বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে চমক ভারতীয় গ্র্যান্ডমাস্টার বিদিত গুজরাথির

ভারতের অন্যতম সফল দাবাড়ু বিশ্বনাথন আনন্দের বিরুদ্ধে দুর্দান্ত সাফল্য পেয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। কিন্তু ভারতের তরুণ দাবাড়ুদের বিরুদ্ধে তিনি সাফল্য পাচ্ছেন না।

আর প্রজ্ঞানন্দ, ডি গুকেশ, অর্জুন এরিগাইসির পর বিদিত গুজরাথি, ফের এক ভারতীয় দাবাড়ুর কাছে হার বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। প্রো চেস লিগে কার্লসেনকে হারিয়ে চমক দিলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার বিদিত। তিনি প্রো চেস লিগে প্রথম জয় পেলেন। কালো ঘুঁটি নিয়ে খেলেও দুর্দান্ত জয় ছিনিয়ে নিলেন বিদিত। বিশ্বের এক নম্বর দাবাড়ুর বিরুদ্ধে খেলতে হলেও, কোনওরকম জড়তা দেখা যায়নি এই ভারতীয় গ্র্যান্ডমাস্টারের মধ্যে। তিনি অসাধারণ চালে কার্লসেনকে মাত করলেন। প্রো চেস লিগে ইন্ডিয়ান যোগীস দলের হয়ে খেলছেন বিদিত। কার্লসেন খেলছেন কানাডা চেসব্রাহস দলের হয়ে। মোট ১৬টি দল ১,৫০,০০০ পুরস্কারমূল্যের এই প্রতিযোগিতায় খেলছে। বিশ্বের বিভিন্ন দেশের দাবাড়ুরা এই অনলাইন টুর্নামেন্টে খেলছেন। বিদিতের বিরুদ্ধে সাদা ঘুঁটি নিয়ে খেলেও কিছু ভুল করেন কার্লসেন। এরই সুযোগ নেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। বিশ্বচ্যাম্পিয়নের বিরুদ্ধে জয় পাওয়ার পর ট্যুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিদিত। তিনি লিখেছেন, ‘বিশ্বের সর্বকালের সেরা খেলোয়াড়, বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিলাম।’ গত বছর নরওয়ের তারকা দাবাড়ুকে হারিয়ে দেন প্রজ্ঞানানন্দ, গুকেশ ও অর্জুন। এবার কার্লসেনকে হারিয়ে দিলেন বিদিতও।

 

Latest Videos

 

২০১৩ সালে গ্র্যান্ডমাস্টার হন বিদিত। এখন তাঁর ফিডে রেটিং ২৭৩০। এটা অবশ্য তাঁর কেরিয়ারের সেরা রেটিং নয়। এর আগে ২,৭৩৬ রেটিং পেয়েছিলেন বিদিত। বর্তমানে তিনি বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৯ নম্বরে। ২০২২-এর ডিসেম্বরে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৮ নম্বরে ছিলেন বিদিত। তিনি এর আগেও আন্তর্জাতিক স্তরে অনেক সাফল্য পেয়েছেন। ২০২০ সালে ফিডে অনলাইন চেস অলিম্পিয়াডে সোনাজয়ী ভারতীয় দলের অধিনায়ক ছিলেন বিদিত। তিনি ২০১৯ সালে বিয়েল চেস ফেস্টিভ্যালে সেরা দাবাড়ু নির্বাচিত হন। ২০২০ সালে প্রাগ চেস ফেস্টিভ্যালে রানার-আপ হন বিদিত। ২০১৯ সালে ফিডে ওয়ার্ল্ড ফিশার র‍্যান্ডম চেস চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে হেরে যান বিদিত। সে বছরই ফিডে গ্র্যান্ড স্যুইস টুর্নামেন্টে ১২ নম্বরে শেষ করেন তিনি। ২০২১ সালে ফিডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে যান বিদিত।

ভারতের ৩০-তম দাবাড়ু হিসেবে গ্র্যান্ডমাস্টার হন বিদিত। ভারতের চতুর্থ দাবাড়ু হিসেবে ২,৭০০ এলো রেটিং পেরিয়ে যান বিদিত। আনন্দের পর ভারতীয় দাবাড়ুদের মধ্যে সবচেয়ে বেশি রেটিং পেয়েছেন বিদিতই। ১৯৯৪ সালের ২৪ অক্টোবর মহারাষ্ট্রের নাসিকে জন্ম হয় এই দাবাড়ুর। ছোটবেলা থেকেই দাবা খেলা শুরু করেন বিদিত। ২০০৬ সালে অনূর্ধ্ব-১২ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে রানার-আপ হয়ে ফিডে মাস্টার হন এই দাবাড়ু। এরপর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক সাফল্য পেয়েছেন। তবে সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য কার্লসেনের বিরুদ্ধে জয়।

আরও পড়ুন-

হকির ডার্বি ঘিরে ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ, আক্রান্ত সাংবাদিকরা

আরও একটি নজিরের মুখে লিওনেল মেসি, বসতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে একাসনে

শিম্পাঞ্জিকে নকল করে শরীরচর্চা, মজার ভিডিও শেয়ার যুবরাজ সিংয়ের

Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari