছিলেন। তিনিও ব্রোঞ্জ পেলেন না, মাহেশ্বরী-অনন্তজিৎও খালি হাতে বিদায় নিলেন।

পদক হারালেন রাজপরিবারের সন্তানরা

রাজস্থানের এক জমিদার পরিবারের সন্তান মাহেশ্বরী। রাজস্থানেরই রাজপরিবারের সন্তান অনন্তজিৎ। পরিবারে শিকারের চল থাকায় ছোটবেলাতেই তাঁরাও হাতে বন্দুক তুলে নেন। বড় হওয়ার পর পেশাদার শ্যুটিং শুরু করেন তাঁরা। প্যারিস অলিম্পিক্সে সামান্য ব্যবধানে চতুর্থ হলেও, এই জুটির লড়াই সারা বিশ্বের নজর কেড়ে নিয়েছে। এবারের অলিম্পিক্সে শ্যুটিংয়ে তৃতীয়বার চতুর্থ স্থান পেলেন ভারতীয়রা। এর আগে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে চতুর্থ হন অর্জুন বাবুতা। মহিলাদের ২৫ মিটার পিস্তলে চতুর্থ হন মনু। এবার চতুর্থ হল মাহেশ্বরী-অনন্তজিৎ জুটি।

প্যারিস অলিম্পিক্সে ভারতের পদক সংখ্যা বাড়বে?

প্যারিস অলিম্পিক্সে পুরুষদের হকির সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। ফলে টানা দ্বিতীয়বার হকিতে পদক জয়ের আশা তৈরি হয়েছে। মঙ্গলবার জ্যাভলিন থ্রোয়ে ফের সোনা জয়ের লক্ষ্যে লড়াই শুরু করছেন নীরজ চোপড়া। ফলে চলতি অলিম্পিক্সে ভারতের পদক সংখ্যা বৃদ্ধির আশা রয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

প্যারিস অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাবাহক হচ্ছেন মনু ভাকের

মরসুমের সেরা পারফরম্যান্স দেখিয়েও ফাইনালে উঠতে ব্যর্থ পারুল চৌধুরী, ছিটকে গেলেন জেসউইন অলড্রিনও

লক্ষ্যপূরণ হল না, প্যারিসে ইতিহাস গড়েও পদক জয় অধরাই থেকে গেল লক্ষ্য সেনের

PREV
click me!

Recommended Stories

WTC Table 25-27: একটি জয়ের সুবাদেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল নিউজিল্যান্ড?
সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৫: গড়াপেটার অভিযোগ, অসমের ৪ ক্রিকেটার সাসপেন্ড