অলিম্পিক্স উদ্বোধনের আগেই বিতর্ক, ডোপিংয়ের দায়ে নির্বাসিত রোমানিয়ার অ্যাথলিট

অলিম্পিক্সের মতো প্রতিযোগিতায় নিষিদ্ধ বস্তু সেবনের ঘটনা নতুন কিছু নয়। অতীতে বেশ কয়েকজন অ্যাথলিটের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ উঠেছে। এবারের অলিম্পিক্সেও এই বিতর্ক এড়ানো গেল না।

Soumya Gangully | Published : Jul 25, 2024 8:13 PM IST / Updated: Jul 26 2024, 02:38 AM IST

নিষিদ্ধ বস্তু ফুরোসেমিড সেবন করার দায়ে নির্বাসিত হলেন রোমানিয়ার অ্যাথলিট ফ্লোরেনটিনা ইউস্কো। প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) লং জাম্প, ট্রিপল জাম্পে পদক জয়ের লক্ষ্যে লড়াই করার কথা ছিল ইউস্কোর। কিন্তু নির্বাসিত হওয়ায় এই অ্যাথলিটের পক্ষে অলিম্পিক্সে যোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ২০২৩ সালের এপ্রিলে প্রতিযোগিতার বাইরে নমুনা পরীক্ষায় নিষিদ্ধ বস্তু সেবন করার প্রমাণ পাওয়া যায়। ইউস্কোর প্রথম ও দ্বিতীয় নমুনায় নিষিদ্ধ বস্তু সেবনের প্রমাণ পাওয়া যায়। এই কারণে এ বছরের ১ ফেব্রুয়ারি ইউস্কোকে তিরস্কার করলেও, কড়া ব্যবস্থা নিতে অস্বীকার করে রোমানিয়ার জাতীয় অ্যান্টি-ডোপিং অর্গানাইজেশন। দাবি করা হয়, জেনেশুনে নিষিদ্ধ বস্তু সেবন করেননি এই অ্যাথলিট। কিন্তু ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (ওয়াডা) এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টের (সিএএস) দ্বারস্থ হয়। ওয়াডার পক্ষেই রায় দেওয়া হয়। এই কারণে ইউস্কোর পক্ষে অলিম্পিক্সে যোগ দেওয়া হচ্ছে না।

২ বছরের জন্য নির্বাসিত ইউস্কো

Latest Videos

সিএএস-এর রায়ে বলা হয়েছে, ইউস্কো অনিচ্ছাকৃতভাবে নিষিদ্ধ বস্তু সেবন করেছেন, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। এই কারণেই তাঁকে ২ বছরের জন্য নির্বাসিত করা হল। এ বছরের ১ ফেব্রুয়ারি থেকে নির্বাসনের মেয়াদ শুরু হয়েছে। ২০২৩ সালের ২৩ এপ্রিল থেকে যতগুলি প্রতিযোগিতায় যোগ দিয়েছেন ইউস্কো, সব প্রতিযোগিতায় তাঁর ফল বাতিল করা হচ্ছে।

ইউস্কোর কেরিয়ার শেষ?

ইউস্কোর বয়স ২৮ বছর। ২ বছর নির্বাসনের মেয়াদ কাটিয়ে তাঁর পক্ষে পেশাদার অ্যাথলেটিক্সে ফেরা কঠিন। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের সময় এই অ্যাথলিটের বয়স হবে ৩২ বছর। এই বয়সে লং জাম্পে লড়াই করা অত্যন্ত কঠিন। ফলে ইউস্কোর কেরিয়ার কার্যত শেষ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

অলিম্পিক্সে পদক জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এই ভারতীয় ক্রীড়াবিদরা, বাড়ছে আশা

৩ বছর পর্যন্ত ভালো করে কথা বলতে পারতেন না, জলের ভয় কাটিয়ে ১৪ বছরেই অলিম্পিক্সের যোগ্যতা অর্জন!

প্যারিস অলিম্পিক্সে পুরুষদের দলগত তিরন্দাজিতেও কোয়ার্টার ফাইনালে ভারত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

কর্মবিরতি অব্যাহত! ‘ভয়ের পরিবেশ’ দূর করার দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা | RG Kar Protest
'CBI-এর রিপোর্টে যা আছে, যেদিন প্রকাশ্যে আসবে...' যা বলেদিলেন শুভেন্দু | Suvendu Adhikari | RG Kar
Rashifal | রাশিফল ১৮ সেপ্টেম্বর : আজ আপনার কপালে কি আছে? দেখুন কি বলছে আজকের রাশিফল
বাপরে! গিলে খেলো আস্ত বাড়ি! পাঁশকুড়ায় হাড়হিম করা ভিডিও, ভয়ঙ্কর কাঁসাই নদী | Purba Medinipur |
'নারী নিরাপত্তা কোথায়!' মালদায় সাতসকালে হাড়হিম করা ঘটনা, দর্শকের ভূমিকায় গোটা গ্রাম | Malda News