হকির বড় ম্যাচ ঘিরে উত্তপ্ত ময়দান, বন্ধ খেলা, আক্রান্ত সাংবাদিকরা

Published : Feb 19, 2023, 05:42 PM ISTUpdated : Feb 19, 2023, 05:45 PM IST
Hockey_East Bengal_Vs-Mohun Bagan Chaos

সংক্ষিপ্ত

১৯৮০ সালের ১৬ আগস্ট ফুটবল মাঠে মৃত্যু দেখেছে ময়দান। ২০১২ সালের ৯ ডিসেম্বর গ্যালারি থেকে সমর্থকদের ছোড়া ঢিলে মাথায় ফেটেছে সৈয়দ রহিম নবির। তারপরেও কেউ শিক্ষা নেননি। ফের গড়ের মাঠে ঝরল রক্ত।

২৫ নভেম্বর আইএসএল-এর দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। কলকাতা ডার্বি ঘিরে ইতিমধ্যেই পারদ চড়তে শুরু করেছে। তার আগেই রবিবার হকির বড় ম্যাচ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মহামেডান স্পোর্টিং ক্লাবের মাঠ। এদিন ছিল কলকাতা হকি লিগে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ। এই ম্যাচে মোহনবাগান ১-০ এগিয়েছিল। তারপরেই গণ্ডগোলের জেরে বন্ধ হয়ে যায় খেলা। ইস্টবঙ্গল সমর্থকদের অভিযোগ, ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকারকে উদ্দেশ্যে করে গ্যালারি থেকে অশ্রাব্য গালিগালাজ করতে থাকেন মোহনবাগান সমর্থকরা। এতেই মাঠে উত্তেজনা ছড়ায়। মহিলাদেরও গালিগালাজ করতে থাকেন মোহনবাগান সমর্থকরা। এরপরেই তাঁরা সমর্থকরা ইট ছুড়তে শুরু করেন। ইটের আঘাতে এক সাংবাদিকের মাথা ফেটে যায়। আরও কয়েকজন সাংবাদিক অল্পবিস্তর চোট পান। ইস্টবঙ্গল সমর্থকদের আরও অভিযোগ, মাঠে পুলিশ ছিল না। গণ্ডগোল শুরু হওয়ার পর সাধারণ ও ঘোড়সওয়ার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। 

মোহনবাগান সমর্থকদের পাল্টা দাবি, তাঁদের প্ররোচনা দেওয়া হয়েছে। সেই কারণেই মাঠে উত্তেজনা ছড়িয়েছে। সাম্প্রতিক সময়ে কলকাতা ডার্বির ফল এবং আর্থিক কেলেঙ্কারির সঙ্গে ইস্টবেঙ্গল শীর্ষকর্তার নাম জড়ানো নিয়েও কটাক্ষ ছুড়ে দিয়েছেন মোহনবাগান সমর্থকরা।

ইস্টবেঙ্গল সমর্থকদের পাল্টা দাবি, প্ররোচনা দিয়েছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। তিনি মাঠে থাকা সত্ত্বেও মোহনবাগান সমর্থকরা যখন ইস্টবেঙ্গল শীর্ষকর্তার দিকে তেড়ে যাচ্ছিলেন, অশালীন শব্দপ্রয়োগ করছিলেন, তখন তাঁদের থামানোর বদলে উস্কে দিচ্ছিলেন বাগান সচিব। যদিও এই দাবি মানতে নারাজ মোহনবাগান শিবির। 

গত কয়েক বছরে বারবার ইস্টবেঙ্গল-মোহনবাগানের যে কোনও ম্যাচ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে ময়দান। ছোটদের ফুটবল ম্যাচেও উত্তেজনা ছড়িয়েছে, মারামারি হয়েছে। দু'দশক পর এবার হকি দল গড়েছে মোহনবাগান। কিন্তু শুরুতেই বড় ম্যাচ রক্তাক্ত হল। এরকম অবস্থা চলতে থাকলে আরও বড় কোনও ঘটনা ঘটতে পারে গড়ের মাঠে। দুই বড় ক্লাবের যেমন দায়িত্ব আছে, তেমনই প্রশাসনেরও কড়া হওয়া উচিত। যারা গোলমাল পাকাচ্ছে তাদের কাউকেই রেয়াত করা উচিত নয়। 

সোশ্যাল মিডিয়ায় হকি ম্যাচের এই গণ্ডগোলের ছবি, ভিডিও ছড়িয়ে পড়েছে। ফলে দুই শিবিরই উত্তেজিত। ২৫ ফেব্রুয়ারি ফুটবলের ডার্বিতে যাতে এই ঘটনার প্রভাব না পড়ে, সেটা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট সবপক্ষকে। খেলা দেখতে গিয়ে যাতে কাউকে আক্রান্ত না হতে হয়, সেটা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন-

কার্ল ম্যাকহিউয়ের জোড়া গোল, কেরালাকে হারিয়ে আইএসএল প্লে-অফে এটিকে মোহনবাগান

জুনে কলকাতায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ!

৮৬ বছর বয়সে প্রয়াত তুলসীদাস বলরাম, রত্নহারা ভারতীয় ফুটবল, ময়দানে শোকের ছায়া

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত