অলিম্পিক্সে পদক জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এই ভারতীয় ক্রীড়াবিদরা, বাড়ছে আশা

Published : Jul 26, 2024, 12:45 AM ISTUpdated : Jul 26, 2024, 12:56 AM IST
Mirabai Chanu set multiple records after won gold in Commonwealth games 2022 spb

সংক্ষিপ্ত

টোকিও অলিম্পিক্সে ৬ পদক পেয়েছিল ভারত। এবার প্যারিস অলিম্পিক্সে অন্তত ১০ পদক আসবে বলে আশায় সারা দেশ। অলিম্পিক্সে ভারতের ১১৭ জন ক্রীড়াবিদ পদক জয়ের লক্ষ্যে লড়াই চালাচ্ছেন।

পি ভি সিন্ধু, নীরজ চোপড়া, সাইখম মীরাবাই চানু, পুরুষ হকি দল, নিখাত জারিন, সাত্বিকসাইরাজ রণকিরেড্ডি-চিরাগ শেট্টি, এবারের অলিম্পিক্সে পদক জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বেশ কয়েকজন ভারতীয়। টোকিও অলিম্পিক্সের চেয়ে এবার ভারতের পদক সংখ্যা বাড়বে বলে আশায় সারা দেশ। এবার ভারতের পদক সংখ্যা দুই অঙ্কে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। এখনও পর্যন্ত কোনও অলিম্পিক্সে একাধিক সোনা পায়নি ভারত। প্যারিস অলিম্পিক্সে সেই নজির তৈরি হতে পারে বলে আশা তৈরি হয়েছে। নীরজ, সিন্ধু, নিখাতের মতো ক্রীড়াবিদরা প্যারিসে সোনা জিততে পারেন। এছাড়া অপ্রত্যাশিতভাবে কোনও ক্রীড়াবিদ পদক জিততে পারেন।

ইতিহাস গড়ার লক্ষ্যে নীরজ, সিন্ধু

দ্বিতীয় ভারতীয় অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে সোনা জেতেন নীরজ। টোকিও অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ে সোনা জেতেন এই অ্যাথলিট। এবার প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে ২ বার সোনা জেতার রেকর্ড গড়ার লক্ষ্যে নীরজ। তাঁর পাশাপাশি সোনা জয়ের অন্যতম দাবিদার সিন্ধু। রিও, টোকিও অলিম্পিক্সে পদক জেতেন এই ব্যাডমিন্টন তারকা। এবারের অলিম্পিক্সে সোনা জেতার জন্য তৈরি হচ্ছেন সিন্ধু। তিনি এবার পদক জিততে পারলে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে ৩ বার পদক জয়ের রেকর্ড গড়বেন।

পদক জয়ের দাবিদার চানু

গত কয়েক বছর ধরে অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছে সাত্বিক-চিরাগ জুটি। এবার অলিম্পিক্সে ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে সোনা জয়ের অন্যতম দাবিদার এই জুটি। ব্যাডমিন্টনে সিঙ্গলসে পদক জয়ের দাবিদার লক্ষ্য সেন। বক্সিংয়ে মহিলাদের ৫০ কেজি বিভাগে সোনা জয়ের দাবিদার ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন নিখাত। কুস্তিতে মহিলাদের ৫৩ কেজি বিভাগে পদক জয়ের দাবিদার অন্তিম পাংহাল। পুরুষ হকি দল টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিল। এবারও পদক জয়ের লক্ষ্যে পি আর শ্রীজেশরা। টোকিও অলিম্পিক্সের পর ফের ভারত্তোলনে পদক জয়ের লক্ষ্যে চানু।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

৩ বছর পর্যন্ত ভালো করে কথা বলতে পারতেন না, জলের ভয় কাটিয়ে ১৪ বছরেই অলিম্পিক্সের যোগ্যতা অর্জন!

প্যারিস অলিম্পিক্সে পুরুষদের দলগত তিরন্দাজিতেও কোয়ার্টার ফাইনালে ভারত

Paris Olympics 2024: অলিম্পিক্সে তিরন্দাজির র‍্যাঙ্কিং রাউন্ডে চতুর্থ দীপিকারা, কোয়ার্টার ফাইনালে সামনে কোরিয়া

PREV
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: ' ওই লিগ বিরক্তিকর, পিএসএল অনেক ভালো,' এ কী বললেন ওয়াসিম আক্রম!
আইপিএল ২০২৫ মিনি নিলাম: ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত, কোন ফ্র্যাঞ্চাইজির হাতে কত টাকা?