Olympics 2024: টেবিল টেনিসে সাফল্য ভারতের, প্রথম ম্যাচে জয় পেলেন সৃজা আকুলা

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে এবার সাফল্য এল টেবিল টেনিসে। জয় পেলেন সৃজা আকুলা (Sreeja Akula)।

Subhankar Das | Published : Jul 28, 2024 1:07 PM IST / Updated: Jul 28 2024, 06:38 PM IST

প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে এবার সাফল্য এল টেবিল টেনিসে। জয় পেলেন সৃজা আকুলা (Sreeja Akula)।

নিঃসন্দেহে বড় জয়। সুইডেনের (Sweden) শক্তিশালী প্রতিযোগীকে হারিয়ে জয় ছিনিয়ে নিলেন হায়দ্রাবাদ নিবাসী সৃজা। দুরন্ত লড়াই করলেন তিনি। কার্যত, জয় ছিনিয়ে আনলেন। শুরু থেকেই চাপ বজায় রাখতে শুরু করেন ভারতের (India) সৃজা।

Latest Videos

সুইডেনের ক্রিস্টিনা কলবার্গকে হারিয়ে প্রথম ম্যাচে জয় পেলেন তিনি। তাঁর সামনে যেন কিছুটা খেই হারিয়ে ফেলেন সুইডেনের প্রতিযোগী। প্রথম গেমে সৃজা কার্যত উড়িয়ে দেন তাঁর সুইডিশ প্রতিপক্ষকে। বড় ব্যবধানে জয় পান। স্কোর দাঁড়ায় ১১-৪।

দ্বিতীয় গেমেও ব্যতিক্রম হয়নি সেই ছন্দের। আত্মবিশ্বাসকে সঙ্গী করেই খেলতে থাকেন সৃজা। এক্ষেত্রে সুইডেনের ক্রিস্টিনা কলবার্গ কিছুটা হলেও খেলায় ফেরার চেষ্টা করেন। কিন্তু তিনি এক্ষেত্রেও ব্যর্থ হন। বিধ্বংসী সব ফিনিশ করতে থাকেন সৃজা। ফলে, এই গেমে তিনি জেতেন ১১-৯ ব্যবধানে।

এরপর তৃতীয় গেমে সুবিধাজনক জায়গা থেকেই শুরু করেন সৃজা। খেলায় ফেরার চেষ্টা করেও পারেননি সেই সুইডিশ তারকা। এই গেমেও জয় পান ভারতীয় টেবিল টেনিস তারকা। সুইডেনকে ১১-৭ ব্যবধানে হারিয়ে ম্যাচ জয়ের কাছাকাছি পৌঁছে যান সৃজা।

একটা সময় মনে হচ্ছিল, হয়ত চতুর্থ গেমে খেলায় ফিরে আসতে পারেন সুইডিশ তারকা। কিন্তু না, সৃজা যেন আজ জয়ের জন্যই খেলতে নামেন। চতুর্থ গেমেও কার্যত দাপট দেখান তিনি। ম্যাচে দাঁড়াতেই দেননি প্রতিপক্ষকে। এই গেমটি জিতে নেন ১১-৫ স্কোরে। ফলে, পরপর চারটি গেম জিতে নিয়ে ম্যাচে জয় নিশ্চিত করেন সৃজা আকুলা।

রীতিমতো হেলায় উড়িয়ে দেন সুইডিশ খেলোয়াড়কে। হায়দ্রাবাদের এই খেলোয়াড়টি সাতটি গেমের মধ্যে প্রথম চারটিই নিজের দখলে এনে জিতে নেন এই গুরুত্বপূর্ণ ম্যাচ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গেদে সিমান্তে বন্ধ ভিসা! বাংলাদেশ অশান্তিতে বিপাকে ব্যবসায়ীরা! | Nadia News Today
Live: তালডাংরায় নির্বাচনী প্রচারে এসে হুঙ্কার সুকান্ত মজুমদারের, দেখুন সরাসরি
সিসিটিভি ক্যামেরা ভেঙে হিন্দুদের উপর আক্রমণ বাংলাদেশের সেনা ও পুলিশের, গর্জে উঠলেন শুভেন্দু
হুমায়ুনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নয় তাহলে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর কেন? প্রশ্ন অগ্নিমিত্রার
Suvendu Adhikari : 'পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দিলে আমরা জাতীয় সড়ক অবরোধ করব' হুঙ্কার শুভেন্দুর